ETV Bharat / bharat

মহারাষ্ট্রে শুরু করোনা-মুক্ত গ্রামের প্রতিযোগিতা, প্রথম পুরস্কার 50 লাখ টাকা - উদ্ধব ঠাকরে

মহারাষ্ট্রে মোট ছয়টি রাজস্ব বিভাগ রয়েছে । প্রত্যেক রাজস্ব বিভাগের অধীনে আলাদা আলাদা ভাবে হবে এই অভিনব প্রতিযোগিতা । অর্থাৎ, মোট 18 টি গ্রাম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রাম পুরস্কার পাবে ।

Corona-free village competitions
ফাইল ছবি
author img

By

Published : Jun 3, 2021, 8:15 AM IST

Updated : Jun 3, 2021, 9:43 AM IST

মুম্বই, 3 জুন : যে হারে সংক্রমণ লাগামছাড়া হয়েছিল, সেখান থেকে ধীরে ধীরে অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে মহারাষ্ট্র । দৈনিক সংক্রমণ কমছে । 14-15 হাজারের আশেপাশে নেমে এসেছে মহারাষ্ট্রের দৈনিক করোনা সংক্রমণ । কিন্তু চিন্তা এখনও কমার নয় । সবথেকে বেশি দৈনিক সংক্রমণ যে রাজ্যগুলিতে রয়েছে, সেই তালিকায় রয়েছে মহারাষ্ট্র । এই পরিস্থিতিতে করোনাকে আরও নিয়ন্ত্রণে আনতে অভিনব পথে হাঁটল মহারাষ্ট্র প্রশাসন ।

প্রতিযোগিতা হবে । করোনা-মুক্ত গ্রামের প্রতিযোগিতা । রয়েছে মোটা অঙ্কের পুরস্কারমূল্যও । প্রতিযোগিতায় যে গ্রাম প্রথম হবে, সেই গ্রামকে দেওয়া হবে 50 লাখ টাকা । দ্বিতীয় স্থানাধিকারীকে দেওয়া হয়ে 25 লাখ টাকা এবং তৃতীয় যে গ্রাম হবে, তাকে দেওয়া হবে 15 লাখ টাকা ।

মহারাষ্ট্রে মোট ছয়টি রাজস্ব বিভাগ রয়েছে । প্রত্যেক রাজস্ব বিভাগের অধীনে আলাদা আলাদা ভাবে হবে এই অভিনব প্রতিযোগিতা । অর্থাৎ, মোট 18 টি গ্রাম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রাম পুরস্কার পাবে । পুরস্কারমূল্য দেওয়া হবে গ্রাম পঞ্চায়েতগুলির হাতে । মোট পুরস্কারমূল্য 5 কোটি 40 লাখ টাকা ।

সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে করোনা পরিস্থিতি মোকাবিলায় কিছু গ্রামের ভূমিকার প্রশংসা করেছিলেন । ঘোষণা করেছিলেন, "মাই ভিলেজ করোনা ফ্রি" পরিকল্পনার । সেই পরিকল্পনারই অংশ এই উদ্যোগ । গতকাল মহারাষ্ট্রের গ্রামোন্নয়ন মন্ত্রী হাসান মুশরিফ এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন ।

আরও পড়ুন : কোভিডে অনাথ শিশুদের তথ্যভান্ডার তৈরি নির্দেশ এনসিপিসিআর-এর

এছাড়াও জয়ী গ্রামগুলিকে পুরস্কারমূল্যের সমপরিমাণ অর্থ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দেওয়া হবে ।

উদ্ধব ঠাকরে রবিবার ভার্চুয়াল বৈঠক চলাকালীন মহারাষ্ট্রের কনিষ্ঠতম পঞ্চায়েত প্রধান ঋতুরাজ দেশমুখ ও তাঁর টাস্ক ফোর্সের ভূয়সি প্রশংসা করেছিলেন । মাত্র 21 বছর বয়সি ঋতুরাজ সোলাপুরের ঘাটনে গ্রামের পঞ্চায়েত প্রধান । সেই গ্রাম আজ করোনা মুক্ত ।

মুম্বই, 3 জুন : যে হারে সংক্রমণ লাগামছাড়া হয়েছিল, সেখান থেকে ধীরে ধীরে অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে মহারাষ্ট্র । দৈনিক সংক্রমণ কমছে । 14-15 হাজারের আশেপাশে নেমে এসেছে মহারাষ্ট্রের দৈনিক করোনা সংক্রমণ । কিন্তু চিন্তা এখনও কমার নয় । সবথেকে বেশি দৈনিক সংক্রমণ যে রাজ্যগুলিতে রয়েছে, সেই তালিকায় রয়েছে মহারাষ্ট্র । এই পরিস্থিতিতে করোনাকে আরও নিয়ন্ত্রণে আনতে অভিনব পথে হাঁটল মহারাষ্ট্র প্রশাসন ।

প্রতিযোগিতা হবে । করোনা-মুক্ত গ্রামের প্রতিযোগিতা । রয়েছে মোটা অঙ্কের পুরস্কারমূল্যও । প্রতিযোগিতায় যে গ্রাম প্রথম হবে, সেই গ্রামকে দেওয়া হবে 50 লাখ টাকা । দ্বিতীয় স্থানাধিকারীকে দেওয়া হয়ে 25 লাখ টাকা এবং তৃতীয় যে গ্রাম হবে, তাকে দেওয়া হবে 15 লাখ টাকা ।

মহারাষ্ট্রে মোট ছয়টি রাজস্ব বিভাগ রয়েছে । প্রত্যেক রাজস্ব বিভাগের অধীনে আলাদা আলাদা ভাবে হবে এই অভিনব প্রতিযোগিতা । অর্থাৎ, মোট 18 টি গ্রাম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রাম পুরস্কার পাবে । পুরস্কারমূল্য দেওয়া হবে গ্রাম পঞ্চায়েতগুলির হাতে । মোট পুরস্কারমূল্য 5 কোটি 40 লাখ টাকা ।

সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে করোনা পরিস্থিতি মোকাবিলায় কিছু গ্রামের ভূমিকার প্রশংসা করেছিলেন । ঘোষণা করেছিলেন, "মাই ভিলেজ করোনা ফ্রি" পরিকল্পনার । সেই পরিকল্পনারই অংশ এই উদ্যোগ । গতকাল মহারাষ্ট্রের গ্রামোন্নয়ন মন্ত্রী হাসান মুশরিফ এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন ।

আরও পড়ুন : কোভিডে অনাথ শিশুদের তথ্যভান্ডার তৈরি নির্দেশ এনসিপিসিআর-এর

এছাড়াও জয়ী গ্রামগুলিকে পুরস্কারমূল্যের সমপরিমাণ অর্থ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য দেওয়া হবে ।

উদ্ধব ঠাকরে রবিবার ভার্চুয়াল বৈঠক চলাকালীন মহারাষ্ট্রের কনিষ্ঠতম পঞ্চায়েত প্রধান ঋতুরাজ দেশমুখ ও তাঁর টাস্ক ফোর্সের ভূয়সি প্রশংসা করেছিলেন । মাত্র 21 বছর বয়সি ঋতুরাজ সোলাপুরের ঘাটনে গ্রামের পঞ্চায়েত প্রধান । সেই গ্রাম আজ করোনা মুক্ত ।

Last Updated : Jun 3, 2021, 9:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.