ETV Bharat / bharat

Shah Rukh Khan: শাহরুখ নন, মুম্বই বিমানবন্দরে আটকানো হয়েছিল তাঁর দেহরক্ষীকে ! - এয়ার ইন্টেলিজেন্স ইউনিট

শাহরুখ খানকে (Shah Rukh Khan) মুম্বই বিমানবন্দরে (Mumbai International Airport) আটকানো হয়েছে বলে যে খবর সম্প্রচারিত হয়েছিল, তা সঠিক নয় ৷ এমনটাই দাবি করেছে শুল্ক বিভাগের (Customs Department) মুম্বই কার্যালয় ৷ তাঁদের বক্তব্য, আটকানো হয়েছিল শাহরুখের দেহরক্ষী রবি সিংকে (Ravi Singh) ৷

Customs Department claims Shah Rukh Khan bodyguard was stopped by officials at Mumbai International Airport
Shah Rukh Khan: শাহরুখ নন, মুম্বই বিমানবন্দরে আটকানো হয়েছিল তাঁর দেহরক্ষীকে !
author img

By

Published : Nov 13, 2022, 4:41 PM IST

Updated : Nov 13, 2022, 6:03 PM IST

মুম্বই, 13 নভেম্বর: শুক্রবার রাতে দুবাই থেকে ভারতে ফেরার পর শাহরুখ খানকে (Shah Rukh Khan) মুম্বই বিমানবন্দরে (Mumbai International Airport) আটকায়নি শুল্ক বিভাগ (Customs Department) ! আটকানো হয়েছিল তাঁর দেহরক্ষীকে (Body Guard) ! তাঁকে আটকেছিল 'এয়ার ইন্টেলিজেন্স ইউনিট' (Air Intelligence Unit) ৷

শুল্ক বিভাগের মুম্বই কার্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শাহরুখকে বিমানবন্দরে আটকানোর যে খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত করা হয়, তা সঠিক নয় ৷ কারণ, কিং খানকে তারা আটকায়নি ৷ আটকেছিল তাঁর দেহরক্ষীকে ৷ শুক্রবার রাতে শাহরুখের দেহরক্ষী রবি সিংকে (Ravi Singh) বিমানবন্দরের বাইরে যেতে বাধা দেন এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকরা ৷ কারণ, রবি শুল্ক আইন অমান্য করেছিলেন ৷ কিন্তু, শুল্ক দফতরের প্রাপ্য টাকা জমা হতেই তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: দামি ঘড়ির শুল্ক না-মেটানোর অভিযোগ, বিমানবন্দর থেকে বেরোতে বাধা শাহরুখকে

বস্তুত, শুক্রবার রাতে দুবাই থেকে ফেরার সময় শাহরুখের সঙ্গে তাঁর পুরো 'টিম' ছিল ৷ তাঁরা মুম্বই বিমানবন্দরে পৌঁছনোর পরই শাহরুখ ও তাঁর ম্য়ানেজার পূজা দাদলানিকে (Pooja Dadlani) বাইরে যেতে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় শুল্ক আধিকারিকরা ৷ তাদের কেউ বাধা দেননি বলেও জানান তাঁরা ৷

মুম্বই শুল্ক দফতরের তরফ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে, "শাহরুখ খানের দেহরক্ষী রবি সিং নিজের মালপত্র-সহ বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় তাঁকে 8 (আট) নম্বর গেটে তল্লাশির জন্য আটকানো হয় ৷ যেখানে তাঁর ব্যাগ তল্লাশি করা হচ্ছিল, সেখানকার কর্মীরা রবির ব্যাগে দু'টি দামি ঘড়ি এবং ছ'টি ঘড়ির খালি বাক্স পান ৷ এছাড়াও, তাঁর ব্য়াগে আইওয়াচ সিরিজ 8 (আট)-এর একটি খালি বাক্স ছিল ৷"

