ETV Bharat / bharat

Rahul Gandhi on Omicron: ‘অশনি সঙ্কেত’, ওমিক্রন নিয়ে কেন্দ্রকে সতর্ক করলেন রাহুল - নরেন্দ্র মোদি ওমিক্রোন

করোনার নয়া রূপে ওমিক্রনকে (COVID Variant Omicron) ঘিরে আতঙ্ক বাড়ছে । এমন পরিস্থিতিতে ফের কেন্দ্রকে সতর্ক করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Omicron) । দেশের প্রত্যেক নাগরিকের সম্পূর্ণ টিকাকরণ (Coronavirus Full Vaccination) সুনিশ্চিত না করতে পারলে, আরও বড় বিপদ নেমে আসেত পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ।

Coronavirus Full Vaccination is must says Rahul Gandhi on Omicron
কেন্দ্রকে সতর্ক করলেন রাহুল ।
author img

By

Published : Nov 27, 2021, 9:57 PM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর: তৃতীয় ঢেউয়ের প্রকোপ এড়ানো গেলেও, অতিমারির প্রকোপ এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ । তার মধ্যেই করোনার নয়া রূপে ওমিক্রনকে (COVID Variant Omicron) ঘিরে আতঙ্ক বাড়ছে । এমন পরিস্থিতিতে ফের কেন্দ্রকে সতর্ক করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Omicron) । দেশের প্রত্যেক নাগরিকের সম্পূর্ণ টিকাকরণ (Coronavirus Full Vaccination) সুনিশ্চিত না করতে পারলে, আরও বড় বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ।

করোনার নয়া রূপ ওমিক্রন, বিজ্ঞানসম্মত নাম বি.1.1.529 (COVID Variant B.1.1.529 )-কে নিয়ে নতুন করে আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছে । সেই নিয়ে শনিবার জরুরি বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi in COVID Meeting) । বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বিদেশি নাগরিকদের করোনা পরীক্ষায় যেমন জোর দেন, তেমনই ভয়াবহতা আটকাতে মাস্ক এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন ।

আরও পড়ুন: Narendra Modi in COVID Meeting: ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ, মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখায় জোর মোদির

এর পরই টুইটারে কেন্দ্রের উদ্দেশে বার্তা দেন রাহুল । টুইটারে লেখেন, ‘করোনার নয়া রূপ অশনি সঙ্কেত ৷ সরকারের উচিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা এবং দেশের মানুষের সম্পূর্ণ টিকাকরণ সুনিশ্চিত করা ৷ শুধু মাত্র এক জনের ছবি বসিয়ে দিয়ে টিকাকরণের করুণ পরিসংখ্যান ঢেকে রাখা সম্ভব নয় ৷’

সরকারি ওয়েবসাইট কো-উইন এবং একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের পরিসংখ্যান বলে রাহুল যে হিসেব তুলে ধরেছেন, তাতে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত দেশের 31.19 শতাংশ মানুষেরই সম্পূর্ণ টিকাকরণ হয়েছে ৷ গত সপ্তাহে দৈনিক টিকাকরণের গড় হার ছিল 68 লক্ষ ৷ ডিসেম্বরের মধ্যে দেশের 60 শতাংশ মানুষের সম্পূর্ণ টিকাকরণের লক্ষ্যে এগোতে হলে দৈনিক গড় হতে হবে 2 কোটি 33 লক্ষ ।

আরও পড়ুন: COVID Variant Omicron: ওমিক্রন না মিললেও দিল্লি থেকে আন্তর্জাতিক উড়ান ঘিরে অনিশ্চয়তা

এর আগে, অতিমারির সূচনাপর্বে সবার আগে রাহুলই কোভিডের প্রকোপ নিয়ে সতর্ক করেছিলেন । কিন্তু সেই সময় তাঁকেই উল্টে তির্যক মন্তব্য শুনতে হয়েছিল । পরবর্তী কালে সেই নিয়ে কেন্দ্রকে বিঁধতে ছাড়েননি কংগ্রেস নেতৃত্ব । তবে কোভিডের নয়া রূপের প্রকোপে যে ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশে, তাতে উদ্বিগ্ন কেন্দ্রও ।

নয়াদিল্লি, 27 নভেম্বর: তৃতীয় ঢেউয়ের প্রকোপ এড়ানো গেলেও, অতিমারির প্রকোপ এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ । তার মধ্যেই করোনার নয়া রূপে ওমিক্রনকে (COVID Variant Omicron) ঘিরে আতঙ্ক বাড়ছে । এমন পরিস্থিতিতে ফের কেন্দ্রকে সতর্ক করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Omicron) । দেশের প্রত্যেক নাগরিকের সম্পূর্ণ টিকাকরণ (Coronavirus Full Vaccination) সুনিশ্চিত না করতে পারলে, আরও বড় বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন ।

করোনার নয়া রূপ ওমিক্রন, বিজ্ঞানসম্মত নাম বি.1.1.529 (COVID Variant B.1.1.529 )-কে নিয়ে নতুন করে আশঙ্কার মেঘ ঘনাতে শুরু করেছে । সেই নিয়ে শনিবার জরুরি বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi in COVID Meeting) । বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বিদেশি নাগরিকদের করোনা পরীক্ষায় যেমন জোর দেন, তেমনই ভয়াবহতা আটকাতে মাস্ক এবং সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন ।

আরও পড়ুন: Narendra Modi in COVID Meeting: ওমিক্রন নিয়ে বাড়ছে উদ্বেগ, মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখায় জোর মোদির

এর পরই টুইটারে কেন্দ্রের উদ্দেশে বার্তা দেন রাহুল । টুইটারে লেখেন, ‘করোনার নয়া রূপ অশনি সঙ্কেত ৷ সরকারের উচিত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা এবং দেশের মানুষের সম্পূর্ণ টিকাকরণ সুনিশ্চিত করা ৷ শুধু মাত্র এক জনের ছবি বসিয়ে দিয়ে টিকাকরণের করুণ পরিসংখ্যান ঢেকে রাখা সম্ভব নয় ৷’

সরকারি ওয়েবসাইট কো-উইন এবং একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের পরিসংখ্যান বলে রাহুল যে হিসেব তুলে ধরেছেন, তাতে দেখা গিয়েছে, এখনও পর্যন্ত দেশের 31.19 শতাংশ মানুষেরই সম্পূর্ণ টিকাকরণ হয়েছে ৷ গত সপ্তাহে দৈনিক টিকাকরণের গড় হার ছিল 68 লক্ষ ৷ ডিসেম্বরের মধ্যে দেশের 60 শতাংশ মানুষের সম্পূর্ণ টিকাকরণের লক্ষ্যে এগোতে হলে দৈনিক গড় হতে হবে 2 কোটি 33 লক্ষ ।

আরও পড়ুন: COVID Variant Omicron: ওমিক্রন না মিললেও দিল্লি থেকে আন্তর্জাতিক উড়ান ঘিরে অনিশ্চয়তা

এর আগে, অতিমারির সূচনাপর্বে সবার আগে রাহুলই কোভিডের প্রকোপ নিয়ে সতর্ক করেছিলেন । কিন্তু সেই সময় তাঁকেই উল্টে তির্যক মন্তব্য শুনতে হয়েছিল । পরবর্তী কালে সেই নিয়ে কেন্দ্রকে বিঁধতে ছাড়েননি কংগ্রেস নেতৃত্ব । তবে কোভিডের নয়া রূপের প্রকোপে যে ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশে, তাতে উদ্বিগ্ন কেন্দ্রও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.