ETV Bharat / bharat

জীবিত করোনা আক্রান্তকে দু’বার মৃত ঘোষণা হাসপাতালের - করোনা

করোনা আক্রান্তকে দু’বার মৃত ঘোষণার পর জানা গেল, বেঁচে আছেন ওই ব্য়ক্তি ! কাঠগড়ায় মধ্যপ্রদেশের বিদিশার অটলবিহারী বাজপেয়ি গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ৷ গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই, করোনার বাড়বাড়ন্তে রোগীর চাপ বেড়েছে ৷ সেই কারণেই কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল ৷

Corona patient who was declared dead twice, still lives
জীবিত করোনা আক্রান্তকে দু’বার মৃত ঘোষণা হাসপাতালের !
author img

By

Published : Apr 15, 2021, 4:20 PM IST

বিদিশা (মধ্যপ্রদেশ), 15 এপ্রিল : অবহেলার নয়া নজির গড়ল মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতাল ৷ জীবিত রোগীকে পরপর দু’বার মৃত বলে ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কাঠগড়ায় বিদিশার অটলবিহারী বাজপেয়ি গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ৷

সম্প্রতি কোভিড ভাইরাসে আক্রান্ত হন সুলতানিয়ার বাসিন্দা গোরেলাল কারুই ৷ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ পরে হাসপাতালের তরফে জানানো হয়, মৃত্য়ু হয়েছে ওই ব্যক্তির ৷ কিন্তু দেহ দেখেই চমকে ওঠেন গোরেলালের পরিজনেরা ৷ দেখেন, গোরেলালের বদল অন্য কারও মৃতদেহ পাঠানো হয়েছে তাঁদের ৷

পরিবার সূত্রে খবর, যেদিন গোরেলালকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেদিন রাতেই তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পরে গত 13 এপ্রিল তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা ৷ তখন তাঁদের জানানো হয়, গোরেলাল মারা যাননি, জীবিতই রয়েছেন ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউ, দিল্লিতে প্রতি শনি ও রবিবার কার্ফু

এরপর 14 এপ্রিল সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতাল থেকে একটি ফোন পান গোরেলালের পরিবারের সদস্যরা ৷ তখন আবার তাঁদের জানানো হয়, গোরেলাল মারা গিয়েছেন ৷ এই খবর পেয়ে হাসপাতালে যান গোরেলালের ছেলে ৷ বাবার মৃতদেহ দেখানোর জন্য জোর করেন তিনি ৷ বাধ্য হয়েই দেহ দেখানো হয় ওই যুবককে ৷ তাতে চমকে ওঠেন গোরেলালের ছেলে ৷ দেখেন অন্য এক ব্য়ক্তির দেহকেই তাঁর বাবার দেহ বলে চালানোর চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ খোঁজ নিয়ে জানা যায়, গোরেলাল জীবিত ৷ তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই হল, করোনার বাড়বাড়ন্তে রোগীর চাপ বেড়েছে ৷ সেই কারণেই কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল ৷

বিদিশা (মধ্যপ্রদেশ), 15 এপ্রিল : অবহেলার নয়া নজির গড়ল মধ্যপ্রদেশের একটি সরকারি হাসপাতাল ৷ জীবিত রোগীকে পরপর দু’বার মৃত বলে ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ কাঠগড়ায় বিদিশার অটলবিহারী বাজপেয়ি গভর্নমেন্ট মেডিক্য়াল কলেজ ৷

সম্প্রতি কোভিড ভাইরাসে আক্রান্ত হন সুলতানিয়ার বাসিন্দা গোরেলাল কারুই ৷ চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ পরে হাসপাতালের তরফে জানানো হয়, মৃত্য়ু হয়েছে ওই ব্যক্তির ৷ কিন্তু দেহ দেখেই চমকে ওঠেন গোরেলালের পরিজনেরা ৷ দেখেন, গোরেলালের বদল অন্য কারও মৃতদেহ পাঠানো হয়েছে তাঁদের ৷

পরিবার সূত্রে খবর, যেদিন গোরেলালকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেদিন রাতেই তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পরে গত 13 এপ্রিল তাঁকে মৃত ঘোষণা করা হয় ৷ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পরিবারের সদস্যরা ৷ তখন তাঁদের জানানো হয়, গোরেলাল মারা যাননি, জীবিতই রয়েছেন ৷

আরও পড়ুন : করোনার দ্বিতীয় ঢেউ, দিল্লিতে প্রতি শনি ও রবিবার কার্ফু

এরপর 14 এপ্রিল সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতাল থেকে একটি ফোন পান গোরেলালের পরিবারের সদস্যরা ৷ তখন আবার তাঁদের জানানো হয়, গোরেলাল মারা গিয়েছেন ৷ এই খবর পেয়ে হাসপাতালে যান গোরেলালের ছেলে ৷ বাবার মৃতদেহ দেখানোর জন্য জোর করেন তিনি ৷ বাধ্য হয়েই দেহ দেখানো হয় ওই যুবককে ৷ তাতে চমকে ওঠেন গোরেলালের ছেলে ৷ দেখেন অন্য এক ব্য়ক্তির দেহকেই তাঁর বাবার দেহ বলে চালানোর চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ খোঁজ নিয়ে জানা যায়, গোরেলাল জীবিত ৷ তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই হল, করোনার বাড়বাড়ন্তে রোগীর চাপ বেড়েছে ৷ সেই কারণেই কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.