ETV Bharat / bharat

Corona in India : দেশে 111 দিনে সর্বনিম্ন করোনা সংক্রমণ, আরও বাড়ল সুস্থতার হার - ভারতে কোভিড

দেশে অনেকটা কমল করোনা ভাইরাসের (Coronavirus in India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 34 হাজার 703 জন ৷ গত 111 দিনের মধ্যে এটাই সর্বনিম্ন ৷ কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৷ বেড়েছে সুস্থতার হার ৷

coronavirus India reports 34,703 new covid 19 cases in last 24 hours; lowest in 111 days
দেশে গত 111 দিনে সর্বনিম্ন করোনা সংক্রমণ, আরও বাড়ল সুস্থতার হার
author img

By

Published : Jul 6, 2021, 9:38 AM IST

Updated : Jul 6, 2021, 12:42 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই : সাতসকালে স্বস্তি দিল করোনার নতুন গ্রাফ ৷ দেশে এক লাফে অনেকটা কমল করোনা ভাইরাসের (Coronavirus in India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 34 হাজার 703 জন ৷ এই সংখ্যাটা গত 111 দিনের সংক্রমণের মধ্যে সর্বনিম্ন ৷ আরও কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৷ বেড়েছে সুস্থতার হার ৷

গতকালই অনেকটা নেমে গিয়েছিল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ৷ রবিবারের থেকে প্রায় 7.6 শতাংশ কমে আক্রান্ত হন 39 হাজার 796 জন ৷ করোনায় মৃত্যুও কমে হয় 723 জন ৷ তবে আজ সংক্রমণ ও মৃত্যু দুটোই আরও অনেকটা কমেছে দেশজুড়ে ৷ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 34 হাজার 703 জন ৷ সংক্রমণের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 553 জন ৷

আরও পড়ুন: দেশে 40 হাজারের নিচে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 6 লাখ 19 হাজার 932 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 3 হাজার 281 জনের ৷ তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 64 হাজার 357 জন ৷

গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 51 হাজার 864 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 97 লাখ 52 হাজার 294 জন ৷ দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 97.17 শতাংশ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: বাস চলছে, জিমও খুলেছে, তবু নিম্নমুখী দৈনিক সংক্রমণ

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 35 কোটি 75 লাখ 53 হাজার 612টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 45 লাখ 82 হাজার 246 জনের টিকাকরণ হয়েছে ৷ খুব শিগগিরই সরকারি টিকাকেন্দ্রেও স্পুটনিক ভি ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক ভি ও মডার্না - এই চারটি টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে দেশে ৷ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক দেশকে তাদের জনসংখ্যার অন্তত 10 শতাংশের টিকাকরণ (Covid Vaccine) নিশ্চিত করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷

নয়াদিল্লি, 6 জুলাই : সাতসকালে স্বস্তি দিল করোনার নতুন গ্রাফ ৷ দেশে এক লাফে অনেকটা কমল করোনা ভাইরাসের (Coronavirus in India) দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 34 হাজার 703 জন ৷ এই সংখ্যাটা গত 111 দিনের সংক্রমণের মধ্যে সর্বনিম্ন ৷ আরও কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৷ বেড়েছে সুস্থতার হার ৷

গতকালই অনেকটা নেমে গিয়েছিল করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ৷ রবিবারের থেকে প্রায় 7.6 শতাংশ কমে আক্রান্ত হন 39 হাজার 796 জন ৷ করোনায় মৃত্যুও কমে হয় 723 জন ৷ তবে আজ সংক্রমণ ও মৃত্যু দুটোই আরও অনেকটা কমেছে দেশজুড়ে ৷ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 34 হাজার 703 জন ৷ সংক্রমণের পাশাপাশি কমেছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 553 জন ৷

আরও পড়ুন: দেশে 40 হাজারের নিচে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 6 লাখ 19 হাজার 932 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 3 হাজার 281 জনের ৷ তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 64 হাজার 357 জন ৷

গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 51 হাজার 864 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 97 লাখ 52 হাজার 294 জন ৷ দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 97.17 শতাংশ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: বাস চলছে, জিমও খুলেছে, তবু নিম্নমুখী দৈনিক সংক্রমণ

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 35 কোটি 75 লাখ 53 হাজার 612টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 45 লাখ 82 হাজার 246 জনের টিকাকরণ হয়েছে ৷ খুব শিগগিরই সরকারি টিকাকেন্দ্রেও স্পুটনিক ভি ব্যবহার করা হবে বলে জানা গিয়েছে ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক ভি ও মডার্না - এই চারটি টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে দেশে ৷ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক দেশকে তাদের জনসংখ্যার অন্তত 10 শতাংশের টিকাকরণ (Covid Vaccine) নিশ্চিত করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷

Last Updated : Jul 6, 2021, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.