ETV Bharat / bharat

করোনা সংক্রমিতদের দেহে বাসা বাঁধছে নতুন ছত্রাক

অনেক কোভিড আক্রান্ত রোগীর ডায়াবেটিস থাকায়, তাঁদের শরীরে স্টেরয়েড প্রয়োগ করাতে হচ্ছে ৷ এই অবস্থায় ছত্রাকের সংক্রমণ বাড়ছে ৷ করোনা থেকে সুস্থ হওয়া কোনও রোগীর যদি কোমরভিডিটি থাকে, অর্থাৎ তাঁদের ডায়াবেটিস, কিডনি কিনবা হার্টের সমস্যা থাকে, ক্যান্সার প্রভৃতি সমস্যা থাকে তাঁদেরও এই ছত্রাক দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভবনা বেশি ৷

করোনা সংক্রমিতদের দেহে বাসা বাঁধছে নতুন ছত্রাক
করোনা সংক্রমিতদের দেহে বাসা বাঁধছে নতুন ছত্রাক
author img

By

Published : May 7, 2021, 9:18 AM IST

নয়াদিল্লি, 7 মে : দিল্লির এক নাম করা বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের মধ্যে এক নতুন ছত্রাক ঘটিত রোগ দেখা দিচ্ছে । এই ছত্রাক সাধারণত শরীরে শ্লেষ্মার তৈরি করে ।

করোনা রোগীদের দেহে এই শ্লেষ্মা জাতীয় রোগের দেখা পাওয়া মিলছে । কালো ছত্রাক বা শ্লৈষ্মিক এই সংক্রমণ, দীর্ঘকাল ধরেই এমন রোগীর মধ্যে দেখা যায়, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম । এর সংক্রমণের ফলে প্রাণ সংশয়ও ঘটতে পারে ৷ চিকিৎসকদের মতে, কোভিড দ্বারা চালিত এই বিপজ্জনক ছত্রাকের সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷ শেষ দুইদিনেই এই ধরণের ছয়টি ঘটনা সামনে এসেছে ৷ গত বছর, এই মারাত্মক ছত্রাকের সংক্রমণের ফলে বহু রোগী প্রাণ হারান ৷ বহু রোগী এরফলে দৃষ্টিশক্তিও হারান ৷

হাসপাতালের ইএনটি দফতরের চেয়ারম্যানের মতে, অনেক কোভিড আক্রান্ত রোগীর ডায়াবেটিস থাকায়, তাঁদের শরীরে স্টেরয়েড প্রয়োগ করাতে হচ্ছে ৷ এই অবস্থায় ছত্রাকের সংক্রমণ বাড়ছে ৷ তাঁর কথায় করোনা থেকে সুস্থ হওয়া কোনও রোগীর যদি কোমর্বিডিটি থাকে, অর্থাৎ তাঁদের ডায়াবেটিস, কিডনি কিনবা হার্টের সমস্যা থাকে, ক্যান্সার প্রভৃতি সমস্যা থাকে তাঁদেরও এই ছত্রাক দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভবনা বেশি ৷

আরও পড়ুন : গুজরাতের কোভিড হাসপাতালে মিকি মাউস !

কম ইমিউনটির কোনও রোগীর এই সমস্যা বেশি করে দেখা যায় ৷ এই ছত্রাকের সংক্রমণের উপসর্গগুলি হল- নাক বন্ধ হয়ে যাওয়া, চোখে যন্ত্রণা, নাকে কালো দাগ ৷ এই উপসর্গগুলি দেখা গেলে দ্রুত বায়েপসি করিয়ে, অন্টিফানগ্যাল থেরাপি করানোর পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা ৷

নয়াদিল্লি, 7 মে : দিল্লির এক নাম করা বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের মধ্যে এক নতুন ছত্রাক ঘটিত রোগ দেখা দিচ্ছে । এই ছত্রাক সাধারণত শরীরে শ্লেষ্মার তৈরি করে ।

করোনা রোগীদের দেহে এই শ্লেষ্মা জাতীয় রোগের দেখা পাওয়া মিলছে । কালো ছত্রাক বা শ্লৈষ্মিক এই সংক্রমণ, দীর্ঘকাল ধরেই এমন রোগীর মধ্যে দেখা যায়, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম । এর সংক্রমণের ফলে প্রাণ সংশয়ও ঘটতে পারে ৷ চিকিৎসকদের মতে, কোভিড দ্বারা চালিত এই বিপজ্জনক ছত্রাকের সংক্রমণের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ৷ শেষ দুইদিনেই এই ধরণের ছয়টি ঘটনা সামনে এসেছে ৷ গত বছর, এই মারাত্মক ছত্রাকের সংক্রমণের ফলে বহু রোগী প্রাণ হারান ৷ বহু রোগী এরফলে দৃষ্টিশক্তিও হারান ৷

হাসপাতালের ইএনটি দফতরের চেয়ারম্যানের মতে, অনেক কোভিড আক্রান্ত রোগীর ডায়াবেটিস থাকায়, তাঁদের শরীরে স্টেরয়েড প্রয়োগ করাতে হচ্ছে ৷ এই অবস্থায় ছত্রাকের সংক্রমণ বাড়ছে ৷ তাঁর কথায় করোনা থেকে সুস্থ হওয়া কোনও রোগীর যদি কোমর্বিডিটি থাকে, অর্থাৎ তাঁদের ডায়াবেটিস, কিডনি কিনবা হার্টের সমস্যা থাকে, ক্যান্সার প্রভৃতি সমস্যা থাকে তাঁদেরও এই ছত্রাক দ্বারা সংক্রমিত হওয়ার সম্ভবনা বেশি ৷

আরও পড়ুন : গুজরাতের কোভিড হাসপাতালে মিকি মাউস !

কম ইমিউনটির কোনও রোগীর এই সমস্যা বেশি করে দেখা যায় ৷ এই ছত্রাকের সংক্রমণের উপসর্গগুলি হল- নাক বন্ধ হয়ে যাওয়া, চোখে যন্ত্রণা, নাকে কালো দাগ ৷ এই উপসর্গগুলি দেখা গেলে দ্রুত বায়েপসি করিয়ে, অন্টিফানগ্যাল থেরাপি করানোর পরামর্শই দিচ্ছেন চিকিৎসকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.