কটক, 3 নভেম্বর: মদের যা দাম, তার থেকে মাত্র 10 টাকা বেশি নেওয়ায়, 20 লাখ টাকা জরিমানা দিতে হল একটি লিকার শপকে ৷ ওড়িশার কটকের ফরেইন লিকার অফ শপকে জরিমানা দিতে হল আবগারি দফতরকে ৷ প্রোডাক্টে যা দাম লেখা, তার থেকে বেশি নেওয়ায় উপভোক্তা আদালত মদের দোকানের মালিককে এতবড় অঙ্কের টাকা জরিমানা ভরার নির্দেশ দেয় বলে জানা গিয়েছে ৷
কটকের আবগারি দফতরের আধিকারিক দেবাশিস প্যাটেল বলেন, ''অভিযোগের ভিত্তিতে, উপভোক্তা আদালত দোকানের উপর 20 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে এবং বিভাগকে এমআরপি লঙ্ঘনের জন্য দোকানটি সিল করার নির্দেশ দিয়েছে। যখনই আমরা এমন কোনও ঘটনার কথা জানতে পারবে, দোকানগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব ৷ তিনি আরও বলেন যে এমন ঘটনা জানতে পারলেই মদের দোকানটিকে জরিমানা করা হবে এবং সেই দোকানদারের বিরুদ্ধে মামলা করা হবে।
সূত্রের খবর, কটকের বরং পুলিশ স্টেশনের অন্তর্গত রামদাসপুর এলাকায় এই মদের দোকানটি রয়েছে ৷ এক গ্রাহক এই দোকান থেকে একটি মদের বোতল কেনেন ৷ দোকানদার, লেবেলে যে দাম লেখা ছিল, তার থেকে মাত্র 10 টাকা বেশি নেন গ্রাহকের থেকে ৷ এই ঘটনায় গ্রাহক উপভোক্তা আদালতে সেই মদের দোকানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ এই ঘটনার পরেই আবগারি দফতরের আধিকারিক আচমকাই ওই দোকানে সারপ্রাইজ ভিজিট করেন ৷ তারপরেই দোকান সিল করে দেন ৷
এই ঘটনায় মাথায় পড়েছে দোকানমালিকের ৷ মাত্র 10 টাকার জন্য এতবড় খেসারত তাঁকে দিতে হবে বুঝতে পারেননি ৷ অন্যদিকে, আবগারি দফতরের তৎপরতায় খুশি গ্রাহকরাও ৷ জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় এমন অনেক দোকান রয়েছে, যেখানে লেবেল লেখা দামের থেকে বেশি টাকা চাওয়া হয় ৷ তা অনেক সময় গ্রাহকরা দিয়েও দেন ৷ কিন্তু যদি তা না দিয়ে উপভোক্তা আদালতের দ্বারস্থ হওয়া যায়, তাহলে লোক ঠকানোর এই ব্যবসা নিমেষে বন্ধ করা যাবে বলে মনে করেন আবগারি দফতরের আধিকারিকরা ৷
আরও পড়ুন: ব্যবসায়ীকে অপহরণ করে দেড় কোটি টাকা মুক্তিপণের দাবি, পুলিশি তৎপরতায় গ্রেফতার 5