এরপরই এর জন্য শুল্কের মূল্য ধার্য করা হয় ৷ আধিকারিকরা শাহরুখ খানকে শুধুমাত্র সেই টাকা মিটিয়ে দিতে বলেছিলেন বলে দাবি করেছে মুম্বই শুল্ক দফতর ৷ শাহরুখ সেই টাকা দিতে রাজিও হয়ে যান ৷ সবমিলিয়ে তাঁকে প্রায় 6 লক্ষ 83 হাজার টাকা দিতে হয় ৷ টাকা জমা পড়ে যেতেই তাঁদের সকলকে যেতে দেওয়া হয় ৷

মুম্বই, 13 নভেম্বর: শুক্রবার রাতে দুবাই থেকে ভারতে ফেরার পর শাহরুখ খানকে (Shah Rukh Khan) মুম্বই বিমানবন্দরে (Mumbai International Airport) আটকায়নি শুল্ক বিভাগ (Customs Department) ! আটকানো হয়েছিল তাঁর দেহরক্ষীকে (Body Guard) ! তাঁকে আটকেছিল 'এয়ার ইন্টেলিজেন্স ইউনিট' (Air Intelligence Unit) ৷

শুল্ক বিভাগের মুম্বই কার্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শাহরুখকে বিমানবন্দরে আটকানোর যে খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত করা হয়, তা সঠিক নয় ৷ কারণ, কিং খানকে তারা আটকায়নি ৷ আটকেছিল তাঁর দেহরক্ষীকে ৷ শুক্রবার রাতে শাহরুখের দেহরক্ষী রবি সিংকে (Ravi Singh) বিমানবন্দরের বাইরে যেতে বাধা দেন এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের আধিকারিকরা ৷ কারণ, রবি শুল্ক আইন অমান্য করেছিলেন ৷ কিন্তু, শুল্ক দফতরের প্রাপ্য টাকা জমা হতেই তাঁকে ছেড়ে দেওয়া হয় ৷

আরও পড়ুন: দামি ঘড়ির শুল্ক না-মেটানোর অভিযোগ, বিমানবন্দর থেকে বেরোতে বাধা শাহরুখকে

বস্তুত, শুক্রবার রাতে দুবাই থেকে ফেরার সময় শাহরুখের সঙ্গে তাঁর পুরো 'টিম' ছিল ৷ তাঁরা মুম্বই বিমানবন্দরে পৌঁছনোর পরই শাহরুখ ও তাঁর ম্য়ানেজার পূজা দাদলানিকে (Pooja Dadlani) বাইরে যেতে দেওয়া হয় বলে জানিয়েছেন স্থানীয় শুল্ক আধিকারিকরা ৷ তাদের কেউ বাধা দেননি বলেও জানান তাঁরা ৷

মুম্বই শুল্ক দফতরের তরফ থেকে এই প্রসঙ্গে বলা হয়েছে, "শাহরুখ খানের দেহরক্ষী রবি সিং নিজের মালপত্র-সহ বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় তাঁকে 8 (আট) নম্বর গেটে তল্লাশির জন্য আটকানো হয় ৷ যেখানে তাঁর ব্যাগ তল্লাশি করা হচ্ছিল, সেখানকার কর্মীরা রবির ব্যাগে দু'টি দামি ঘড়ি এবং ছ'টি ঘড়ির খালি বাক্স পান ৷ এছাড়াও, তাঁর ব্য়াগে আইওয়াচ সিরিজ 8 (আট)-এর একটি খালি বাক্স ছিল ৷"

এরপরই এর জন্য শুল্কের মূল্য ধার্য করা হয় ৷ আধিকারিকরা শাহরুখ খানকে শুধুমাত্র সেই টাকা মিটিয়ে দিতে বলেছিলেন বলে দাবি করেছে মুম্বই শুল্ক দফতর ৷ শাহরুখ সেই টাকা দিতে রাজিও হয়ে যান ৷ সবমিলিয়ে তাঁকে প্রায় 6 লক্ষ 83 হাজার টাকা দিতে হয় ৷ টাকা জমা পড়ে যেতেই তাঁদের সকলকে যেতে দেওয়া হয় ৷

Last Updated : Nov 13, 2022, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.