ETV Bharat / bharat

Covaxin for 6-12 : 6 থেকে 12 বয়সিদের কোভ্যাকসিন ও 5-12 বয়সিদের কর্বেভ্যাক্সকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

author img

By

Published : Apr 26, 2022, 3:36 PM IST

Updated : Apr 26, 2022, 4:47 PM IST

ডিসিজিআই'য়ের বিশেষজ্ঞ কমিটি 6-12 বয়সিদের (Covaxin for 6-12) কোভ্যাকসিন এবং 5-12 বয়সিদের জন্য কর্বেভ্যাক্সকে ছাড়পত্র দেওয়ায় দেশে কোভিড টিকাকরণে যে নতুন জোয়ার আসন্ন, সে কথা বলাই যায় ৷

Covaxin for 6-12
6 থেকে 12 বয়সিরাও এবার টিকার আওতায়, কোভ্যাকসিনকে জরুরি ছাড়পত্র দিল ডিসিজিআই

নয়াদিল্লি, 26 এপ্রিল : দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে কোভিড ৷ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে এবার 6-12 বয়সিদের টিকাকরণের জন্য কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) ৷ মঙ্গলবার এক টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এই খবর জানান (Covaxin of Bharat Biotech cleared for kids aged 6 to 12 years) ৷ এক্ষেত্রে প্রথম দু'মাস পনেরো দিনের ব্যবধানে ভারত বায়োটেককে নিরাপত্তা বিষয়ক তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ দু'মাস পর থেকে একমাস অন্তর এই তথ্য পরিবেশন করতে হবে কোভ্যাকসিন নির্মাতাদের ৷

2021 ডিসেম্বরে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার যে বিশেষজ্ঞ কমিটির প্যানেল জরুরি ভিত্তিতে 12 বছরের ঊর্ধ্বে কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছিল, সেই প্যানেলই 6-12 বয়সিদের জন্য কোভ্যাকসিনকেও ছাড়পত্র দিল ৷ সম্প্রতি 6-12 বয়সিদের টিকাকরণের আওতায় আনতে ডিসিজিআইয়ের শরণাপন্ন হয়েছিল কোভ্যাকসিন এবং কর্বেভ্যাক্স ৷ গত 21 এপ্রিল তারই পরিপ্রেক্ষিতে ডিসিজিআইয়ের বিশেষজ্ঞ কমিটি কোভ্যাকসিনকে এ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত তথ্য পরিবেশন করার কথা জানিয়েছিল ৷

অবশেষে মঙ্গলবার ছাড়পত্র মিলল কোভ্যাকসিনের ৷ একইসঙ্গে বায়োলজিক্যাল ই-এর তৈরি কর্বেভ্যাক্সকেও 5-12 বয়সিদের টিকাকরণের জন্য ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (Biological E's COVID-19 vaccine Corbevax granted emergency use authorisation) ৷ সবমিলিয়ে শিশুদের জন্য কোভ্যাকসিন এবং কর্বেভ্যাক্স ছাড়পত্র পেয়ে যাওয়ার ভারতে কোভিড টিকাকরণে যে নতুন জোয়ার আসন্ন, সে কথা বলাই যায় ৷ এদিকে জাইডাস ক্যাডিলার জাইকভ-ডি ভ্যাকসিনকে 12 ঊর্ধ্বদের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Corbevax For Children : 5-11 বছর বয়সিদের টিকাকরণে কর্বেভ্যাক্সকে অনুমোদন করল বিশেষজ্ঞ কমিটি

  • भारत की कोविड से लड़ाई अब और अधिक मज़बूत @CDSCO_INDIA_INF ने

    >6 से <12 आयुवर्ग के लिए 'Covaxin'

    >5 से <12 आयुवर्ग के लिए 'Corbevax'

