ETV Bharat / bharat

Elvish Yadav Snake Venom Case: সাপের বিষ সংক্রান্ত এলভিশ যাদব মামলায় বদলি তদন্তকারী আধিকারিক

Elvish Yadavs Role in Snake Venom Case: রেভ পার্টিতে সাপের বিষ বিক্রি করার অভিযোগ অস্বীকার করেছেন ইউটিউবার এলভিশ যাদব ৷ আর এই মামলার তদন্তকারী আধিকারিককে গাফিলতির অভিযোগ বদলি করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 6:37 PM IST

নয়ডা, 6 নভেম্বর: ইউটিউবার এলভিশ যাদবের বিরুদ্ধে ওঠা সাপের বিষ দিয়ে নেশার মামলার তদন্তকারী পুলিশ আধিকারিককে বদলি করা হল ৷ জানা গিয়েছে, সাব-ইন্সপেক্টর সন্দীপ চৌধুরি নয়ডা সেক্টর 49 থানার ইনচার্জ ছিলেন ৷ তাঁকে নয়ডার পুলিশ লাইনে বদলি করা হয়েছে ৷ অভিযোগ 3 নভেম্বর ঘটনার দিন ওই পুলিশ আধিকারিক দক্ষতার সঙ্গে অপরাধ দমন করতে ব্যর্থ হয়েছেন ৷ সেই কারণে তাঁকে নয়ডা সেক্টর 49 থানার দায়িত্ব থেকে সরিয়ে রিজার্ভ পুলিশ লাইনে বদলি করা হয়েছে ৷

রবিবার রাতে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘নয়ডা সেক্টর 49 থানার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে রিজার্ভ পুলিশ লাইনে বদলি করা হয়েছে ৷ কারণ, ওই আধিকারিক তাঁর থানা এলাকায় ঘটে চলা অপরাধ দমনে ব্যর্থ হয়েছেন ৷’’ নয়ডা পুলিশ সাপের বিষ ও বিষধর সাপ উদ্ধারের মামলায় 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ যেখানে ইউটিউবার তথা রিয়্য়ালিটি শো বিগ বস ওটিটি-র বিজেতা এলভিশ যাদবের নাম রয়েছে ৷ রেভ বা মাদক পার্টিতে সাপের বিষ ব্যবহারের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বন্যপ্রাণ আইনে মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷

গত 3 নভেম্বর 5 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে নয়ডা সেক্টর 49 এর একটি ব্যাংকোয়েট হল থেকে গ্রেফতার করা হয় ৷ সেখান থেকে 9টি সাপ উদ্ধার করা হয়েছে ৷ যার মধ্যে পাঁচটি কোবরা ছিল ৷ সেই সঙ্গে 20 এমএল সাপের বিষ বাজেয়াপ্ত করেছে নয়ডা পুলিশ ৷ যদিও, 26 বছর বয়সী ইউটিউবার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি পুলিশের তদন্তে সহযোগিতা করার কথাও জানিয়েছেন ৷ জানা গিয়েছে, বন্যপ্রাণ অধিকার রক্ষার সঙ্গে যুক্ত এক আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গত 3 নভেম্বর ওই রেভ পার্টিতে পুলিশ অভিযান চালিয়েছিল ৷

আরও পড়ুন: সাপের বিষ নিয়ে রেভ পার্টির আয়োজন, এফআইআর দায়ের বিগ বস জয়ী এলভিস যাদবের বিরুদ্ধে

এ নিয়ে পিএফএ-এর চেয়ারপার্সন তথা বিজেপি নেত্রী মানেকা গান্ধি অভিযোগ করেছেন, এলভিশ যাদব বেআইনিভাবে সাপের বিষ রেভ পার্টিগুলিতে বিক্রি করতেন ৷ তিনি দ্রুত এলভিশের গ্রেফতারির দাবি জানিয়েছেন ৷ উল্লেখ্য, 4 নভেম্বর রাজস্থানের কোটায় পুলিশ এলভিশ যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল ৷ গাড়িতে এক বন্ধুর সঙ্গে সফর করছিলেন তিনি ৷ মূলত নয়ডা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থান পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় ৷

