ETV Bharat / bharat

Cyclone Mandus: অন্ধ্র-তামিলনাড়ুর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মান্ডুস, দুই রাজ্যে জারি সতর্কতা - বঙ্গোপসাগর

বঙ্গোপসাগরের (Bay of Bengal) দক্ষিণ পূর্ব দিকে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মান্ডুস (Cyclone Mandus) ৷ ওই ঝড় পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে গতিবেগে এগিয়ে আসছে ৷ আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে ৷

cyclone-mandus-approaching-the-andhra-pradesh-and-tamil-nadu-coasts
Cyclone Mandus: অন্ধ্র-তামিলনাড়ুর দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মান্ডুস, দুই রাজ্যে জারি সতর্কতা
author img

By

Published : Dec 9, 2022, 1:49 PM IST

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 9 ডিসেম্বর: ঘূর্ণিঝড় মান্ডুস (Cyclone Mandus) অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) দক্ষিণ উপকূলীয় এলাকা ও তামিলনাডুর (Tamil Nadu) দিকে এগিয়ে আসছে ৷ ভারতীয় আবহাওয়া বিভাগের (IMD) তরফে এই খবর দেওয়া হয়েছে ৷ বঙ্গোপসাগরের (Bay of Bengal) দক্ষিণ পূর্ব দিকে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ৷ আপাতত তা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে গতিবেগে এগিয়ে আসছে ৷ বর্তমানে এর অবস্থান তামিলনাড়ুর করাইকল থেকে 500 কিমি ও চেন্নাই থেকে 580 কিমি দূরে ৷

এই পরিস্থিতিতে সতর্ক অন্ধ্রপ্রদেশ সরকার ৷ রাজ্যের দক্ষিণ উপকূলীয় এলাকা ও রয়েলসীমায় সতর্কতা জারি করা হয়েছে ৷ বেশ কয়েকটি জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছে ৷ সেখানে আগে থেকে কী কী ব্যবস্থা নেওয়া দরকার, সেই নিয়ে আলোচনা করেছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ৷ আজ রাতেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা ৷ সম্ভাব্য স্থান হিসেবে বলা হয়েছে, পুদুচেরি, মহাবলীপুরম ও শ্রীহরিকোটার মধ্যবর্তী কোনও এলাকা ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উপকূলীয় এলাকা ও রয়েলসীমায় আগামিকাল ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

এদিকে উদ্ধার কাজের জন্য অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাগুলিতে এনডিআরএফের (NDRF) পাঁচটি দল মোতায়েন করা হয়েছে ৷ বিভিন্ন জেলায় কন্ট্রোল রুমও খোলা হয়েছে ৷

আরও পড়ুন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বেঞ্চমার্ক ঋণের হার 35 বেসিস পয়েন্ট বাড়ল শীর্ষ ব্যাঙ্ক

অমরাবতী (অন্ধ্রপ্রদেশ), 9 ডিসেম্বর: ঘূর্ণিঝড় মান্ডুস (Cyclone Mandus) অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) দক্ষিণ উপকূলীয় এলাকা ও তামিলনাডুর (Tamil Nadu) দিকে এগিয়ে আসছে ৷ ভারতীয় আবহাওয়া বিভাগের (IMD) তরফে এই খবর দেওয়া হয়েছে ৷ বঙ্গোপসাগরের (Bay of Bengal) দক্ষিণ পূর্ব দিকে এই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ৷ আপাতত তা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে গতিবেগে এগিয়ে আসছে ৷ বর্তমানে এর অবস্থান তামিলনাড়ুর করাইকল থেকে 500 কিমি ও চেন্নাই থেকে 580 কিমি দূরে ৷

এই পরিস্থিতিতে সতর্ক অন্ধ্রপ্রদেশ সরকার ৷ রাজ্যের দক্ষিণ উপকূলীয় এলাকা ও রয়েলসীমায় সতর্কতা জারি করা হয়েছে ৷ বেশ কয়েকটি জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয়েছে ৷ সেখানে আগে থেকে কী কী ব্যবস্থা নেওয়া দরকার, সেই নিয়ে আলোচনা করেছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা ৷ আজ রাতেই এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা ৷ সম্ভাব্য স্থান হিসেবে বলা হয়েছে, পুদুচেরি, মহাবলীপুরম ও শ্রীহরিকোটার মধ্যবর্তী কোনও এলাকা ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উপকূলীয় এলাকা ও রয়েলসীমায় আগামিকাল ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

এদিকে উদ্ধার কাজের জন্য অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাগুলিতে এনডিআরএফের (NDRF) পাঁচটি দল মোতায়েন করা হয়েছে ৷ বিভিন্ন জেলায় কন্ট্রোল রুমও খোলা হয়েছে ৷

আরও পড়ুন: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বেঞ্চমার্ক ঋণের হার 35 বেসিস পয়েন্ট বাড়ল শীর্ষ ব্যাঙ্ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.