চিত্তুর, 30 অগস্ট: হাতির তাণ্ডবে দিশেহারা এলাকাবাসী ৷ এমনকী হাতির হামলায় মৃত্যু হয়েছে এক দম্পতির ৷ ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় ৷ এখানে প্রায়শই লোকালয়ে হাতি ঢুকে পড়ে ৷ গ্রামের মানুষ তাদের হানায় হয়রান ৷ দল বেঁধে হাতিরা গ্রামে, চাষের খেতে এসে লণ্ডভণ্ড করে দেয় ৷ হাতির হানা নিয়ে স্থানীয়রা রীতিমতো আতঙ্কে থাকেন ৷ যে কোনও মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে বলে আশঙ্কায় থাকেন তাঁরা ৷ সেই আশঙ্কাই এবার সত্যি প্রমাণিত হল ৷
বুধবার চিত্তুরের গুডিপালা মণ্ডলে একটি হাতি ঘুরছিল ৷ হাতির দল থেকে সেটি আলাদা হয়ে গিয়েছিল ৷ গ্রামের কাছে একটি মাঠে একাই ঘোরাফেরা করছিল হাতিটি ৷ সেই সময় রামপুরামের ওই মাঠে কাজ করছিলেন ভেঙ্কটেশ ও সেলভি ৷ হাতিটি তাঁদের উপর হামলা চালায় ৷ প্রশাসনের অনুমান, ঠিক সেই সময় ওই দম্পতির মৃত্যু হয়।
আরও পড়ুন: হাতিকে জঙ্গলে ফেরাতে গিয়ে আক্রান্ত বনাধিকারিক, হাসপাতালে আরও দুই বনকর্মী
এতেই ক্ষান্ত হয়নি হাতিটি ৷ এরপর সে এক তরুণের উপর হামলা চালায় ৷ তাঁর নাম কার্তিক ৷ তিনি তখন আমের বাগানে ছিলেন ৷ হাতির হানায় গুরুতরভাবে জখম হন তরুণ ৷ তাঁকে সিএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসকরা জানিয়েছেন, কার্তিকের অবস্থা সংকটজনক ৷ বন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা হাতিটিকে তাড়িয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন ৷ সম্প্রতি চিত্তুর জেলায় হাতির হামলা বৃদ্ধি পেয়েছে ৷ তবে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ জমেছে ৷ তারা হাতিদের থামাতে পারছে না ৷