ETV Bharat / bharat

কোভিশিল্ডের সিঙ্গেল ডোজ কার্যকর ডেল্টা স্ট্রেনেও - delta strain

এবার কোভিশিল্ড টিকার সিঙ্গেল ডোজ ডেল্টা স্ট্রেনেও কার্যকর বলে জানালেন কোভিড ওয়ার্কিং গ্রুপের প্রধান চিকিৎসক এনকে অরোরা ৷ তিনি আরও জানিয়েছেন, এটি প্রায় 61 শতাংশ কার্যকর সংক্রমণ রুখতে ৷

covishield
কোভিশিল্ডের সিঙ্গেল ডোজ কার্যকরী ডেল্টা স্ট্রেনেও
author img

By

Published : Jun 17, 2021, 11:35 AM IST

নয়াদিল্লি, 17 জুন : ডেল্টা স্ট্রেনে কোনও করোনা টিকা কার্যকর তা নিয়ে নানা তথ্য উঠে আসছিল ৷ এবার কোভিশিল্ড টিকার সিঙ্গেল ডোজ ডেল্টা স্ট্রেনেও কার্যকর বলে জানালেন কোভিড ওয়ার্কিং গ্রুপের প্রধান চিকিৎসক এনকে অরোরা ৷ তিনি আরও জানিয়েছেন , এটি প্রায় 61 শতাংশ কার্যকর সংক্রমণ রুখতে ৷ সম্প্রতি ভারতীয় গবেষণাতেও সেই তথ্য উঠে এসেছে ৷ জাতীয় করোনা টিকা প্রতিরোধ অনুষ্ঠান শুরু করা হয় 4 সপ্তাহ আগে ৷ ইংল্যান্ডে কোভিশিল্ড টিকার ব্যবহার বাড়িয়ে 12 সপ্তাহ করা হয় ।

যদিও কোভিশিল্ড টিকার সিঙ্গেল ডোজের ব্যবহারের বিষয়ে ইংল্যান্ডের দেওয়া এই তথ্য স্ট্যাটিস্টিক্যালি কতটা তথ্য সম্পর্কিত সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসক এনকে অরোরা ৷ যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ৬-৮ সপ্তাহ ব্যবধানে কোভিশিল্ড টিকা সঠিকভাবে কার্যকর হয় । যদিও কোভিড ওয়ার্কিং গ্রুপের সদস্যরা ইংল্যান্ডের 12 সপ্তাহের ফারাককেই মেনে চলতে চাইছে ।

আরও পড়ুন: সুস্থতার পাশাপাশি দেশে বাড়ল আক্রান্তের সংখ্যাও

দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, কোভিশিল্ডের টিকার ব্যবহার 6-8 সপ্তাহ থেকে বাড়িয়ে 12-16 সপ্তাহ করে কারণ সেই সময় দেশে সংক্রমণ বাড়ছিল, চাহিদা বাড়ছিল এবং জোগান কমছিল, টিকা তৈরি কম হওয়ার জন্য ৷ ইংল্যান্ডের এই তথ্য চিকিৎসক অরোরা এবং তাঁর দলকে রাজি করাতে পারেনি ৷ যদিও ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের গবেষকরা জানিয়েছেন ডেল্টা সংক্রমণ রোধে কোভিশিল্ড টিকার সিঙ্গেল ডোজ 61 শতাংশ থেকে বাড়িয়ে 65 শতাংশ করার দাবি করেছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ফারাক বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমেই ।

নয়াদিল্লি, 17 জুন : ডেল্টা স্ট্রেনে কোনও করোনা টিকা কার্যকর তা নিয়ে নানা তথ্য উঠে আসছিল ৷ এবার কোভিশিল্ড টিকার সিঙ্গেল ডোজ ডেল্টা স্ট্রেনেও কার্যকর বলে জানালেন কোভিড ওয়ার্কিং গ্রুপের প্রধান চিকিৎসক এনকে অরোরা ৷ তিনি আরও জানিয়েছেন , এটি প্রায় 61 শতাংশ কার্যকর সংক্রমণ রুখতে ৷ সম্প্রতি ভারতীয় গবেষণাতেও সেই তথ্য উঠে এসেছে ৷ জাতীয় করোনা টিকা প্রতিরোধ অনুষ্ঠান শুরু করা হয় 4 সপ্তাহ আগে ৷ ইংল্যান্ডে কোভিশিল্ড টিকার ব্যবহার বাড়িয়ে 12 সপ্তাহ করা হয় ।

যদিও কোভিশিল্ড টিকার সিঙ্গেল ডোজের ব্যবহারের বিষয়ে ইংল্যান্ডের দেওয়া এই তথ্য স্ট্যাটিস্টিক্যালি কতটা তথ্য সম্পর্কিত সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন চিকিৎসক এনকে অরোরা ৷ যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ৬-৮ সপ্তাহ ব্যবধানে কোভিশিল্ড টিকা সঠিকভাবে কার্যকর হয় । যদিও কোভিড ওয়ার্কিং গ্রুপের সদস্যরা ইংল্যান্ডের 12 সপ্তাহের ফারাককেই মেনে চলতে চাইছে ।

আরও পড়ুন: সুস্থতার পাশাপাশি দেশে বাড়ল আক্রান্তের সংখ্যাও

দেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, কোভিশিল্ডের টিকার ব্যবহার 6-8 সপ্তাহ থেকে বাড়িয়ে 12-16 সপ্তাহ করে কারণ সেই সময় দেশে সংক্রমণ বাড়ছিল, চাহিদা বাড়ছিল এবং জোগান কমছিল, টিকা তৈরি কম হওয়ার জন্য ৷ ইংল্যান্ডের এই তথ্য চিকিৎসক অরোরা এবং তাঁর দলকে রাজি করাতে পারেনি ৷ যদিও ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের গবেষকরা জানিয়েছেন ডেল্টা সংক্রমণ রোধে কোভিশিল্ড টিকার সিঙ্গেল ডোজ 61 শতাংশ থেকে বাড়িয়ে 65 শতাংশ করার দাবি করেছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, ফারাক বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.