তিরুবনন্তপুরম , 28 নভেম্বর: পকসো আইনে এক মহিলাকে 40 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত ৷ এর পাশাপাশি তাঁকে 20 হাজার টাকা জরিমানাও করেছে কেরলের স্পেশ্যাল ফাস্ট ট্র্যাক কোর্ট ৷ মহিলার বিরুদ্ধে অভিযোগ, তার প্রেমিক ওই মহিলার দুই নাবালিকা মেয়েকে দিনের পর দিন যৌন হেনস্তা করেছে ৷ আর মা হয়েও সে তার মেয়েদের রক্ষা করেনি ৷ বরং এই নির্যাতনে প্রেমিককেই ইন্ধন জুগিয়েছে ৷ বিচারক এই ঘটনায় ওই মহিলাকে ক্ষমা চাইতে বলেন ৷ এই ঘটনা মাতৃত্বের জন্য লজ্জার বলে ভর্ৎসনা করেছেন বিচারক ৷
দুই নাবালিকার দিদা যৌন নির্যাতনের ঘটনাটি জানতে পেরে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনেন ৷ 2018 থেকে 2019 সাল পর্যন্ত দুই মেয়ের উপর যৌন নির্যাতন চালায় মহিলার প্রেমিক ৷ এই সময়ে মহিলার স্বামী জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন ৷ অসুস্থ স্বামীকে ছেড়ে প্রেমিকের কাছে চলে আসে ওই মহিলা ৷ জানা গিয়েছে, নিজের দুই নাবালিকা মেয়েকেও নিয়ে যায় মা ৷
এই সুযোগে প্রেমিক ওই নাবালিকা মেয়ে দু'টির উপর যৌন নির্যাতন চালাতে থাকে ৷ ছোট মেয়েটির বয়স 7 বছর বলে জানা গিয়েছে ৷ তার উপর বেশি নির্যাতন চালায় প্রেমিক ৷ তার গোপনাঙ্গে গভীর আঘাত লাগে ৷ বয়সে বড় নাবালিকার উপরও নির্যাতন করে প্রেমিক ৷ তবে তার আঘাত তুলনামূলকভাবে কম ৷ ছোট মেয়েটি তার বড় দিদিকে এই যৌন নির্যাতনের কথা জানায় ৷ এরপর দুই নাবালিকা তাদের ঠাকুরমার কাছে গিয়ে পুরো ঘটনাটি খুলে বলে ৷
তারপরই আদালতে মামলা দায়ের হয় ৷ আর মামলার শেষে আদালতে দোষী সাব্যস্ত হয় মা ৷ তাকে 40 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেয় আদালত ৷ তদন্তে উঠে আসে, দুই নাবালিকা বোনকেই যৌনহেনস্তা করেছে মায়ের প্রেমিক ৷ এদিকে ট্রায়াল চলার সময়ই অভিযুক্ত প্রেমিক আত্মহত্যা করে ৷
আরও পড়ুন: