ETV Bharat / bharat

Shashi Tharoor: 'আমাদের থেকে সেরাটা প্রাপ্য অগণিত ভারতবাসীর', ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে বললেন শশী - সিডব্লিউসি

Shashi Tharoor in CWC: সিডব্লিউসি-তে অন্তর্ভুক্ত হয়ে দলীয় প্রধান মল্লিকার্জুন খাড়গে ও কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ জানালেন শশী থারুর ৷

Shashi Tharoor
শশী থারুর
author img

By

Published : Aug 20, 2023, 5:39 PM IST

Updated : Aug 20, 2023, 5:54 PM IST

নয়াদিল্লি, 20 অগস্ট: তাঁকে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে মনোনীত করার সিদ্ধান্তে তিনি সম্মানিত হয়েছেন বলে জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ এ জন্য দলীয় প্রধান মল্লিকার্জুন খাড়গে ও কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ রবিবার তিনি বলেন, অগণিত ভারতীয় যাঁরা আরও অন্তর্ভুক্তিমূলক ভারত চান, তাঁরা দলের থেকে সেরাটা পাওয়ার যোগ্য ৷

রবিবার মল্লিকার্জুন খাড়গে দলের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) পুনর্গঠন করেছেন ৷ বর্তমানে এই কমিটিতে 39 জন সদস্য, 32 জন স্থায়ী আমন্ত্রিত সদস্য এবং 13 জন বিশেষ আমন্ত্রিত সদস্য । সোনিয়া গান্ধি, মনমোহন সিং, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, কেসি ভেনুগোপাল, পি চিদম্বরম, সচিন পাইলটের মতো ওই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন শশী থারুর । প্রসঙ্গত, গত বছর অভ্যন্তরীণ ভোটে খাড়গের বিরুদ্ধে কংগ্রেস প্রধানের পদপ্রার্থী হিসেবে দাঁড়ালেও ব্যর্থ হয়েছিলেন থারুর ৷

থারুর নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে রবিবার টুইটে লেখেন, "কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গেজি এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ওয়ার্কিং কমিটিতে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে, এতে আমি সম্মানিত ৷"

তিরুবনন্তপুরমের সাংসদ আরও বলেন, "গত 138 বছরে দলকে পরিচালনা করার জন্য সিডব্লিউসি-এর ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে অবগত একজন হিসাবে, আমি এই কমিটির অংশ হতে পেরে নম্র ও কৃতজ্ঞ, এবং আমার নিবেদিত সহকর্মীদের পাশাপাশি পার্টির সেবা করার সুযোগের অপেক্ষায় রয়েছি ।"

শশীর কথায়, "আমাদের লক্ষ লক্ষ প্রতিশ্রুতিবদ্ধ কর্মী, যাঁরা দলের প্রাণ, তাঁদের ছাড়া আমরা কিছুই করতে পারতাম । আজ সর্বোপরি, আমি তাঁদের প্রণাম জানাই । অগণিত ভারতীয় যাঁরা আরও অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য ভারত চান, তাঁরা আমাদের কাছ থেকে সেরাটা পাওয়ার যোগ্য ।"

উল্লেখ্য, শশী থারুর সেই 23 জন নেতার দলের অংশ ছিলেন, যাঁরা কংগ্রেসে সোনিয়া গান্ধির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ।

আরও পড়ুন: ভোটের আগে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে দীপা দাসমুন্সি, সচিন পাইলটরা

নয়াদিল্লি, 20 অগস্ট: তাঁকে কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে মনোনীত করার সিদ্ধান্তে তিনি সম্মানিত হয়েছেন বলে জানালেন কংগ্রেস সাংসদ শশী থারুর ৷ এ জন্য দলীয় প্রধান মল্লিকার্জুন খাড়গে ও কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ রবিবার তিনি বলেন, অগণিত ভারতীয় যাঁরা আরও অন্তর্ভুক্তিমূলক ভারত চান, তাঁরা দলের থেকে সেরাটা পাওয়ার যোগ্য ৷

রবিবার মল্লিকার্জুন খাড়গে দলের শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি) পুনর্গঠন করেছেন ৷ বর্তমানে এই কমিটিতে 39 জন সদস্য, 32 জন স্থায়ী আমন্ত্রিত সদস্য এবং 13 জন বিশেষ আমন্ত্রিত সদস্য । সোনিয়া গান্ধি, মনমোহন সিং, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, কেসি ভেনুগোপাল, পি চিদম্বরম, সচিন পাইলটের মতো ওই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন শশী থারুর । প্রসঙ্গত, গত বছর অভ্যন্তরীণ ভোটে খাড়গের বিরুদ্ধে কংগ্রেস প্রধানের পদপ্রার্থী হিসেবে দাঁড়ালেও ব্যর্থ হয়েছিলেন থারুর ৷

থারুর নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে রবিবার টুইটে লেখেন, "কংগ্রেসের সভাপতি শ্রী মল্লিকার্জুন খাড়গেজি এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ওয়ার্কিং কমিটিতে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে, এতে আমি সম্মানিত ৷"

তিরুবনন্তপুরমের সাংসদ আরও বলেন, "গত 138 বছরে দলকে পরিচালনা করার জন্য সিডব্লিউসি-এর ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে অবগত একজন হিসাবে, আমি এই কমিটির অংশ হতে পেরে নম্র ও কৃতজ্ঞ, এবং আমার নিবেদিত সহকর্মীদের পাশাপাশি পার্টির সেবা করার সুযোগের অপেক্ষায় রয়েছি ।"

শশীর কথায়, "আমাদের লক্ষ লক্ষ প্রতিশ্রুতিবদ্ধ কর্মী, যাঁরা দলের প্রাণ, তাঁদের ছাড়া আমরা কিছুই করতে পারতাম । আজ সর্বোপরি, আমি তাঁদের প্রণাম জানাই । অগণিত ভারতীয় যাঁরা আরও অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য ভারত চান, তাঁরা আমাদের কাছ থেকে সেরাটা পাওয়ার যোগ্য ।"

উল্লেখ্য, শশী থারুর সেই 23 জন নেতার দলের অংশ ছিলেন, যাঁরা কংগ্রেসে সোনিয়া গান্ধির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ।

আরও পড়ুন: ভোটের আগে কংগ্রেসের গুরুত্বপূর্ণ পদে দীপা দাসমুন্সি, সচিন পাইলটরা

Last Updated : Aug 20, 2023, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.