ETV Bharat / bharat

UP Bizarre Incident: মৃত বাবার স্ত্রী সেজে 10 বছর ধরে পেনশন ভোগ, শ্রীঘরে মহিলা

বাবা মারা গিয়েছেন 10 বছর আগে ৷ তাঁর বিধবা স্ত্রী সেজে পেনশনের 12 লক্ষ টাকা আত্মসাৎ করল মেয়ে ৷ উত্তরপ্রদেশের এই অভিনব প্রতারণায় অবাক হয়ে গিয়েছেন পুলিশও ৷ খবর পেয়ে পুলিশ, ওই মহিলাকে গ্রেফতার করল পুলিশ ৷

UP Bizarre Incident
বিধবা স্ত্রী সেজে পেনশনের 12 লক্ষ টাকা আত্মসাৎ করল মেয়ে
author img

By

Published : Aug 10, 2023, 8:58 PM IST

ইটা (উত্তরপ্রদেশ), 10 অগস্ট: অভিনব এক প্রতারণা! এমনভাবেও যে টাকা আত্মসাৎ করা যায় তা দেখে চমকে উঠছে পুলিশও ৷ শুধু পুলিশ কেন, যা ঘটেছে তা শুনলে চমকে যাবে যে কেউ ৷ মৃত বাবার স্ত্রী সেজে 10 বছর ধরে পেনশন ভোগ করল 'গুণধর' মেয়ে। পুলিশ জানিয়েছে আত্মসাৎ করা পেনশনের অর্থের পরিমাণ কমবেশি 12 লক্ষ টাকা ৷ জানা গিয়েছে, বাবার পেনশনের জন্য আবেদনের সময় মায়ের পরিচয়ের জায়গায় নিজের ছবি ব্যবহার করে ওই মহিলা। আর এভাবেই 10 বছরে মৃত বাবার স্ত্রী সেজে পেনশন তুলেছে সে। ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগঞ্জ নগরের ইটা এলাকার ঘটনা ৷

শেষমেশ ওই মহিলার অপকর্ম ফাঁস করে দেন তার প্রাক্তন স্বামী। পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে। মহিলার প্রাক্তন স্বামী পুলিশকে জানান, বাবা মারা যাওয়ার পর স্ত্রী হয়ে প্রতি মাসে পেনশন নিচ্ছে তার প্রাক্তন স্ত্রী ৷ এ বিষয়ে এএসপি ধনঞ্জয় সিং কুশওয়াহা বলেছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিগঞ্জ নগরের বাসিন্দা লেখপাল ওয়াজাহাত উল্লাহ খান 1987 সালে চাকরি থেকে অবসর নেন ৷

2013 সালের 2 জানুয়ারি মারা যান তিনি। আগেই মারা গিয়েছেন তাঁর স্ত্রী সাবিয়া বেগম। এরপর তাঁর 36 বছর বয়সি মেয়ে মহসিনা পারভেজ নিজেকে মৃত বাবার স্ত্রী দাবি করে নকল কাগজপত্র তৈরি করে। সেই নকল নথি দেখিয়েই দিনের পর দিন পেনশন তোলে সে। এদিকে, 2017 সালে ফারুক আলি নামে এক যুবককে বিয়ে করে মহসিনা। কিন্তু, কিছুদিন পর সম্পর্কের টানাপোড়েন জেরে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। মহসিনা ফারুক আলিকে ছেড়ে চলে গেলে তিনি পুলিশে অভিযোগ জানান।

পুলিশের তরফে আরও জানা গিয়েছে, মহসিনা এখনও পর্যন্ত 12 লক্ষ টাকারও বেশি পেনশন নিয়েছেন। আলিগঞ্জের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহসিনা পেনশনের আবেদনপত্রে তার মায়ের নাম এবং ছবি ব্যবহার করেছিলেন। এই আবেদনপত্র সঠিকভাবে যাচাই না-করার কারণে ওই বিভাগ মহসিনার পেনশন আবেদন মঞ্জুর করে। বিষয়টি জানাজানি হলে, মহসিনার বিরুদ্ধে আলিগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে আইপিসির 420, 467, 468, 471 এবং 409 ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে বিয়েতে বাধা দেওয়ায় বাবাকে মারতে 'সুপারি' দিল মেয়ে

ইটা (উত্তরপ্রদেশ), 10 অগস্ট: অভিনব এক প্রতারণা! এমনভাবেও যে টাকা আত্মসাৎ করা যায় তা দেখে চমকে উঠছে পুলিশও ৷ শুধু পুলিশ কেন, যা ঘটেছে তা শুনলে চমকে যাবে যে কেউ ৷ মৃত বাবার স্ত্রী সেজে 10 বছর ধরে পেনশন ভোগ করল 'গুণধর' মেয়ে। পুলিশ জানিয়েছে আত্মসাৎ করা পেনশনের অর্থের পরিমাণ কমবেশি 12 লক্ষ টাকা ৷ জানা গিয়েছে, বাবার পেনশনের জন্য আবেদনের সময় মায়ের পরিচয়ের জায়গায় নিজের ছবি ব্যবহার করে ওই মহিলা। আর এভাবেই 10 বছরে মৃত বাবার স্ত্রী সেজে পেনশন তুলেছে সে। ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগঞ্জ নগরের ইটা এলাকার ঘটনা ৷

শেষমেশ ওই মহিলার অপকর্ম ফাঁস করে দেন তার প্রাক্তন স্বামী। পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা রুজু করেছে। মহিলার প্রাক্তন স্বামী পুলিশকে জানান, বাবা মারা যাওয়ার পর স্ত্রী হয়ে প্রতি মাসে পেনশন নিচ্ছে তার প্রাক্তন স্ত্রী ৷ এ বিষয়ে এএসপি ধনঞ্জয় সিং কুশওয়াহা বলেছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিগঞ্জ নগরের বাসিন্দা লেখপাল ওয়াজাহাত উল্লাহ খান 1987 সালে চাকরি থেকে অবসর নেন ৷

2013 সালের 2 জানুয়ারি মারা যান তিনি। আগেই মারা গিয়েছেন তাঁর স্ত্রী সাবিয়া বেগম। এরপর তাঁর 36 বছর বয়সি মেয়ে মহসিনা পারভেজ নিজেকে মৃত বাবার স্ত্রী দাবি করে নকল কাগজপত্র তৈরি করে। সেই নকল নথি দেখিয়েই দিনের পর দিন পেনশন তোলে সে। এদিকে, 2017 সালে ফারুক আলি নামে এক যুবককে বিয়ে করে মহসিনা। কিন্তু, কিছুদিন পর সম্পর্কের টানাপোড়েন জেরে বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। মহসিনা ফারুক আলিকে ছেড়ে চলে গেলে তিনি পুলিশে অভিযোগ জানান।

পুলিশের তরফে আরও জানা গিয়েছে, মহসিনা এখনও পর্যন্ত 12 লক্ষ টাকারও বেশি পেনশন নিয়েছেন। আলিগঞ্জের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিসের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহসিনা পেনশনের আবেদনপত্রে তার মায়ের নাম এবং ছবি ব্যবহার করেছিলেন। এই আবেদনপত্র সঠিকভাবে যাচাই না-করার কারণে ওই বিভাগ মহসিনার পেনশন আবেদন মঞ্জুর করে। বিষয়টি জানাজানি হলে, মহসিনার বিরুদ্ধে আলিগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে আইপিসির 420, 467, 468, 471 এবং 409 ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: প্রেমিকের সঙ্গে বিয়েতে বাধা দেওয়ায় বাবাকে মারতে 'সুপারি' দিল মেয়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.