ETV Bharat / bharat

Mumbai cruise drugs case : আরিয়ানের কল রেকর্ড মুছতে টাকা দিতে চেয়েছিল শাহরুখের ম্যানেজার, দাবি হ্যাকারের

জলগাঁওয়ের এথিক্যাল হ্যাকার মণীশ ভাঙ্গালের দাবিতে আরও রহস্যময় হয়ে উঠেছে মুম্বই ক্রুজ মাদক মামলা তথা আরিয়ান খানের জড়িত থাকার বিষয়টি ৷ শাহরুখ খানের বড় ছেলের মোবাইল থেকে কল রেকর্ড মুছে ফেলতে তাঁকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা জানানো হয়েছিল ৷

আরিয়ান খান
আরিয়ান খান
author img

By

Published : Oct 28, 2021, 1:43 PM IST

জলগাঁও, 21 অক্টোবর : আরিয়ান খানকে নিয়ে নতুন মোড় ৷ শাহরুখ-পুত্রের মোবাইল থেকে কল রেকর্ড (Call Detail Record, CDR) মুছে ফেলার জন্য তাঁকে 5 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি (Pooja Dadlani) ৷ দাবি করলেন জলগাঁওয়ের এথিক্যাল হ্যাকার মণীশ ভাঙ্গালে ৷

মণীশের দাবি, "মুম্বই ক্রুজ মাদক মামলায় কিছু একটা গোলমাল রয়েছে ৷" তাই মামলার আগাগোড়া তদন্ত চেয়ে মুম্বই পুলিশ কমিশনারের কাছে একটি চিঠিও লিখেছেন তিনি (Manish Bhangale) ৷ এর আগে দাউদের স্ত্রী আর এনসিপি নেতা একনাথ খাদসের (Eknath Khadse) মধ্যে কথা চালাচালির প্রসঙ্গ উত্থাপন করে বিতর্ক তৈরি করেছিলেন ভাঙ্গালে ৷

তবে আরিয়ানের ক্ষেত্রে ভাঙ্গালে জানিয়েছেন, 6 অক্টোবর জলগাঁওতে অলোক জৈন (Alok Jain) আর শৈলেশ চৌধুরী (Shailesh Chaudhary) তাঁর সঙ্গে দেখা করে সিডিআর মুছে ফেলার কথা জানায় ৷ তাঁর কথায়, "অলৌক জৈন আর শৈলেশ চৌধুরী আমার সঙ্গে দেখা করে আমাকে সিডিআর মুছে ফেলতে বলে ৷ পূজা দাদলানি তখন নম্বরটি দেখায় ৷ একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপও দেখিয়েছে আমায় ৷ জো নামে সেভ করা ছিল আরিয়ান খানের নাম ৷"

আরও পড়ুন : Mumbai cruise drugs case : প্রতারণার অভিযোগে আটক আরিয়ান মামলার সাক্ষী কিরণ গোসাভি

তাঁকে এই কাজের জন্য 10 হাজার অগ্রিম টাকা দেওয়া হয়েছিল ৷ আর বলা হয়েছিল কাজ মিটলে 5 লক্ষ টাকা পাবে ভাঙ্গালে ৷ মনীশ বলে, "রাস্তায় যেতে যেতে তারা আমাকে একটা নম্বর দেয় ৷ ট্রুকলারে ওই নম্বরটি স্যাম ডিসুজার নাম দেখিয়েছিল ৷ দু'জনে আমায় প্রভাকর সইলের নামে একটা সিম কার্ড যদি পাওয়া যায়, সে কথাও জানিয়েছিল ৷" প্রভাকর সইলকে টিভিতে দেখে তাঁর মনে হয়েছে মাদক মামলায় কিছু গড়বড় হয়েছে ৷ মণীশের দাবি, "আরিয়ান খান কেসের তথ্যপ্রমাণ লোপাট করতে আমায় 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল ৷" তদন্ত চেয়ে হ্যাকার মণীশ পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন ৷

জলগাঁও, 21 অক্টোবর : আরিয়ান খানকে নিয়ে নতুন মোড় ৷ শাহরুখ-পুত্রের মোবাইল থেকে কল রেকর্ড (Call Detail Record, CDR) মুছে ফেলার জন্য তাঁকে 5 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি (Pooja Dadlani) ৷ দাবি করলেন জলগাঁওয়ের এথিক্যাল হ্যাকার মণীশ ভাঙ্গালে ৷

মণীশের দাবি, "মুম্বই ক্রুজ মাদক মামলায় কিছু একটা গোলমাল রয়েছে ৷" তাই মামলার আগাগোড়া তদন্ত চেয়ে মুম্বই পুলিশ কমিশনারের কাছে একটি চিঠিও লিখেছেন তিনি (Manish Bhangale) ৷ এর আগে দাউদের স্ত্রী আর এনসিপি নেতা একনাথ খাদসের (Eknath Khadse) মধ্যে কথা চালাচালির প্রসঙ্গ উত্থাপন করে বিতর্ক তৈরি করেছিলেন ভাঙ্গালে ৷

তবে আরিয়ানের ক্ষেত্রে ভাঙ্গালে জানিয়েছেন, 6 অক্টোবর জলগাঁওতে অলোক জৈন (Alok Jain) আর শৈলেশ চৌধুরী (Shailesh Chaudhary) তাঁর সঙ্গে দেখা করে সিডিআর মুছে ফেলার কথা জানায় ৷ তাঁর কথায়, "অলৌক জৈন আর শৈলেশ চৌধুরী আমার সঙ্গে দেখা করে আমাকে সিডিআর মুছে ফেলতে বলে ৷ পূজা দাদলানি তখন নম্বরটি দেখায় ৷ একটি হোয়্যাটসঅ্যাপ চ্যাটের ব্যাকআপও দেখিয়েছে আমায় ৷ জো নামে সেভ করা ছিল আরিয়ান খানের নাম ৷"

আরও পড়ুন : Mumbai cruise drugs case : প্রতারণার অভিযোগে আটক আরিয়ান মামলার সাক্ষী কিরণ গোসাভি

তাঁকে এই কাজের জন্য 10 হাজার অগ্রিম টাকা দেওয়া হয়েছিল ৷ আর বলা হয়েছিল কাজ মিটলে 5 লক্ষ টাকা পাবে ভাঙ্গালে ৷ মনীশ বলে, "রাস্তায় যেতে যেতে তারা আমাকে একটা নম্বর দেয় ৷ ট্রুকলারে ওই নম্বরটি স্যাম ডিসুজার নাম দেখিয়েছিল ৷ দু'জনে আমায় প্রভাকর সইলের নামে একটা সিম কার্ড যদি পাওয়া যায়, সে কথাও জানিয়েছিল ৷" প্রভাকর সইলকে টিভিতে দেখে তাঁর মনে হয়েছে মাদক মামলায় কিছু গড়বড় হয়েছে ৷ মণীশের দাবি, "আরিয়ান খান কেসের তথ্যপ্রমাণ লোপাট করতে আমায় 5 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল ৷" তদন্ত চেয়ে হ্যাকার মণীশ পুলিশ কমিশনারকে চিঠি লিখেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.