    12 से ऊपर के आयुवर्ग के लिए 'ZyCoV-D' की 2 डोज को

    'Restricted Use in Emergency Situations' की मंज़ूरी दी है।

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) April 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইটে এদিন লেখেন, "করোনার বিরুদ্ধে ভারতের লড়াই আরও শক্তিশালী হল ৷ কেন্দ্রের ঔষধের মান নিয়ন্ত্রক সংস্থা জরুরি ভিত্তিতে 6-12 বয়সিদের জন্য কোভ্য়াকসিন এবং 5-12 বয়সিদের জন্য কর্বেভ্যাক্স টিকাকে ছাড়পত্র প্রদান করেছে ৷ একইসঙ্গে 12 বছরের ঊর্ধ্বে জাইকভ ডি-কে ছাড়পত্র দেওয়া হয়েছে ৷"

নয়াদিল্লি, 26 এপ্রিল : দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে কোভিড ৷ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে এবার 6-12 বয়সিদের টিকাকরণের জন্য কোভ্যাকসিনকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI) ৷ মঙ্গলবার এক টুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য এই খবর জানান (Covaxin of Bharat Biotech cleared for kids aged 6 to 12 years) ৷ এক্ষেত্রে প্রথম দু'মাস পনেরো দিনের ব্যবধানে ভারত বায়োটেককে নিরাপত্তা বিষয়ক তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ দু'মাস পর থেকে একমাস অন্তর এই তথ্য পরিবেশন করতে হবে কোভ্যাকসিন নির্মাতাদের ৷

2021 ডিসেম্বরে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার যে বিশেষজ্ঞ কমিটির প্যানেল জরুরি ভিত্তিতে 12 বছরের ঊর্ধ্বে কোভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছিল, সেই প্যানেলই 6-12 বয়সিদের জন্য কোভ্যাকসিনকেও ছাড়পত্র দিল ৷ সম্প্রতি 6-12 বয়সিদের টিকাকরণের আওতায় আনতে ডিসিজিআইয়ের শরণাপন্ন হয়েছিল কোভ্যাকসিন এবং কর্বেভ্যাক্স ৷ গত 21 এপ্রিল তারই পরিপ্রেক্ষিতে ডিসিজিআইয়ের বিশেষজ্ঞ কমিটি কোভ্যাকসিনকে এ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত তথ্য পরিবেশন করার কথা জানিয়েছিল ৷

অবশেষে মঙ্গলবার ছাড়পত্র মিলল কোভ্যাকসিনের ৷ একইসঙ্গে বায়োলজিক্যাল ই-এর তৈরি কর্বেভ্যাক্সকেও 5-12 বয়সিদের টিকাকরণের জন্য ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (Biological E's COVID-19 vaccine Corbevax granted emergency use authorisation) ৷ সবমিলিয়ে শিশুদের জন্য কোভ্যাকসিন এবং কর্বেভ্যাক্স ছাড়পত্র পেয়ে যাওয়ার ভারতে কোভিড টিকাকরণে যে নতুন জোয়ার আসন্ন, সে কথা বলাই যায় ৷ এদিকে জাইডাস ক্যাডিলার জাইকভ-ডি ভ্যাকসিনকে 12 ঊর্ধ্বদের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Corbevax For Children : 5-11 বছর বয়সিদের টিকাকরণে কর্বেভ্যাক্সকে অনুমোদন করল বিশেষজ্ঞ কমিটি

  • भारत की कोविड से लड़ाई अब और अधिक मज़बूत @CDSCO_INDIA_INF ने

    >6 से <12 आयुवर्ग के लिए 'Covaxin'

    >5 से <12 आयुवर्ग के लिए 'Corbevax'

    12 से ऊपर के आयुवर्ग के लिए 'ZyCoV-D' की 2 डोज को

    'Restricted Use in Emergency Situations' की मंज़ूरी दी है।

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) April 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইটে এদিন লেখেন, "করোনার বিরুদ্ধে ভারতের লড়াই আরও শক্তিশালী হল ৷ কেন্দ্রের ঔষধের মান নিয়ন্ত্রক সংস্থা জরুরি ভিত্তিতে 6-12 বয়সিদের জন্য কোভ্য়াকসিন এবং 5-12 বয়সিদের জন্য কর্বেভ্যাক্স টিকাকে ছাড়পত্র প্রদান করেছে ৷ একইসঙ্গে 12 বছরের ঊর্ধ্বে জাইকভ ডি-কে ছাড়পত্র দেওয়া হয়েছে ৷"

Last Updated : Apr 26, 2022, 4:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.