ETV Bharat / bharat

12 দিনে মৃত 50 হাজার, মোট মৃত্যু ছাড়াল 3 লাখ - covid death in india crosses 3 lakh mark

দেশে করোনায় মৃতের সংখ্যা পঞ্চাশ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল 156 দিন ৷ সেখানে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ মাত্র 12 দিনে সমসংখ্যক মানুষের প্রাণ নিল ৷

corona
corona
author img

By

Published : May 24, 2021, 9:59 AM IST

Updated : May 24, 2021, 11:30 AM IST

নয়াদিল্লি, 24 মে : দেখতে দেখতে দেশে 3 লাখের বেশি মানুষের প্রাণ কাড়ল করোনা ৷ সংখ্যাটা আড়াই লাখ থেকে তিন লাখে পৌঁছাতে লাগল মাত্র 12 দিন ৷ আমেরিকা ও ব্রাজিলের পর করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয় দেশ এখন ভারত ৷ আমেরিকায় 6 লাখ এবং ব্রাজিলে সাড়ে চার লাখের কাছাকাছি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন ৷

দেশে করোনায় মৃতের সংখ্যা পঞ্চাশ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল 156 দিন ৷ সেখানে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ মাত্র 12 দিনে সমসংখ্যক মানুষের প্রাণ নিল ৷ সরকারি হিসেব বলছে শুধুমাত্র মে মাসে এখনও পর্যন্ত 92 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে আজ 4 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এই মাসটা শেষ হতে এখনও এক সপ্তাহ বাকি ৷ সেদিক থেকে দেখলে মে মাসে করোনায় মৃত্যুর সংখ্যা 1 লাখ পার করে যেতে পারে ৷

আরও পড়ুন : নতিস্বীকার করেও অ্যালোপ্যাথিকে সীমাবদ্ধ বলে রিটুইট রামদেবের

গত 24 ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 4 হাজার 454 জনের ৷ এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 3 লাখ 3 হাজার 720 জন ৷ মৃত্যুর সংখ্যা ভয় ধরালেও দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 2 লাখ 22 হাজার 315 ৷ গতকালের থেকে বেশ কম ৷ পাশাপাশি স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যা ৷ একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 3 লাখ 2 হাজার 544 জন ৷

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে আজ ৷ কোন রাজ্যে করোনা সংক্রমণ কেমন দেখে নিন এক ক্লিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

নয়াদিল্লি, 24 মে : দেখতে দেখতে দেশে 3 লাখের বেশি মানুষের প্রাণ কাড়ল করোনা ৷ সংখ্যাটা আড়াই লাখ থেকে তিন লাখে পৌঁছাতে লাগল মাত্র 12 দিন ৷ আমেরিকা ও ব্রাজিলের পর করোনায় মৃত্যুর নিরিখে বিশ্বের তৃতীয় দেশ এখন ভারত ৷ আমেরিকায় 6 লাখ এবং ব্রাজিলে সাড়ে চার লাখের কাছাকাছি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন ৷

দেশে করোনায় মৃতের সংখ্যা পঞ্চাশ হাজারে পৌঁছাতে সময় লেগেছিল 156 দিন ৷ সেখানে মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউ মাত্র 12 দিনে সমসংখ্যক মানুষের প্রাণ নিল ৷ সরকারি হিসেব বলছে শুধুমাত্র মে মাসে এখনও পর্যন্ত 92 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে আজ 4 হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ এই মাসটা শেষ হতে এখনও এক সপ্তাহ বাকি ৷ সেদিক থেকে দেখলে মে মাসে করোনায় মৃত্যুর সংখ্যা 1 লাখ পার করে যেতে পারে ৷

আরও পড়ুন : নতিস্বীকার করেও অ্যালোপ্যাথিকে সীমাবদ্ধ বলে রিটুইট রামদেবের

গত 24 ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 4 হাজার 454 জনের ৷ এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল 3 লাখ 3 হাজার 720 জন ৷ মৃত্যুর সংখ্যা ভয় ধরালেও দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা 2 লাখ 22 হাজার 315 ৷ গতকালের থেকে বেশ কম ৷ পাশাপাশি স্বস্তি দিচ্ছে সুস্থতার সংখ্যা ৷ একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 3 লাখ 2 হাজার 544 জন ৷

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে আজ ৷ কোন রাজ্যে করোনা সংক্রমণ কেমন দেখে নিন এক ক্লিকে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Last Updated : May 24, 2021, 11:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.