ETV Bharat / bharat

ফের রেকর্ড ! দেশে করোনায় আক্রান্ত আরও 2.73 লাখ, মৃত 1619 - ভারতে করোনাভাইরাস

দেশে আবারও করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ সর্বোচ্চ শিখরে পৌঁছল ৷ আক্রান্ত হয়েছেন আরও 2.73 লক্ষ মানুষ ৷ করোনায় মৃত্যু হয়েছে 1,619 জনের ৷

coronavirus: 2.73 lakh new COVID-19 cases in India, 1,619 deaths in biggest one-day spike so far
ফের রেকর্ড ! দেশে করোনায় আক্রান্ত আরও 2.73 লাখ, মৃত 1619
author img

By

Published : Apr 19, 2021, 9:55 AM IST

Updated : Apr 19, 2021, 12:44 PM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল: রোজই দেশে নিজের রেকর্ড নিজে ভাঙছে করোনাভাইরাস ৷ হু হু করে বাড়ছে সংক্রমণ ৷ এ বার নয়া রেকর্ড সৃষ্টি করে ফের সর্বাধিক উচ্চতায় পৌঁছল কোভিড 19-এর দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 2.73 লক্ষেরও বেশি মানুষ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও দেড় হাজারেরও বেশি মানুষের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷

আবারও করোনার সর্বাধিক ভয়ংকরতম দিনের সাক্ষী থাকল দেশ ৷ সোমবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, দেশে দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছে 2,73,810-তে ৷ এই নিয়ে টানা 5 দিন দেশে দৈনিক সংক্রমণ 2 লাখের উপরে থাকল ৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 1,50,61,919 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 1,619 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,78,769 ৷ দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 19,29,329 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,29,53,821 জন ৷

আরও পড়ুন: দ্রুত বাড়ছে করোনা, টেলিমেডিসিনে টাস্কফোর্স গঠনের নির্দেশ স্বাস্থ্য দফতরের

মহারাষ্ট্র-সহ যে 12টি রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে, সেখানকার মেডিক্যাল অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে রবিবারই জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় আরও 68,631 জনের শরীরে করোনা বাসা বেঁধেছে ৷ তার পরেই রয়েছে দিল্লি ৷ সেখানে আরও 25,462 জন নতুন করে সংক্রমিত হয়েছেন ৷ আর কর্নাটকে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 19,067 জন ৷ নয়া কড়া বিধিনিষেধ জারি হয়েছে বিহার, রাজস্থান, তামিলনাড়ু ও মণিপুরে ৷ নাইট কার্ফু ছাড়াও বিহারে 15 মে পর্যন্ত শপিং মল, স্কুল, সিনেমা হল, ধর্মীয় স্থান বন্ধ রাখা হয়েছে ৷

নয়াদিল্লি, 19 এপ্রিল: রোজই দেশে নিজের রেকর্ড নিজে ভাঙছে করোনাভাইরাস ৷ হু হু করে বাড়ছে সংক্রমণ ৷ এ বার নয়া রেকর্ড সৃষ্টি করে ফের সর্বাধিক উচ্চতায় পৌঁছল কোভিড 19-এর দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 2.73 লক্ষেরও বেশি মানুষ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও দেড় হাজারেরও বেশি মানুষের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷

আবারও করোনার সর্বাধিক ভয়ংকরতম দিনের সাক্ষী থাকল দেশ ৷ সোমবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, দেশে দৈনিক সংক্রমণ পৌঁছে গিয়েছে 2,73,810-তে ৷ এই নিয়ে টানা 5 দিন দেশে দৈনিক সংক্রমণ 2 লাখের উপরে থাকল ৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 1,50,61,919 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রাণ গিয়েছে 1,619 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,78,769 ৷ দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 19,29,329 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,29,53,821 জন ৷

আরও পড়ুন: দ্রুত বাড়ছে করোনা, টেলিমেডিসিনে টাস্কফোর্স গঠনের নির্দেশ স্বাস্থ্য দফতরের

মহারাষ্ট্র-সহ যে 12টি রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে, সেখানকার মেডিক্যাল অক্সিজেনের সরবরাহ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে রবিবারই জানিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় আরও 68,631 জনের শরীরে করোনা বাসা বেঁধেছে ৷ তার পরেই রয়েছে দিল্লি ৷ সেখানে আরও 25,462 জন নতুন করে সংক্রমিত হয়েছেন ৷ আর কর্নাটকে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 19,067 জন ৷ নয়া কড়া বিধিনিষেধ জারি হয়েছে বিহার, রাজস্থান, তামিলনাড়ু ও মণিপুরে ৷ নাইট কার্ফু ছাড়াও বিহারে 15 মে পর্যন্ত শপিং মল, স্কুল, সিনেমা হল, ধর্মীয় স্থান বন্ধ রাখা হয়েছে ৷

Last Updated : Apr 19, 2021, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.