নয়ডা, 6 নভেম্বর: ইউটিউবার এলভিশ যাদবের বিরুদ্ধে ওঠা সাপের বিষ দিয়ে নেশার মামলার তদন্তকারী পুলিশ আধিকারিককে বদলি করা হল ৷ জানা গিয়েছে, সাব-ইন্সপেক্টর সন্দীপ চৌধুরি নয়ডা সেক্টর 49 থানার ইনচার্জ ছিলেন ৷ তাঁকে নয়ডার পুলিশ লাইনে বদলি করা হয়েছে ৷ অভিযোগ 3 নভেম্বর ঘটনার দিন ওই পুলিশ আধিকারিক দক্ষতার সঙ্গে অপরাধ দমন করতে ব্যর্থ হয়েছেন ৷ সেই কারণে তাঁকে নয়ডা সেক্টর 49 থানার দায়িত্ব থেকে সরিয়ে রিজার্ভ পুলিশ লাইনে বদলি করা হয়েছে ৷

রবিবার রাতে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘‘নয়ডা সেক্টর 49 থানার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিককে রিজার্ভ পুলিশ লাইনে বদলি করা হয়েছে ৷ কারণ, ওই আধিকারিক তাঁর থানা এলাকায় ঘটে চলা অপরাধ দমনে ব্যর্থ হয়েছেন ৷’’ নয়ডা পুলিশ সাপের বিষ ও বিষধর সাপ উদ্ধারের মামলায় 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ৷ যেখানে ইউটিউবার তথা রিয়্য়ালিটি শো বিগ বস ওটিটি-র বিজেতা এলভিশ যাদবের নাম রয়েছে ৷ রেভ বা মাদক পার্টিতে সাপের বিষ ব্যবহারের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বন্যপ্রাণ আইনে মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে ৷

গত 3 নভেম্বর 5 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে নয়ডা সেক্টর 49 এর একটি ব্যাংকোয়েট হল থেকে গ্রেফতার করা হয় ৷ সেখান থেকে 9টি সাপ উদ্ধার করা হয়েছে ৷ যার মধ্যে পাঁচটি কোবরা ছিল ৷ সেই সঙ্গে 20 এমএল সাপের বিষ বাজেয়াপ্ত করেছে নয়ডা পুলিশ ৷ যদিও, 26 বছর বয়সী ইউটিউবার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৷ তিনি পুলিশের তদন্তে সহযোগিতা করার কথাও জানিয়েছেন ৷ জানা গিয়েছে, বন্যপ্রাণ অধিকার রক্ষার সঙ্গে যুক্ত এক আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গত 3 নভেম্বর ওই রেভ পার্টিতে পুলিশ অভিযান চালিয়েছিল ৷

আরও পড়ুন: সাপের বিষ নিয়ে রেভ পার্টির আয়োজন, এফআইআর দায়ের বিগ বস জয়ী এলভিস যাদবের বিরুদ্ধে

এ নিয়ে পিএফএ-এর চেয়ারপার্সন তথা বিজেপি নেত্রী মানেকা গান্ধি অভিযোগ করেছেন, এলভিশ যাদব বেআইনিভাবে সাপের বিষ রেভ পার্টিগুলিতে বিক্রি করতেন ৷ তিনি দ্রুত এলভিশের গ্রেফতারির দাবি জানিয়েছেন ৷ উল্লেখ্য, 4 নভেম্বর রাজস্থানের কোটায় পুলিশ এলভিশ যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল ৷ গাড়িতে এক বন্ধুর সঙ্গে সফর করছিলেন তিনি ৷ মূলত নয়ডা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজস্থান পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.