বেঙ্গালুরু, 16 মার্চ : দেশের প্রথম শীতাতপ নিয়ন্ত্রিত রেল টার্মিনাল তৈরি হয়েছে বেঙ্গালুরুতে ৷ কয়েকদিনের মধ্য়ে সেই টার্মিনালের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পীযূষ গোয়েল ৷
শনিবার একটি টুইটে তিনি বলেন, "বিখ্য়াত সিভিল ইঞ্জিনিয়র ভারতরত্ন স্য়র এম বিশ্বেসভারইয়ারর নাম অনুসারে বেঙ্গালুরুর নতুন টার্মিনালের নামকরণ করা হয়েছে৷ খুব শীঘ্রই ওই টার্মিনাল সাধারণ মানুষের জন্য় খুলে দেওয়া হবে ৷"
নতুন টার্মিনালটি বাইয়াপান্নালিতে তৈরি করা হয়েছে ৷ আরও বেশি সংখ্য়ক এক্সপ্রেস ট্রেন যাতে বেঙ্গালুরুর সঙ্গে অনান্য় এলাকার যোগাযোগ স্থাপন করতে পারে সেকারণেই ওই টার্মিনালটি তৈরি করা হয়েছে ৷
আরও পড়ুন- বিজেপি ক্ষমতায় এলে পুরুলিয়ার নাম হবে মোদিলিয়া : অভিষেক
2015-16 সালে বাইয়াপান্নালিতে ওই রেলওয়ে টার্মিনালটি তৈরি করার জন্য় প্রস্তাব পাস হয় ৷ পুরো প্রকল্পটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 314 কোটি টাকা ৷ প্রথমে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে টার্মিনালটি চালু করার কথা হলেও পরে বর্তমান করোনা পরিস্থিতির জন্য় সেটি স্থগিত রাখা হয় ৷ খুব শীঘ্রই সেটি চালু করে দেওয়া হবে৷
এই টার্মিনালটি চালু করা হলে বেঙ্গালুরু থেকে আরও কয়েকটি দূরপাল্লার ট্রেন চালানো সম্ভব হবে ৷ একই সঙ্গে যাত্রীরা বিশ্বমানের সুযোগসুবিধা পাবেন ৷ রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই টার্মিনালটি বিমানবন্দরের মতো সুসজ্জিত হবে ৷ যাত্রীরা বিমানবন্দরের মতো সবরকম সুবিধা পাবেন৷
পুরো টার্মিনালটি 4200 স্কয়ার মিটার এবং প্রতিদিন সেখান দিয়ে 50000 যাত্রী আসা-যাওয়া করতে পারবেন ৷