ETV Bharat / bharat

Woman Obscene Photo Viral: শারীরিক সম্পর্কে 'না', সোশাল মিডিয়ায় বিবাহিতার অশ্লীল ছবি আপলোড প্রাক্তন প্রেমিকের ! - অশ্লীল ছবি

শারীরিক সম্পর্ক না করতে চাওয়ায় সোশাল মিডিয়ায় বিবাহিতার অশ্লীল ছবি ছেড়ে দিল প্রাক্তন প্রেমিক ৷ ভাইরাল হতেই থানায় অভিযোগ যুবতীর ৷

Woman Obscene Photo Viral
বিবাহিতার অশ্লীল ছবি ভাইরাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 6:47 PM IST

বরেলি(উত্তরপ্রদেশ), 10 অক্টোবর: শারীরিক সম্পর্ক করতে অস্বীকার ৷ বিবাহিতার অশ্লীল ছবি সোশাল মিডিয়ায় আপলোড করে দিল প্রাক্তন প্রেমিক ৷ তা ভাইরাল হতেই থানার দ্বারস্থ হয়েছেন যুবতী ৷ প্রাক্তন প্রেমিক এবং তার শ্যালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি । এরপরেই অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির বড়দারি থানা এলাকায় ৷

পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে বিবাহিতা জানিয়েছেন, বিয়ের তিন বছর আগে বিকাশ নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর ৷ তবে বিয়ের পর সেই সম্পর্ক শেষ হয়ে যায় । কিন্তু গত দু'বছর ধরে ওই প্রাক্তন প্রেমিক এবং তাঁর শ্যালক সম্ভাব শর্মা অশ্লীল ছবি ভাইরাল করার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করতে থাকে । এছাড়াও শারীরিক সম্পর্ক করার জন্যও তাঁকে বলা হয় । যুবতীর অভিযোগ, তাঁদের কথা অনুযায়ী তা করতে না চাওয়ায় সোশাল মিডিয়ায় তাঁর অশ্লীল ছবি ভাইরাল করে দেয় অভিযুক্তরা ৷ এরপরেই তিনি বড়দারি থানায় অভিযোগ করেন ৷

আরও পড়ুন: চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, আটক নাবালক

শুধু তাই নয় ৷ যুবতীর আরও অভিযোগ, প্রাক্তন প্রেমিক তাঁর নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলে ৷ সেখান থেকেই অভিযুক্ত তাঁর অশ্লীল ছবি আপলোড করেছেন বলে অভিযোগ করেছেন বিবাহিতার । যুবতীর অভিযোগের ভিত্তিতে বড়দরি থানার পুলিশ বিকাশ ওরফে চিন্তা ও তার শ্যালক সম্ভভ শর্মার বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে । এই ঘটনায় বড়দরি থানার ইনচার্জ ইন্সপেক্টর হিমাংশু নিগম জানিয়েছেন, এক মহিলার অভিযোগে দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । তাদের বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরি করে ভাইরাল করার অভিযোগ তুলেছেন ওই মহিলা । তদন্ত করা হচ্ছে এবং তদন্তের পর সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরেলি(উত্তরপ্রদেশ), 10 অক্টোবর: শারীরিক সম্পর্ক করতে অস্বীকার ৷ বিবাহিতার অশ্লীল ছবি সোশাল মিডিয়ায় আপলোড করে দিল প্রাক্তন প্রেমিক ৷ তা ভাইরাল হতেই থানার দ্বারস্থ হয়েছেন যুবতী ৷ প্রাক্তন প্রেমিক এবং তার শ্যালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন তিনি । এরপরেই অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলির বড়দারি থানা এলাকায় ৷

পুলিশের কাছে দেওয়া লিখিত অভিযোগে বিবাহিতা জানিয়েছেন, বিয়ের তিন বছর আগে বিকাশ নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর ৷ তবে বিয়ের পর সেই সম্পর্ক শেষ হয়ে যায় । কিন্তু গত দু'বছর ধরে ওই প্রাক্তন প্রেমিক এবং তাঁর শ্যালক সম্ভাব শর্মা অশ্লীল ছবি ভাইরাল করার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করতে থাকে । এছাড়াও শারীরিক সম্পর্ক করার জন্যও তাঁকে বলা হয় । যুবতীর অভিযোগ, তাঁদের কথা অনুযায়ী তা করতে না চাওয়ায় সোশাল মিডিয়ায় তাঁর অশ্লীল ছবি ভাইরাল করে দেয় অভিযুক্তরা ৷ এরপরেই তিনি বড়দারি থানায় অভিযোগ করেন ৷

আরও পড়ুন: চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, আটক নাবালক

শুধু তাই নয় ৷ যুবতীর আরও অভিযোগ, প্রাক্তন প্রেমিক তাঁর নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলে ৷ সেখান থেকেই অভিযুক্ত তাঁর অশ্লীল ছবি আপলোড করেছেন বলে অভিযোগ করেছেন বিবাহিতার । যুবতীর অভিযোগের ভিত্তিতে বড়দরি থানার পুলিশ বিকাশ ওরফে চিন্তা ও তার শ্যালক সম্ভভ শর্মার বিরুদ্ধে গুরুতর ধারায় মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে । এই ঘটনায় বড়দরি থানার ইনচার্জ ইন্সপেক্টর হিমাংশু নিগম জানিয়েছেন, এক মহিলার অভিযোগে দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । তাদের বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরি করে ভাইরাল করার অভিযোগ তুলেছেন ওই মহিলা । তদন্ত করা হচ্ছে এবং তদন্তের পর সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.