নয়াদিল্লি, 16 জানুয়ারি : ভারতে করোনার টিকাকরণের একবছর পূর্ণ হল আজ (India Complete One Year of Covid Vaccination Drive) ৷ এই দিনেই স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের করোনার টিকা দেওয়ার মধ্যে দিয়ে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ আর সাফল্যের সঙ্গে টিকাকরণের একবছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ৷
এদিন করোনার টিকাকরণের একবছর পূর্তি উপলক্ষে মোদি জানান, ভারতের এই টিকাকরণ অভিযান করোনার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করেছে (Modi on one year of Covid vaccination) ৷ তিনি বলেন, ‘‘আজকে আমরা টিকাকরণ অভিযানের একবছর পূরণ করলাম ৷ সেই সকল ব্যক্তিকে আমার কুর্নিশ, যাঁরা এই টিকাকরণ অভিযানে সহায়তা করেছেন ৷ এই টিকাকরণ অভিযান করোনার বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও শক্তিশালী করেছে (Covid Vaccination Drive Added Strength to Fight Against Covid) ৷ মানব জীবনকে বাঁচাতে এবং জনজীবনকে সচল রাখতে এটি আমাদের সাহায্য করেছে ৷’’
-
Today we mark #1YearOfVaccineDrive.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I salute each and every individual who is associated with the vaccination drive.
Our vaccination programme has added great strength to the fight against COVID-19. It has led to saving lives and thus protecting livelihoods. https://t.co/7ch0CAarIf
">Today we mark #1YearOfVaccineDrive.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022
I salute each and every individual who is associated with the vaccination drive.
Our vaccination programme has added great strength to the fight against COVID-19. It has led to saving lives and thus protecting livelihoods. https://t.co/7ch0CAarIfToday we mark #1YearOfVaccineDrive.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022
I salute each and every individual who is associated with the vaccination drive.
Our vaccination programme has added great strength to the fight against COVID-19. It has led to saving lives and thus protecting livelihoods. https://t.co/7ch0CAarIf
এখানেই থামেননি মোদি ৷ করোনার টিকাকরণের একবছর উপলক্ষ্যে পরপর চারটি টুইট করেছেন তিনি (One Year of COVID Vaccination) ৷ প্রধানমন্ত্রী তাঁর দ্বিতীয় টুইটে লেখেন, ‘‘প্রথম যখন করোনা অতিমারি আমাদের আঘাত করল, আমরা এই ভাইরাস সম্পর্কে বিশেষ কিছুই জানতাম না ৷ তা সত্ত্বেও আমাদের বিজ্ঞানী এবং গবেষকরা এর প্রতিষেধক তৈরি করার জন্য ব্রতী হয়েছিলেন ৷ টিকার মাধ্যমে এই অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশ অবদান রাখতে পেরেছে, তার জন্য ভারত গর্বিত বোধ করছে ৷’’
-
When the COVID-19 pandemic first struck, we did not know much about the virus. However, our scientists and innovators immersed themselves in developing vaccines.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
India feels proud that our nation has been able to contribute to fighting the pandemic through vaccines.
">When the COVID-19 pandemic first struck, we did not know much about the virus. However, our scientists and innovators immersed themselves in developing vaccines.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022
India feels proud that our nation has been able to contribute to fighting the pandemic through vaccines.When the COVID-19 pandemic first struck, we did not know much about the virus. However, our scientists and innovators immersed themselves in developing vaccines.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022
India feels proud that our nation has been able to contribute to fighting the pandemic through vaccines.
মোদি তাঁর তিন নম্বর টুইটে দেশের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন (Narendra Modi Congratulate Doctors and Healthcare Workers) ৷ তাঁদের ভূমিকার প্রশংসা করে তিনি জানান, দেশ তাঁর চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে গর্বিত বোধ করে ৷ তিনি বলেন, ‘‘একই সঙ্গে আমাদের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ভূমিকাও অসাধারণ ৷ যখন আমরা দেখি প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের লোকজন টিকা নিচ্ছেন, অথবা স্বাস্থ্যকর্মীরা সেখানে টিকা নিয়ে পৌঁছে যাচ্ছেন ৷ সেই দৃশ্য দেখে আমরা হৃদয় থেকে গর্ব অনুভব করি ৷’’
-
At the same time, the role of our doctors, nurses and healthcare workers is exceptional. When we see glimpses of people being vaccinated in remote areas, or our healthcare workers taking the vaccines there, our hearts and minds are filled with pride.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">At the same time, the role of our doctors, nurses and healthcare workers is exceptional. When we see glimpses of people being vaccinated in remote areas, or our healthcare workers taking the vaccines there, our hearts and minds are filled with pride.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022At the same time, the role of our doctors, nurses and healthcare workers is exceptional. When we see glimpses of people being vaccinated in remote areas, or our healthcare workers taking the vaccines there, our hearts and minds are filled with pride.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022
আরও পড়ুন : Covid Vaccination in Kolkata : 3 লক্ষ মানুষ এখনও দ্বিতীয় ডোজ নেননি কলকাতায় !
