ETV Bharat / bharat

Corona In India : দৈনিক মৃত তিন হাজারের নিচে, কমল সংক্রমণও

গত দু মাস পর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আজ সবচেয়ে কম ৷

COVID tracker
COVID tracker
author img

By

Published : Jun 6, 2021, 9:40 AM IST

Updated : Jun 6, 2021, 11:54 AM IST

নয়াদিল্লি, 6 জুন : কমল দৈনিক করোনায় মৃতের সংখ্যা ৷ আজ করোনায় মৃতের সংখ্যা তিন হাজারের নিচে ৷ দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর তিন হাজারের উপরে ছিল মৃতের সংখ্যা ৷ পাশাপাশি গত দু মাস পর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আজ সবচেয়ে কম ৷

গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 2 হাজার 677 জন ৷ আক্রান্তের সংখ্যা 1 লাখ 14 হাজার 460 ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 1 লাখ 20 হাজার 529 ৷ 6 এপ্রিলের পর দৈনিক সংক্রমণ এতটা কম হল ৷ একইদিনে 1 লাখ 89 হাজার 232 জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৷ অর্থাৎ সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে 77 হাজার 449 ৷ এই নিয়ে লাগাতার 24 দিন ধরে আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বাড়ল ৷ 5 জুন পর্যন্ত গোটা দেশে 23 কোটি 13 লাখ 22 হাজার মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 33 লাখ 53 হাজার 539 জনকে ৷ গত 24 ঘণ্টায় 20 লাখ 36 হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার পজিটিভিটি রেট 6 শতাংশের বেশি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : নতুন ভ্যাকসিন নীতি সকলের জন্য, মিডিয়ার তথ্য মনগড়া; দাবি কেন্দ্রের

দেশে বর্তমানে করোনায় মৃত্যুর হার 1.20 শতাংশ ৷ সুস্থতার হার বর্তমানে 93 শতাংশের বেশি ৷ সক্রিয় আক্রান্তের হার নেমে 6 শতাংশের কম ৷ সক্রিয় আক্রান্তের নিরিখে গোটা দেশের মধ্যে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে ৷ মোট আক্রান্তের নিরিখেও দ্বিতীয়স্থানে রয়েছে ৷ অন্যদিকে করোনায় মৃত্যুর ক্ষেত্রে আমেরিকা ও ব্রাজিলের পরে রয়েছে ভারত ৷

গত 24 ঘণ্টায় দেশে কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ৷ দেখে নিন কোথায় কোথায় এবং কত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷

নয়াদিল্লি, 6 জুন : কমল দৈনিক করোনায় মৃতের সংখ্যা ৷ আজ করোনায় মৃতের সংখ্যা তিন হাজারের নিচে ৷ দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর তিন হাজারের উপরে ছিল মৃতের সংখ্যা ৷ পাশাপাশি গত দু মাস পর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আজ সবচেয়ে কম ৷

গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 2 হাজার 677 জন ৷ আক্রান্তের সংখ্যা 1 লাখ 14 হাজার 460 ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 1 লাখ 20 হাজার 529 ৷ 6 এপ্রিলের পর দৈনিক সংক্রমণ এতটা কম হল ৷ একইদিনে 1 লাখ 89 হাজার 232 জন করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৷ অর্থাৎ সক্রিয় আক্রান্তের সংখ্যা কমেছে 77 হাজার 449 ৷ এই নিয়ে লাগাতার 24 দিন ধরে আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা বাড়ল ৷ 5 জুন পর্যন্ত গোটা দেশে 23 কোটি 13 লাখ 22 হাজার মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 33 লাখ 53 হাজার 539 জনকে ৷ গত 24 ঘণ্টায় 20 লাখ 36 হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার পজিটিভিটি রেট 6 শতাংশের বেশি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন : নতুন ভ্যাকসিন নীতি সকলের জন্য, মিডিয়ার তথ্য মনগড়া; দাবি কেন্দ্রের

দেশে বর্তমানে করোনায় মৃত্যুর হার 1.20 শতাংশ ৷ সুস্থতার হার বর্তমানে 93 শতাংশের বেশি ৷ সক্রিয় আক্রান্তের হার নেমে 6 শতাংশের কম ৷ সক্রিয় আক্রান্তের নিরিখে গোটা দেশের মধ্যে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে ৷ মোট আক্রান্তের নিরিখেও দ্বিতীয়স্থানে রয়েছে ৷ অন্যদিকে করোনায় মৃত্যুর ক্ষেত্রে আমেরিকা ও ব্রাজিলের পরে রয়েছে ভারত ৷

গত 24 ঘণ্টায় দেশে কমেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ৷ দেখে নিন কোথায় কোথায় এবং কত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ৷

Last Updated : Jun 6, 2021, 11:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.