ETV Bharat / bharat

PM Modi in Chhattisgarh: ছত্তিশগড়ে সরকার থেকে বিদায়ের কাউন্টডাউন শুরু হয়েছে কংগ্রেসের: মোদি - নরেন্দ্র মোদি

PM Modi campaign in Chhattisgarh polls: আজ ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন তিনি কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও-এর মধ্যে ক্ষমতা ভাগাভাগির বিষয় তুলে ধরে কটাক্ষ করেন কংগ্রেসকে ৷

PM Modi in Chhattisgarh
নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2023, 4:17 PM IST

মুঙ্গেলি (ছত্তিশগড়), 13 নভেম্বর: ছত্তিশগড়ে সরকার থেকে বিদায় নেওয়ার কাউন্টডাউন শুরু করে দিয়েছে কংগ্রেস ৷ সে রাজ্যে প্রচারে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার বিধানসভা ভোটের প্রচারে গিয়ে দুর্নীতি নিয়ে কংগ্রেসকে নিশানা করেন তিনি ৷

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও-এর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে যে চর্চা চলছে, তা নিয়ে এ দিন খোঁচা দেন প্রধানমন্ত্রী ৷ মুঙ্গেলি জেলায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে, কংগ্রেস যখন তার নিজের দলের শীর্ষ নেতাদের ছেড়ে দিতে পারে, তখন এটি নিশ্চিত যে তারা জনগণকে ঠকাবে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে না ।

মোদির কথায়, "কংগ্রেসও বুঝতে পেরেছে যে, ছত্তিশগড়ে এখন তার সময় শেষ । দিল্লির কিছু সাংবাদিক বন্ধু এবং রাজনৈতিক বিশ্লেষক আমাকে বলেছেন যে, মুখ্যমন্ত্রী (বাঘেল) নিজেই হেরে যাচ্ছেন (পাটন আসন থেকে নির্বাচন) ৷"

তিনি আরও বলেন, কংগ্রেস তাঁকে এতটাই ঘৃণা করে যে, তাঁর নামে সমগ্র ওবিসি সম্প্রদায়কে গালি দেয় । প্রধানমন্ত্রীর কথায়, "কংগ্রেস মোদিকে ঘৃণা করে । তারা এমনকি মোদির জাতকেও ঘৃণা করতে শুরু করেছে । গত কয়েক মাস ধরে, কংগ্রেস মোদির নামে সমগ্র ওবিসি সম্প্রদায়কে গালিগালাজ করছে... এমনকি আদালত তাদের এমন না করার নির্দেশ দেওয়ার পরেও তারা ক্ষমা চাইতে অস্বীকার করেছে ।"

মোদির কথায়, "ওবিসি সম্প্রদায়ের প্রতি তাদের কতটা ঘৃণা আছে তার এটি একটি উদাহরণ । কংগ্রেসই বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছিল । কংগ্রেসই বাবাসাহেবের রাজনীতিকে শেষ করার ষড়যন্ত্র করেছিল ৷" কংগ্রেস ভোটব্যাংক এবং তুষ্টির জন্য সবকিছু করতে পারে বলে এ দিন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ছত্তিশগড়ের মোট 90টি বিধানসভা আসনের মধ্যে 20টির জন্য ভোটগ্রহণ হয়েছে 7 নভেম্বর । বাকি 70টি আসনে ভোট হবে 17 নভেম্বর ।

আরও পড়ুন:

  1. অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভূত, অলৌকিক ও অবিস্মরণীয়' বলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর
  2. ' সীমান্ত আগলে সেনা, তাই ভারত নিরাপদ,' দীপাবলি উদযাপনে জওয়ানদের প্রশংসায় মোদি

মুঙ্গেলি (ছত্তিশগড়), 13 নভেম্বর: ছত্তিশগড়ে সরকার থেকে বিদায় নেওয়ার কাউন্টডাউন শুরু করে দিয়েছে কংগ্রেস ৷ সে রাজ্যে প্রচারে গিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার বিধানসভা ভোটের প্রচারে গিয়ে দুর্নীতি নিয়ে কংগ্রেসকে নিশানা করেন তিনি ৷

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও উপমুখ্যমন্ত্রী টিএস সিং দেও-এর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে যে চর্চা চলছে, তা নিয়ে এ দিন খোঁচা দেন প্রধানমন্ত্রী ৷ মুঙ্গেলি জেলায় একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে, কংগ্রেস যখন তার নিজের দলের শীর্ষ নেতাদের ছেড়ে দিতে পারে, তখন এটি নিশ্চিত যে তারা জনগণকে ঠকাবে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবে না ।

মোদির কথায়, "কংগ্রেসও বুঝতে পেরেছে যে, ছত্তিশগড়ে এখন তার সময় শেষ । দিল্লির কিছু সাংবাদিক বন্ধু এবং রাজনৈতিক বিশ্লেষক আমাকে বলেছেন যে, মুখ্যমন্ত্রী (বাঘেল) নিজেই হেরে যাচ্ছেন (পাটন আসন থেকে নির্বাচন) ৷"

তিনি আরও বলেন, কংগ্রেস তাঁকে এতটাই ঘৃণা করে যে, তাঁর নামে সমগ্র ওবিসি সম্প্রদায়কে গালি দেয় । প্রধানমন্ত্রীর কথায়, "কংগ্রেস মোদিকে ঘৃণা করে । তারা এমনকি মোদির জাতকেও ঘৃণা করতে শুরু করেছে । গত কয়েক মাস ধরে, কংগ্রেস মোদির নামে সমগ্র ওবিসি সম্প্রদায়কে গালিগালাজ করছে... এমনকি আদালত তাদের এমন না করার নির্দেশ দেওয়ার পরেও তারা ক্ষমা চাইতে অস্বীকার করেছে ।"

মোদির কথায়, "ওবিসি সম্প্রদায়ের প্রতি তাদের কতটা ঘৃণা আছে তার এটি একটি উদাহরণ । কংগ্রেসই বাবাসাহেব আম্বেদকরকে অপমান করেছিল । কংগ্রেসই বাবাসাহেবের রাজনীতিকে শেষ করার ষড়যন্ত্র করেছিল ৷" কংগ্রেস ভোটব্যাংক এবং তুষ্টির জন্য সবকিছু করতে পারে বলে এ দিন অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ছত্তিশগড়ের মোট 90টি বিধানসভা আসনের মধ্যে 20টির জন্য ভোটগ্রহণ হয়েছে 7 নভেম্বর । বাকি 70টি আসনে ভোট হবে 17 নভেম্বর ।

আরও পড়ুন:

  1. অযোধ্যার দীপ উৎসবকে 'অদ্ভূত, অলৌকিক ও অবিস্মরণীয়' বলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর
  2. ' সীমান্ত আগলে সেনা, তাই ভারত নিরাপদ,' দীপাবলি উদযাপনে জওয়ানদের প্রশংসায় মোদি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.