মোদি তাঁর শেষ টুইটে জানিয়েছেন, অতিমারির বিরুদ্ধে ভারতের লড়াই সর্বদা বিজ্ঞানের উপর নির্ভর করে এগিয়েছে ৷ এদিন মোদি দাবি করেন, ভারতের সকল নাগরিক যাতে স্বাস্থ্য পরিষেবা পায়, তার জন্য সরকার প্রতিনিয়ত পরিকাঠামোর উন্নতি করে গিয়েছে ৷ আর সব শেষে নাগরিকদের কাছে মোদি আবেদন জানান, করোনার বিরুদ্ধে লড়াইয়ে সকলে যেন কোভিডবিধি মেনে চলে ৷
আরও পড়ুন : Modi on Youth Vaccination : টিকাকরণের জন্য 15-18 বছর বয়সীদের আহ্বান মোদির
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি টুইট করে করোনার টিকাকরণের একবছর উপলক্ষ্যে দেশের বিজ্ঞানী এবং নাগরিকদের শুভেচ্ছা জানান ৷ সেইসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি ৷ প্রসঙ্গত, 2021 সালের 16 জানুয়ারি শুরু হওয়া করোনার টিকাকরণ অভিযানে ধাপে ধাপে সাধারণ মানুষকে এর সঙ্গে যুক্ত করেছিল সরকার ৷ প্রথম ধাপে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ৷ এর পরের ধাপে পুলিশ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত লোকজন ৷ তৃতীয় ধাপে 60 বছর ও তার বেশি বয়সী নাগরিকদের জন্য এবং কোমর্বিডিটি রয়েছে এমন নাগরিকদের ক্ষেত্রে ৷ এরপর 45 বছরের উপরে টিকাকরণ শুরু করে ভারত সরকার ৷ এরই মাঝে বিশ্বের বহু দেশে করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকা পৌঁছে দিয়েছে ভারত ৷
-
India’s approach to fighting the pandemic will always remain science based. We are also augmenting health infrastructure to ensure our fellow citizens get proper care.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let us keep following all COVID-19 related protocols and overcome the pandemic. #1YearOfVaccineDrive
">India’s approach to fighting the pandemic will always remain science based. We are also augmenting health infrastructure to ensure our fellow citizens get proper care.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022
Let us keep following all COVID-19 related protocols and overcome the pandemic. #1YearOfVaccineDriveIndia’s approach to fighting the pandemic will always remain science based. We are also augmenting health infrastructure to ensure our fellow citizens get proper care.
— Narendra Modi (@narendramodi) January 16, 2022
Let us keep following all COVID-19 related protocols and overcome the pandemic. #1YearOfVaccineDrive
এই পর্যায়ে দীর্ঘ বেশ কয়েকমাস টিকাকরণ হওয়ার পর, করোনার দ্বিতীয় ঢেউ আসার মধ্যেই প্রাপ্ত বয়স্কদের করোনার টিকাকরণ শুরু করে ভারত সরকার ৷ সম্প্রতি গত ডিসেম্বর মাস থেকে 15 থেকে 18 বছরের মধ্যে করোনার টিকাকরণ শুরু হয়েছে আমাদের দেশে ৷ তারই মধ্যে গত 6 জানুয়ারি থেকে করোনার বুস্টার ডোজও শুরু হয়েছে ৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং 60 ও তার বেশি বয়সীদের জন্য ৷ রবিবার সকাল 7টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ভারতে 156 কোটি 76 লক্ষ 15 হাজার 454টি ডোজ দেওয়া হয়েছে ৷