ETV Bharat / bharat

আরও ভয়ঙ্কর তখতে, শক্তি বাড়িয়ে কালই আছড়ে পড়ছে গুজরাত উপকূলে - Cyclonic storm Tauktae

কাল সকাল থেকে 155 থেকে 165 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তাণ্ডব চালাবে তখতে ৷ 185 কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যেতে পারে কখনও কখনও ৷

Tauktae to make landfall at Gujarat
প্রতীকী ছবি
author img

By

Published : May 16, 2021, 9:47 PM IST

আমেদাবাদ, 16 মে : তাণ্ডবলীলা চালাচ্ছে ঘুর্ণিঝড় তখতে ৷ প্রবল ঝড়বৃষ্টি চলছে কর্নাটক, কেরালা, গোয়া, মহারাষ্ট্রে ৷ যে যে জায়গার উপর দিয়ে গিয়েছে, সব লন্ডভন্ড করে দিয়েছে ৷ একাধিক প্রাণহানি ৷ কর্নাটকে ছয়জনের মৃত্যু হয়েছে ৷ গোয়ায় দু'জনের ৷ কেরালাতেও তখতের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন দু'জন ৷

গাছপালা উপড়ে পড়েছে ৷ একের পর এক বাড়ি ধসে পড়েছে ৷ অবরুদ্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা ৷ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকায় ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত সঠিকভাবে বোঝার উপায় নেই ৷ স্থলভাগের যত কাছে এগোচ্ছে, ততই ভয়ঙ্কর হচ্ছে তখতে ৷ শক্তি বাড়িয়ে সোমবারই গুজরাতের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘুর্ণিঝড় তখতে ৷ মৌসম ভবনের তরফে জানানো হয়েছে পোরবন্দর ও নালিয়ার মাঝামাঝি কোনও উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ৷

জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে ৷ গুজরাতের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ কোস্টাল গার্ডের তরফে গুজরাতের মৎসজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে এই সময় সমুদ্রে না যাওয়ার জন্য ৷ যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদেরও দ্রুত ফেরত আসার জন্য বলা হয়েছে ৷

ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাতের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 54 টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে পাঠানো হয়েছে ৷ প্রায় দেড় লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কাল সকাল থেকে 155 থেকে 165 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তাণ্ডব চালাবে তখতে ৷ 185 কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যেতে পারে কখনও কখনও ৷

প্রশাসনের তরফে হাসপাতালগুলিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ করোনা রোগীদের যাতে কোনওরকম সমস্যা না হয় এবং অক্সিজেন পরিষেবা যাতে নিরবিচ্ছিন্ন থাকে সেদিকেও নজর দেওয়া হচ্ছে ৷

আমেদাবাদ, 16 মে : তাণ্ডবলীলা চালাচ্ছে ঘুর্ণিঝড় তখতে ৷ প্রবল ঝড়বৃষ্টি চলছে কর্নাটক, কেরালা, গোয়া, মহারাষ্ট্রে ৷ যে যে জায়গার উপর দিয়ে গিয়েছে, সব লন্ডভন্ড করে দিয়েছে ৷ একাধিক প্রাণহানি ৷ কর্নাটকে ছয়জনের মৃত্যু হয়েছে ৷ গোয়ায় দু'জনের ৷ কেরালাতেও তখতের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন দু'জন ৷

গাছপালা উপড়ে পড়েছে ৷ একের পর এক বাড়ি ধসে পড়েছে ৷ অবরুদ্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা ৷ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকায় ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত সঠিকভাবে বোঝার উপায় নেই ৷ স্থলভাগের যত কাছে এগোচ্ছে, ততই ভয়ঙ্কর হচ্ছে তখতে ৷ শক্তি বাড়িয়ে সোমবারই গুজরাতের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘুর্ণিঝড় তখতে ৷ মৌসম ভবনের তরফে জানানো হয়েছে পোরবন্দর ও নালিয়ার মাঝামাঝি কোনও উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ৷

জুনাগড়, গির সোমনাথ, সৌরাষ্ট্র, কচ্ছ, দিউ, পোরবন্দর, দ্বারকা, আমরেলি, রাজকোট ও জামনগরে প্রবল ঝড়বৃষ্টি হতে পারে ৷ গুজরাতের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে ৷ কোস্টাল গার্ডের তরফে গুজরাতের মৎসজীবীদের সতর্ক করে দেওয়া হয়েছে এই সময় সমুদ্রে না যাওয়ার জন্য ৷ যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদেরও দ্রুত ফেরত আসার জন্য বলা হয়েছে ৷

ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও গুজরাতের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর 54 টি দলকে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে পাঠানো হয়েছে ৷ প্রায় দেড় লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কাল সকাল থেকে 155 থেকে 165 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তাণ্ডব চালাবে তখতে ৷ 185 কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যেতে পারে কখনও কখনও ৷

প্রশাসনের তরফে হাসপাতালগুলিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ করোনা রোগীদের যাতে কোনওরকম সমস্যা না হয় এবং অক্সিজেন পরিষেবা যাতে নিরবিচ্ছিন্ন থাকে সেদিকেও নজর দেওয়া হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.