ETV Bharat / bharat

রাজ্যগুলির জন্য কোভিশিল্ড ভ্যাকসিনের প্রতি ডোজ় 400 টাকা, কিনতে পারবে বেসরকারি হাসপাতালও - করোনা ভ্যাকসিন

সিরামের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশি প্রতিটি টিকার একটি ডোজ়ের দাম সাড়ে 700 টাকা থেকে দেড় হাজার টাকার মধ্য়ে ৷ কিন্তু সিরামের তৈরি ভ্য়াকসিন অনেকটা কম দামে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি ৷

Covishield
Covishield
author img

By

Published : Apr 21, 2021, 2:49 PM IST

নয়াদিল্লি, 21 এপ্রিল : রাজ্য় সরকারগুলিকে 400 টাকা দরে এবং বেসরকারি হাসপাতালকে 600 টাকা দরে কোভিশিল্ড টিকা বিক্রি করবে সিরাম ইন্সটিটিউট ৷ সংস্থার তরফ থেকে আজ এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও কেন্দ্রীয় সরকারকে 150 টাকা দরে ভ্য়াকসিন বিক্রি করবে সংস্থাটি ৷ এদিকে আগামী মাসের 1 তারিখ থেকে 18 বছরের ঊর্ধ্বে সকলের জন্য় টিকাকরণ শুরু হতে চলেছে ৷

সিরামের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশি প্রতিটি টিকার একটি ডোজ়ের দাম সাড়ে 700 টাকা থেকে দেড় হাজার টাকার মধ্য়ে ৷ কিন্তু সিরামের তৈরি ভ্য়াকসিন অনেকটা কম দামে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি ৷

আরও পড়ুন- 1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন

সংস্থার তরফে জানানো হয়েছে, যে পরিমাণ টিকা উৎপাদন হবে তার 50 শতাংশ কেন্দ্রীয় সরকারের জন্য় বরাদ্দ থাকবে ৷ এবং বাকি 50 শতাংশ রাজ্য় সরকার ও বেসরকারি হাসপাতালগুলিতে দেওয়া হবে ৷ এই প্রসঙ্গে বলা হয়েছে, 1 মে থেকে 18 বছর বয়সের উপরে সকলকে করোনা টিকা দেওয়ার জন্য় অতিরিক্ত 1.2 মিলিয়ন টিকার অতিরিক্ত প্রয়োজন পড়বে ৷

একটি ইংরেজি সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সিরাম ইন্সটিটিউটের প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন, জুলাই থেকে প্রতিমাসে 100 মিলিয়ন করোনা ভ্য়াকসিনের ডোজ় উৎপাদন করবে সিরাম ৷

নয়াদিল্লি, 21 এপ্রিল : রাজ্য় সরকারগুলিকে 400 টাকা দরে এবং বেসরকারি হাসপাতালকে 600 টাকা দরে কোভিশিল্ড টিকা বিক্রি করবে সিরাম ইন্সটিটিউট ৷ সংস্থার তরফ থেকে আজ এবিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও কেন্দ্রীয় সরকারকে 150 টাকা দরে ভ্য়াকসিন বিক্রি করবে সংস্থাটি ৷ এদিকে আগামী মাসের 1 তারিখ থেকে 18 বছরের ঊর্ধ্বে সকলের জন্য় টিকাকরণ শুরু হতে চলেছে ৷

সিরামের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশি প্রতিটি টিকার একটি ডোজ়ের দাম সাড়ে 700 টাকা থেকে দেড় হাজার টাকার মধ্য়ে ৷ কিন্তু সিরামের তৈরি ভ্য়াকসিন অনেকটা কম দামে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি ৷

আরও পড়ুন- 1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন

সংস্থার তরফে জানানো হয়েছে, যে পরিমাণ টিকা উৎপাদন হবে তার 50 শতাংশ কেন্দ্রীয় সরকারের জন্য় বরাদ্দ থাকবে ৷ এবং বাকি 50 শতাংশ রাজ্য় সরকার ও বেসরকারি হাসপাতালগুলিতে দেওয়া হবে ৷ এই প্রসঙ্গে বলা হয়েছে, 1 মে থেকে 18 বছর বয়সের উপরে সকলকে করোনা টিকা দেওয়ার জন্য় অতিরিক্ত 1.2 মিলিয়ন টিকার অতিরিক্ত প্রয়োজন পড়বে ৷

একটি ইংরেজি সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সিরাম ইন্সটিটিউটের প্রধান আদর পুনাওয়ালা জানিয়েছেন, জুলাই থেকে প্রতিমাসে 100 মিলিয়ন করোনা ভ্য়াকসিনের ডোজ় উৎপাদন করবে সিরাম ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.