ETV Bharat / bharat

Soumya Swaminathan : ভারতে আঞ্চলিক রোগে পরিণত কোভিড, আশার কথা শোনালেন হু-র প্রধান বিজ্ঞানী - WHO on CIVID-19

ভারতের একেক জায়গায় একেক রকম জনসংখ্যা ৷ রোগ প্রতিরোধ ক্ষমতাও সব জায়গায় সমান নয় ৷ এই পরিস্থিতিতে কিছু ক্ষেত্রে খুব কম বা মাঝারি সংক্রমণ চলছে, জানালেন হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন ৷

প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন
প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন
author img

By

Published : Aug 25, 2021, 9:14 AM IST

Updated : Aug 25, 2021, 10:18 AM IST

নয়া দিল্লি, 25 অগস্ট : ভারতে হয়তো কোভিড-19 একটা আঞ্চলিক রোগে (endemicity) পরিণত হয়েছে, আশার কথা শোনালেন হু-র (World Health Organisation) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Dr Soumya Swaminathan) ৷ দেশে বর্তমানে খুব কম অথবা মাঝারি মানের সংক্রমণ চলবে ৷ নির্দিষ্ট অঞ্চলের মানুষ একটি ভাইরাসের সঙ্গে যখন থাকতে শিখে যায়, তখন তাকে "এনডেমিক" বা আঞ্চলিক রোগ বলা হয় ৷ সম্ভবত এটিই অতিমারির শেষে পর্যায়, মনে করছেন হু-র বিজ্ঞানী ৷

সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌম্যা স্বামীনাথন জানান, ভারতের জনসংখ্যার বিভিন্নতা এবং সেই অনুযায়ী রোগপ্রতিরোধ ক্ষমতার ভিন্নতা একেক জায়গায় একেক রকম ৷ দেশের বিভিন্ন জায়গায় এই সংক্রমণের সংখ্যা ওঠা-নামা করছে ৷ তিনি বলেন, "খুব কম বা মাঝারি মানে সংক্রমণ চলবে ৷ কিন্তু আমরা কয়েক মাস আগে সংক্রমণের বৃদ্ধির ধরন, সর্বোচ্চ সংখ্যার দিকে নজর দিচ্ছি না ৷" এটা ভঙ্গুর পরিস্থিতি ৷ বিশেষত কোভিড-19-এর প্রথম আর দ্বিতীয় ঢেউয়ে যাঁরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি অথবা কম সংখ্যায় ভ্যাকসিন দেওয়া হয়েছে এমন অঞ্চলের জনবসতির ক্ষেত্রে ৷ পরবর্তী কয়েক মাসে এই সব জায়গায় সংক্রমণ ফের শিখরে পৌঁছাতে পারে, ফের নামতে পারে, জানিয়েছেন হু-র বিজ্ঞানী ৷

তবে আশার কথা শুনিয়ে তিনি বলেছেন, "2022-এর শেষে আমরা হয়তো আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব ৷ যখন সারা দেশে 70 শতাংশ মানুষ ভ্যাকসিন পাবে ৷"

বাচ্চাদের করোনা সংক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা সার্ভে থেকে যে তথ্য পেয়েছি এবং অন্য দেশের পরিস্থিতি দেখেও যা জানতে পেরেছি, বাচ্চাদের মধ্যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে বেশির ভাগ ক্ষেত্রে সামান্য অসুস্থ হবে তারা ৷ মৃত্যুর হার প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেকটা কম থাকবে ৷ কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা ভাল ৷"

আরও পড়ুন : West Bengal Corona Update : নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে সংক্রমণ বেড়ে 600-র ঘরে, বাড়ল মৃত্যুও

রেমডিসিভির প্রসঙ্গে তিনি বলেন, "রেমডিসিভির ব্যবহারের ফলে মৃত্যুর হার কমে না ৷ বিশেষ ধরনের রোগী যাঁদের অক্সিজেনের অভাব থাকলেও ভেন্টিলেশনে পাঠানোর দরকার নেই, তেমন রোগীর ক্ষেত্রে রেমডিসিভির প্রয়োজন ৷ কিন্তু সামান্য বা মাঝারি অসুস্থ রোগীর জন্য দরকার নেই ৷ জীবন বাঁচানোর জন্য ডেক্সামেথাসোন (Dexamethasone) এবং অক্সিজেন (Oxygen) দুটো অবশ্য প্রয়োজনীয় ওষুধ ৷"

এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে ভ্যাকসিন পাসপোর্ট সঙ্গে থাকা জরুরি ৷ কিন্তু এ বিষয়ে হু-র প্রধান বিজ্ঞানীর মত, "আমরা প্রত্যেককে ভ্যাকসিন পাওয়ার সুযোগ দিতে পারিনি ৷ তাই প্রথমে এই বৈষম্য দূর করা দরকার ৷ তারপর ভ্যাকসিনেশন নিয়ে নির্দিষ্ট বাধ্যবাধকতা জারি করা উচিত ৷"

নয়া দিল্লি, 25 অগস্ট : ভারতে হয়তো কোভিড-19 একটা আঞ্চলিক রোগে (endemicity) পরিণত হয়েছে, আশার কথা শোনালেন হু-র (World Health Organisation) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন (Dr Soumya Swaminathan) ৷ দেশে বর্তমানে খুব কম অথবা মাঝারি মানের সংক্রমণ চলবে ৷ নির্দিষ্ট অঞ্চলের মানুষ একটি ভাইরাসের সঙ্গে যখন থাকতে শিখে যায়, তখন তাকে "এনডেমিক" বা আঞ্চলিক রোগ বলা হয় ৷ সম্ভবত এটিই অতিমারির শেষে পর্যায়, মনে করছেন হু-র বিজ্ঞানী ৷

সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌম্যা স্বামীনাথন জানান, ভারতের জনসংখ্যার বিভিন্নতা এবং সেই অনুযায়ী রোগপ্রতিরোধ ক্ষমতার ভিন্নতা একেক জায়গায় একেক রকম ৷ দেশের বিভিন্ন জায়গায় এই সংক্রমণের সংখ্যা ওঠা-নামা করছে ৷ তিনি বলেন, "খুব কম বা মাঝারি মানে সংক্রমণ চলবে ৷ কিন্তু আমরা কয়েক মাস আগে সংক্রমণের বৃদ্ধির ধরন, সর্বোচ্চ সংখ্যার দিকে নজর দিচ্ছি না ৷" এটা ভঙ্গুর পরিস্থিতি ৷ বিশেষত কোভিড-19-এর প্রথম আর দ্বিতীয় ঢেউয়ে যাঁরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি অথবা কম সংখ্যায় ভ্যাকসিন দেওয়া হয়েছে এমন অঞ্চলের জনবসতির ক্ষেত্রে ৷ পরবর্তী কয়েক মাসে এই সব জায়গায় সংক্রমণ ফের শিখরে পৌঁছাতে পারে, ফের নামতে পারে, জানিয়েছেন হু-র বিজ্ঞানী ৷

তবে আশার কথা শুনিয়ে তিনি বলেছেন, "2022-এর শেষে আমরা হয়তো আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব ৷ যখন সারা দেশে 70 শতাংশ মানুষ ভ্যাকসিন পাবে ৷"

বাচ্চাদের করোনা সংক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা সার্ভে থেকে যে তথ্য পেয়েছি এবং অন্য দেশের পরিস্থিতি দেখেও যা জানতে পেরেছি, বাচ্চাদের মধ্যে সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে বেশির ভাগ ক্ষেত্রে সামান্য অসুস্থ হবে তারা ৷ মৃত্যুর হার প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেকটা কম থাকবে ৷ কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা ভাল ৷"

আরও পড়ুন : West Bengal Corona Update : নমুনা পরীক্ষা বাড়তেই রাজ্যে সংক্রমণ বেড়ে 600-র ঘরে, বাড়ল মৃত্যুও

রেমডিসিভির প্রসঙ্গে তিনি বলেন, "রেমডিসিভির ব্যবহারের ফলে মৃত্যুর হার কমে না ৷ বিশেষ ধরনের রোগী যাঁদের অক্সিজেনের অভাব থাকলেও ভেন্টিলেশনে পাঠানোর দরকার নেই, তেমন রোগীর ক্ষেত্রে রেমডিসিভির প্রয়োজন ৷ কিন্তু সামান্য বা মাঝারি অসুস্থ রোগীর জন্য দরকার নেই ৷ জীবন বাঁচানোর জন্য ডেক্সামেথাসোন (Dexamethasone) এবং অক্সিজেন (Oxygen) দুটো অবশ্য প্রয়োজনীয় ওষুধ ৷"

এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের ক্ষেত্রে ভ্যাকসিন পাসপোর্ট সঙ্গে থাকা জরুরি ৷ কিন্তু এ বিষয়ে হু-র প্রধান বিজ্ঞানীর মত, "আমরা প্রত্যেককে ভ্যাকসিন পাওয়ার সুযোগ দিতে পারিনি ৷ তাই প্রথমে এই বৈষম্য দূর করা দরকার ৷ তারপর ভ্যাকসিনেশন নিয়ে নির্দিষ্ট বাধ্যবাধকতা জারি করা উচিত ৷"

Last Updated : Aug 25, 2021, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.