ETV Bharat / bharat

বাড়ল দৈনিক সংক্রমণ, 82 দিনে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা - daily covid

গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 50 হাজার 848 জন ৷ তবে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ দেশে শেষ 82 দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন ৷

COVID 19 Tracker
COVID 19 Tracker
author img

By

Published : Jun 23, 2021, 9:31 AM IST

Updated : Jun 24, 2021, 10:09 AM IST

নয়াদিল্লি, 23 জুন : দেশে বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 50 হাজার 848 জন ৷ তবে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ দেশে শেষ 82 দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 43 হাজার 194 ৷ বেড়েছে সুস্থতার হার ৷ সুস্থতার হার 96.56 শতাংশ ৷ দেশে দৈনিক সংক্রমণের হার 2.67 শতাংশ ৷

গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 42 হাজার 640 জন ৷ মৃত্যু হয়েছিল 1 হাজার 167 জনের ৷ গত 24 ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 1 হাজার 358 জনের ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 68 হাজার 817 জন ৷

আরও পড়ুন : New Delta Plus Variant : কোভিডের ডেল্টা প্লাস সংস্করণের প্রভাবে কি বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ?

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 28 হাজার 709 ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 89 লাখ 94 হাজার 855 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 90 হাজার 660 জনের ৷

দেশের কোথায় কত সংক্রমণ জেনে নিন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নয়াদিল্লি, 23 জুন : দেশে বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 50 হাজার 848 জন ৷ তবে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ দেশে শেষ 82 দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 43 হাজার 194 ৷ বেড়েছে সুস্থতার হার ৷ সুস্থতার হার 96.56 শতাংশ ৷ দেশে দৈনিক সংক্রমণের হার 2.67 শতাংশ ৷

গতকাল দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল 42 হাজার 640 জন ৷ মৃত্যু হয়েছিল 1 হাজার 167 জনের ৷ গত 24 ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 1 হাজার 358 জনের ৷ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 68 হাজার 817 জন ৷

আরও পড়ুন : New Delta Plus Variant : কোভিডের ডেল্টা প্লাস সংস্করণের প্রভাবে কি বাড়ছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা ?

স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 28 হাজার 709 ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 89 লাখ 94 হাজার 855 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 90 হাজার 660 জনের ৷

দেশের কোথায় কত সংক্রমণ জেনে নিন এক ক্লিকেই ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Last Updated : Jun 24, 2021, 10:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.