ETV Bharat / bharat

Congress : বামেরা আমাদের পলিটিক্যাল পোচিং করেনি : অধীর - প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী

পয়লা নভেম্বর থেকে কংগ্রেস সদস্য সংগ্রহ অভিযান শুরু করছে । প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সেই কাজের সূচনা করবেন ।

Congress
বামেরা আমাদের পলিটিক্যাল পোচিং করেনি
author img

By

Published : Oct 31, 2021, 10:19 PM IST

কলকাতা, 31 অক্টোবর : "বামেদের সঙ্গে আমাদের রাজনৈতিক মতভেদ ছিল । কিন্তু ওরা কখনও আমাদের পলিটিক্যাল পোচিং করেনি ৷" মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর । পয়লা নভেম্বর থেকে কংগ্রেস সদস্য সংগ্রহ অভিযান শুরু করছে । প্রদেশ কংগ্রেস সভাপতিই সেই কাজের সূচনা করবেন ।

আরও পড়ুন: Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প

বিধানভবন অভিমুখী রাজনৈতিক কর্মীর সংখ্যা এই সময় কত হবে, তা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের । কিন্তু দলের কর্মকাণ্ড বন্ধ করতে রাজি নয় 'হাত' শিবির । প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন যে তাদের দলে গণতন্ত্র বর্তমান । সদস্য হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই । তবে বিভিন্ন রাজ্যে কংগ্রেস দুর্বল হচ্ছে এই বিশ্লেষণ তৃতীয় পক্ষের কাছ থেকে শুনতে রাজি নয় বিধানভবন ।

বামেরা আমাদের পলিটিক্যাল পোচিং করেনি: অধীর চৌধুরী

আরও পড়ুন : Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

অধীর চৌধুরী বলেন, "ভারতীয় রাজনৈতিক সংষ্কৃতিতে নতুন ধারা পলিটিক্যাল পোচিং । দল ভাঙানোর সংস্কৃতি এই রাজ্যে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস । বামেদের সঙ্গে আমাদের রাজনৈতিক মতভেদ রয়েছে । কিন্তু ওরা কখনও আমাদের পলিটিক্যাল পোচিং করেনি । দল ভাঙানোর এই প্রক্রিয়ায় আমরা, বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছি । বিধানসভা নির্বাচনের আগে তৃনমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ঢল দেখেননি । বিরাট জনমত নিয়ে ফের ক্ষমতায় না আসলে দেখতেন তৃণমূল দলটা উঠে গিয়েছে । এই পলিটিক্যাল পোচিংয়ের শিকার থেকে তৃণমূল কংগ্রেসও বাঁচবে না ।"

কলকাতা, 31 অক্টোবর : "বামেদের সঙ্গে আমাদের রাজনৈতিক মতভেদ ছিল । কিন্তু ওরা কখনও আমাদের পলিটিক্যাল পোচিং করেনি ৷" মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর । পয়লা নভেম্বর থেকে কংগ্রেস সদস্য সংগ্রহ অভিযান শুরু করছে । প্রদেশ কংগ্রেস সভাপতিই সেই কাজের সূচনা করবেন ।

আরও পড়ুন: Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প

বিধানভবন অভিমুখী রাজনৈতিক কর্মীর সংখ্যা এই সময় কত হবে, তা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের । কিন্তু দলের কর্মকাণ্ড বন্ধ করতে রাজি নয় 'হাত' শিবির । প্রদেশ কংগ্রেস সভাপতি বলছেন যে তাদের দলে গণতন্ত্র বর্তমান । সদস্য হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড এবং দলীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই । তবে বিভিন্ন রাজ্যে কংগ্রেস দুর্বল হচ্ছে এই বিশ্লেষণ তৃতীয় পক্ষের কাছ থেকে শুনতে রাজি নয় বিধানভবন ।

বামেরা আমাদের পলিটিক্যাল পোচিং করেনি: অধীর চৌধুরী

আরও পড়ুন : Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

অধীর চৌধুরী বলেন, "ভারতীয় রাজনৈতিক সংষ্কৃতিতে নতুন ধারা পলিটিক্যাল পোচিং । দল ভাঙানোর সংস্কৃতি এই রাজ্যে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস । বামেদের সঙ্গে আমাদের রাজনৈতিক মতভেদ রয়েছে । কিন্তু ওরা কখনও আমাদের পলিটিক্যাল পোচিং করেনি । দল ভাঙানোর এই প্রক্রিয়ায় আমরা, বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছি । বিধানসভা নির্বাচনের আগে তৃনমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার ঢল দেখেননি । বিরাট জনমত নিয়ে ফের ক্ষমতায় না আসলে দেখতেন তৃণমূল দলটা উঠে গিয়েছে । এই পলিটিক্যাল পোচিংয়ের শিকার থেকে তৃণমূল কংগ্রেসও বাঁচবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.