নয়াদিল্লি, 25 জুন : দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ । বেশ কয়েকদিন ধরে 50 হাজারের গণ্ডিতেই রয়েছে আক্রান্তের সংখ্যা ৷ মাঝে মঙ্গলবার সংক্রমণ 50 হাজারের নিচে নামলেও গত তিনদিন ধরে করোনার গ্রাফ ওঠা-নামা করছে । গতকালের তুলনায় সংক্রমণ কমলেও 24 ঘণ্টার হিসাবেও 50 হাজারের নিচে নামেনি সংক্রমণ । একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 51 হাজার 667 জন ৷ মৃত্যু হয়েছে 1 হাজার 329 জনের ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 6 লাখ 12 হাজার 868 ৷ সুস্থ হয়ে উঠেছে 64 হাজার 527 জন ৷
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 1 লাখ 34 হাজার 445 ৷ মোট সুস্থ হয়েছেন 2 কোটি 91 লাখ 28 হাজার 445 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 3 লাখ 93 হাজার 310 জনের ৷ মোট টিকাকরণ হয়েছে 30 কোটি 79 লাখ 48 হাজার 744 টি ৷
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট 39 কোটি 95 লাখ 68 হাজার 448 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 17 লাখ 35 হাজার 781 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন, কোভিড মোকাবিলায় নিশ্চিত না হওয়া পর্যন্ত দ্বাদশের পরীক্ষা নয়, অন্ধ্র সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিকে, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে । মধ্যপ্রদেশে 7জন আক্রান্ত হয়েছেন । তার মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের । ইতিমধ্যেই মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরালার কিছু জেলায় সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই রাজ্যগুলিকে সতর্ক করেছে ৷