নয়াদিল্লি, 11 জুলাই : আরও কিছুটা কমল করোনা ভাইরাসের (Coronavirus India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 41 হাজার 506 জন ৷ গতকাল দৈনিক মৃত্যু হাজারের উপরে উঠে গেলেও আজ ফের তা কমে এসেছে । শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 895 জনের । একইসঙ্গে সুস্থ হয়ে উঠেছেন 41 হাজার 526 জন ।
মঙ্গলবার অনেকটাই কমেছিল করোনা ভাইরাসের সংক্রমণ ৷ সে দিন আক্রান্ত হন 34 হাজার 703 জন ৷ গত 111 দিনের সংক্রমণের মধ্যে সেটাই ছিল সর্বনিম্ন ৷ তবে বুধবার তা এক লাফে বেড়ে 43 হাজার 733 জন হয়ে যায় ৷ বৃহস্পতিবারও সামান্য বাড়ে সংক্রমণ ৷ তারপর থেকে লাগাতার তিন দিন ধরে নিম্নমুখী দৈনিক সংক্রমণ ৷
রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 41 হাজার 506 জন , মৃত্যু হয়েছে 895 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 1 হাজার 206 । সেখান থেকে একলাফে অনেকটা কমেছে করোনায় দৈনিক মৃ্ত্যু ।
দেশে এই মুহূর্তের অ্যাকটিভ কেস রয়েছে 4 লাখ 54 হাজার 118 । এখনও পর্যন্ত মোট 37 কোটি 60 লাখ 32 হাজার 586 টি করোনা টিকার ডোজ় দেওয়া হয়েছে ।