ETV Bharat / bharat

বিশ্বজুড়ে টিকাকরণ ছাড়াল 100 কোটির ডোজ়

2019 সালের ডিসেম্বর মাসে চিনে করোনা সংক্রমণের কথা জানা যায় ৷ কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময় ৷ এসেছে করোনা প্রতিরোধকারী ভ্যাকসিন ৷ সারা দুনিয়ায় শুরু হয়েছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া ৷ শনিবার সেই সংখ্যা 100 কোটি পেরলো ৷

ভ্যাকসিনেশন 100 কোটি পার করল
ভ্যাকসিনেশন 100 কোটি পার করল
author img

By

Published : Apr 25, 2021, 2:19 PM IST

প্যারিস, 25 এপ্রিল: বিশ্বজুড়ে কোভিড ভ্যাকসিনের ছুঁচ ফোটানোর সংখ্যার পেরলো 100 কোটি ৷ যদিও করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা এখনো ঊর্ধ্বমুখী ৷ বিশেষত ভারতের অবস্থা খুবই খারাপ ৷

এএফপি-র হিসেব অনুযায়ী শনিবার পর্যন্ত 207টি দেশে অন্ততপক্ষে 1,002,938,540 টি ডোজ় দেওয়া হয়েছে ৷

যদিও শুক্রবার বিশ্বে সংক্রমণের সংখ্যা ছিল 8,93,000, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ ৷ এর মধ্যে এক তৃতীয়াংশ ভারতের ৷ শনিবার 3,46,786 সংখ্যক নতুন সংক্রমণে রেকর্ড গড়েছে ভারত ৷ গত 24 ঘণ্টায় 2,624 জনের মৃত্যু হয়েছে ৷ 2019-এর ডিসেম্বর মাসে চিনে শুরু হওয়া সংক্রমণে সারা বিশ্বে 30 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন ৷

মোকাবিলার উপায়-

প্যানডেমিকের এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ পৃথিবীর কোথাওই রেখাচিত্র নিম্নমুখী হচ্ছে না, তাও বিভিন্ন দেশের সরকার ভ্যাকসিনের উপরেই ভরসা করছে ৷ আর সারা দুনিয়ায় এক মাসেরও কম সময়ের মধ্যে এর উৎপাদন দ্বিগুণ করা হয়েছে ৷

যদিও, কোভ্যাক্স প্রকল্পের ফলে গরিব দেশগুলির বেশির ভাগই ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু করেছে ৷ বিশ্বের জনসংখ্যার 16 শতাংশই উচ্চ-আয়ের দেশের অধিবাসী, তাদের মধ্যে 47 শতাংশ ইতিমধ্যেই ভ্যাকসিনেশন পেয়েছে ৷ কিন্তু কম-আয়ের দেশগুলির মাত্র 0.2 শতাংশ মানুষ ভ্যাকসিনেশনের সুবিধে পেয়েছে ৷

রক্তজমাট বাঁধার সমস্যার পর আমেরিকায় আবার জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন চালু হয়েছে ৷ ইউরোপে বেলজিয়ামও শনিবার প্রাপ্তবয়স্কদের জন্য জনসন অ্যান্ড জনসন-এর ডোজ দেওয়া শুরু করবে ৷ ইতিমধ্যে 36,000 ডোজ় পেয়েছে এই দেশ ৷ আর এপ্রিল থেকে জুনের মধ্যে 14 লক্ষ ডোজ় পাবে, এমনটাই আশা তাদের ৷

ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জনসংখ্যার 70 শতাংশকেই ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয় ভ্যাকসিন পেয়ে যাবে তারা পেয়ে যাবে জুলাইয়ের শেষে ৷

আরও পড়ুন: দিল্লিতে আরও এক সপ্তাহ লকডাউন, ঘোষণা কেজরিওয়ালের

লকডাউনের প্রতিবাদে-

ভ্যাকসিন কিছুটা আশার আলো দেখালেও বেশ কিছু দেশে পরিস্থিতি এখনো বদলায়নি ৷ জার্মানিতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে, সঙ্গে নাইট কার্ফু, স্কুল বন্ধ ৷ যদিও সরকার সংক্রমণের হার কমানোর লক্ষ্যে নতুন আইন তৈরি করেছে ৷

আর সেই নতুন আইনের বিরুদ্ধে এ সপ্তাহে প্রতিবাদে ভিড় করেছিল বার্লিনের জনসাধারণ ৷ এর ফলে গত সাত দিনে সংক্রমণের সংখ্য়া আবারও ঊর্ধ্বগামী হয়েছে ৷

ব্রিটেনেও চলতে থাকা বিধিনিষেধ নিয়ে নাগরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে ৷ শনিবার লন্ডনে করোনাভাইরাসের নিরাপত্তাবিধি অর্খাৎ মাস্ক পরা, ভ্যাকসিন পাসপোর্ট রাখার তোয়াক্কা না করেই প্রচুর মানুষ বিক্ষোভে সামিল হয়েছিল ৷

ভ্যাকসিনেশন চালু করার পর ব্রিটেন কোভিড-19 বিধিনিষেধগুলি আলগা করতে শুরু করে ৷ খুলে দেওয়া হয় পাব, দোকানপত্তর ৷

বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তগুলি যেমন অক্সফোর্ড স্ট্রিটের মধ্যে দিয়ে মিছিল করে ৷ হাজারে হাজারে মানুষের জমায়েতের ছবির ভিডিয়ো, ছবি সোশ্যাল মিডিয়ায় সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ যদিও কোনো খোলা জায়গায় একসঙ্গে 30 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷

প্যারিস, 25 এপ্রিল: বিশ্বজুড়ে কোভিড ভ্যাকসিনের ছুঁচ ফোটানোর সংখ্যার পেরলো 100 কোটি ৷ যদিও করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা এখনো ঊর্ধ্বমুখী ৷ বিশেষত ভারতের অবস্থা খুবই খারাপ ৷

এএফপি-র হিসেব অনুযায়ী শনিবার পর্যন্ত 207টি দেশে অন্ততপক্ষে 1,002,938,540 টি ডোজ় দেওয়া হয়েছে ৷

যদিও শুক্রবার বিশ্বে সংক্রমণের সংখ্যা ছিল 8,93,000, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ ৷ এর মধ্যে এক তৃতীয়াংশ ভারতের ৷ শনিবার 3,46,786 সংখ্যক নতুন সংক্রমণে রেকর্ড গড়েছে ভারত ৷ গত 24 ঘণ্টায় 2,624 জনের মৃত্যু হয়েছে ৷ 2019-এর ডিসেম্বর মাসে চিনে শুরু হওয়া সংক্রমণে সারা বিশ্বে 30 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন ৷

মোকাবিলার উপায়-

প্যানডেমিকের এক বছরেরও বেশি সময় কেটে গিয়েছে ৷ পৃথিবীর কোথাওই রেখাচিত্র নিম্নমুখী হচ্ছে না, তাও বিভিন্ন দেশের সরকার ভ্যাকসিনের উপরেই ভরসা করছে ৷ আর সারা দুনিয়ায় এক মাসেরও কম সময়ের মধ্যে এর উৎপাদন দ্বিগুণ করা হয়েছে ৷

যদিও, কোভ্যাক্স প্রকল্পের ফলে গরিব দেশগুলির বেশির ভাগই ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু করেছে ৷ বিশ্বের জনসংখ্যার 16 শতাংশই উচ্চ-আয়ের দেশের অধিবাসী, তাদের মধ্যে 47 শতাংশ ইতিমধ্যেই ভ্যাকসিনেশন পেয়েছে ৷ কিন্তু কম-আয়ের দেশগুলির মাত্র 0.2 শতাংশ মানুষ ভ্যাকসিনেশনের সুবিধে পেয়েছে ৷

রক্তজমাট বাঁধার সমস্যার পর আমেরিকায় আবার জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন চালু হয়েছে ৷ ইউরোপে বেলজিয়ামও শনিবার প্রাপ্তবয়স্কদের জন্য জনসন অ্যান্ড জনসন-এর ডোজ দেওয়া শুরু করবে ৷ ইতিমধ্যে 36,000 ডোজ় পেয়েছে এই দেশ ৷ আর এপ্রিল থেকে জুনের মধ্যে 14 লক্ষ ডোজ় পাবে, এমনটাই আশা তাদের ৷

ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের জনসংখ্যার 70 শতাংশকেই ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয় ভ্যাকসিন পেয়ে যাবে তারা পেয়ে যাবে জুলাইয়ের শেষে ৷

আরও পড়ুন: দিল্লিতে আরও এক সপ্তাহ লকডাউন, ঘোষণা কেজরিওয়ালের

লকডাউনের প্রতিবাদে-

ভ্যাকসিন কিছুটা আশার আলো দেখালেও বেশ কিছু দেশে পরিস্থিতি এখনো বদলায়নি ৷ জার্মানিতে নতুন করে লকডাউন জারি করা হয়েছে, সঙ্গে নাইট কার্ফু, স্কুল বন্ধ ৷ যদিও সরকার সংক্রমণের হার কমানোর লক্ষ্যে নতুন আইন তৈরি করেছে ৷

আর সেই নতুন আইনের বিরুদ্ধে এ সপ্তাহে প্রতিবাদে ভিড় করেছিল বার্লিনের জনসাধারণ ৷ এর ফলে গত সাত দিনে সংক্রমণের সংখ্য়া আবারও ঊর্ধ্বগামী হয়েছে ৷

ব্রিটেনেও চলতে থাকা বিধিনিষেধ নিয়ে নাগরিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে ৷ শনিবার লন্ডনে করোনাভাইরাসের নিরাপত্তাবিধি অর্খাৎ মাস্ক পরা, ভ্যাকসিন পাসপোর্ট রাখার তোয়াক্কা না করেই প্রচুর মানুষ বিক্ষোভে সামিল হয়েছিল ৷

ভ্যাকসিনেশন চালু করার পর ব্রিটেন কোভিড-19 বিধিনিষেধগুলি আলগা করতে শুরু করে ৷ খুলে দেওয়া হয় পাব, দোকানপত্তর ৷

বিক্ষোভকারীরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তগুলি যেমন অক্সফোর্ড স্ট্রিটের মধ্যে দিয়ে মিছিল করে ৷ হাজারে হাজারে মানুষের জমায়েতের ছবির ভিডিয়ো, ছবি সোশ্যাল মিডিয়ায় সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ যদিও কোনো খোলা জায়গায় একসঙ্গে 30 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.