নিউ দিল্লি, 11মে : দেশজুড়ে অক্সিজেনের হাহাকার ৷ তার মাঝে ভারতে এসে পৌঁছেছে চারটি ক্রায়োজেনিক অক্সিজেন কনটেনার ৷ ইন্ডিয়ান এয়ার ফোর্সের সূত্র অনুযায়ী, ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে জামনগরে এসে পৌঁছেছে একটি কনটেনার ও সিঙ্গাপুর থেকে পানাগড়ে পৌঁছেছে তিনটি কনটেনার ৷
পাশাপাশি, বায়ুসেনার সি 17 গ্লোবমাস্টার বিমানে দেশের বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে অক্সিজেন ট্যাঙ্কার ৷ একঝলকে দেখে নেওয়া যাক কোন কোন রাজ্যে কতগুলি অক্সিজেন ট্যাঙ্কার পৌঁছেছে ৷ নাগপুর থেকে ভুবনেশ্বরে চারটি ৷ বিজয়ওয়াড়া থেকে ভুবনেশ্বরে চারটি ৷ লখনউ থেকে রাঁচিতে দুটি ৷ ভোপাল থেকে রাঁচিতে দুটি ৷ ইয়েলাহাঙ্কা থেকে ভুবনেশ্বরে দুটি ৷ এছাড়াও চণ্ডীগড় থেকে রাঁচিতে দুটি, আগ্রা থেকে জামনগরে দুটি, ভুবনেশ্বর থেকে হিন্দনে তিনটি ৷
পাশাপাশি গোয়ালিয়র, ভোপাল, চেন্নাই থেকে রাঁচি ও জামনগরে পাড়ি দিয়েছে অক্সিজেনের চারটি ট্যাঙ্কার ৷ অন্যদিকে হায়দরাবাদ থেকে ভুবনেশ্বরে এসেছে অক্সিজেনের ছটি ট্যাঙ্কার ৷
মঙ্গলবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3,29,942 জন ৷ গত সপ্তাহে পাঁচ দিনই দেশে দৈনিক সংক্রমণ 4 লাখের উপরে ছিল ৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 2,29,92,517 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 3,876 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,49,992 ৷ দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 37,15,221 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,90,27,304 জন ৷