ETV Bharat / bharat

ICMR: করোনার বুস্টার ডোজ় আপাতত কেন্দ্রের পরিকল্পনায় নেই, জানাল আইসিএমআর

জনস্বাস্থ্যে করোনার ভ্যাকসিনের বুস্টার নিয়ে কোনও আলোচনা কেন্দ্র সরকার করেনি ৷ আজ এমনটাই জানালেন আইসিএমআর এর ডিরেক্টর জেনারেল বলরাম ভারগভ ৷ তিনি জানিয়েছেন, করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ জনগণকে দেওয়া সরকারের একমাত্র লক্ষ্য ৷

covid-19-vaccine-booster-are-not-currently-in-the-centers-plans-says-icmr
করোনার ভ্যাকসিন বুস্টার আপাতত কেন্দ্রের পরিকল্পনায় নেই, জানাল আইসিএমআর
author img

By

Published : Sep 16, 2021, 9:36 PM IST

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : করোনার ভ্যাকসিনের বুস্টার এই মুহূর্তে কেন্দ্র সরকারের প্রাধান্য নয় ৷ আজ কেন্দ্রের তরফে এমনটাই জানালেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভারগভ ৷ তিনি জানিয়েছেন, জনগণের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের বুস্টার শট দেওয়া নিয়ে এই মুহূর্তে কোনও বৈজ্ঞানিক আলোচনা হয়নি ৷ এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য দেশের সব মানুষকে করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া ৷ একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল ৷

ওই সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ভ্যাকসিনের দু’টি ডোজ় দেওয়া নিয়ে সরকার বদ্ধপরিকর এবং এটি জরুরি ৷ আর এর অন্যথা হবে না ৷ বলরাম ভারগভ জানিয়েছেন, ‘‘আমাদের একটা বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করে নেওয়া দরকার যে, এই মুহূর্তে বুস্টার ডোজ কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা নয় ৷ জনস্বাস্থ্যে ব্যবহারের ক্ষেত্রে এ নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করা হয়নি ৷ ভ্যাকসিনের দু’টো ডোজ় দেওয়াই এখন প্রধান গুরুত্ব ৷’’

আরও পড়ুন : Fever in Children : শিশুদের অজানা জ্বরে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে আর্জি বিশেষজ্ঞদের

তিনি জানিয়েছেন, অনেক সংস্থা সুপারিশ করেছে যে, অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করার কোনও প্রয়োজন নেই ৷ কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, দু’টি ডোজ়ের ভ্যাকসিনেশন খুবই জরুরি এবং সরকার সেই লক্ষ্যে অবিচল থাকবে ৷’

প্রসঙ্গত, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছিলেন, ভারতের 20 শতাংশ প্রাপ্তবয়স্কের করোনার ভ্যাকসিনেশনের দু’টি ডোজ় নেওয়া হয়ে গিয়েছে ৷ আর 62 শতাংশ মানুষ অন্তত একটি ডোজ় নিয়েছেন ৷ আর 99 শতাংশ স্বাস্থ্যকর্মী তাঁদের প্রথম ডোজ় নিয়েছেন ৷ আর 82 শতাংশ স্বাস্থ্যকর্মী করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ় পেয়েছেন ৷

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর : করোনার ভ্যাকসিনের বুস্টার এই মুহূর্তে কেন্দ্র সরকারের প্রাধান্য নয় ৷ আজ কেন্দ্রের তরফে এমনটাই জানালেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল বলরাম ভারগভ ৷ তিনি জানিয়েছেন, জনগণের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিনের বুস্টার শট দেওয়া নিয়ে এই মুহূর্তে কোনও বৈজ্ঞানিক আলোচনা হয়নি ৷ এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য দেশের সব মানুষকে করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ দেওয়া ৷ একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল ৷

ওই সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, ভ্যাকসিনের দু’টি ডোজ় দেওয়া নিয়ে সরকার বদ্ধপরিকর এবং এটি জরুরি ৷ আর এর অন্যথা হবে না ৷ বলরাম ভারগভ জানিয়েছেন, ‘‘আমাদের একটা বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করে নেওয়া দরকার যে, এই মুহূর্তে বুস্টার ডোজ কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা নয় ৷ জনস্বাস্থ্যে ব্যবহারের ক্ষেত্রে এ নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করা হয়নি ৷ ভ্যাকসিনের দু’টো ডোজ় দেওয়াই এখন প্রধান গুরুত্ব ৷’’

আরও পড়ুন : Fever in Children : শিশুদের অজানা জ্বরে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিতে আর্জি বিশেষজ্ঞদের

তিনি জানিয়েছেন, অনেক সংস্থা সুপারিশ করেছে যে, অ্যান্টিবডির মাত্রা পরিমাপ করার কোনও প্রয়োজন নেই ৷ কিন্তু, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, দু’টি ডোজ়ের ভ্যাকসিনেশন খুবই জরুরি এবং সরকার সেই লক্ষ্যে অবিচল থাকবে ৷’

প্রসঙ্গত, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছিলেন, ভারতের 20 শতাংশ প্রাপ্তবয়স্কের করোনার ভ্যাকসিনেশনের দু’টি ডোজ় নেওয়া হয়ে গিয়েছে ৷ আর 62 শতাংশ মানুষ অন্তত একটি ডোজ় নিয়েছেন ৷ আর 99 শতাংশ স্বাস্থ্যকর্মী তাঁদের প্রথম ডোজ় নিয়েছেন ৷ আর 82 শতাংশ স্বাস্থ্যকর্মী করোনার ভ্যাকসিনের দু’টি ডোজ় পেয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.