ETV Bharat / bharat

Agnipath Recruitment Scheme: অগ্নিবীরদের নিয়োগপত্রে জাতি-ধর্মের উল্লেখ! 'গুজব', দাবি ওড়ালেন রাজনাথ - অগ্নিবীর প্রকল্পে সেনা নিয়োগ

বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, দেশে এই প্রথম অগ্নিপথ প্রকল্পে সেনা নিয়োগের ক্ষেত্রেই জাতিগত, প্রয়োজন হলে ধর্মীয় শংসাপত্রও জমা দিতে হবে প্রার্থীকে ৷ এই দাবি নস্যাৎ করলেন রাজনাথ সিং ৷ জানালেন, স্বাধীনতার আগে থেকেই এই পদ্ধতিতে নিয়োগ হচ্ছে (Agnipath Recruitment Scheme) ৷

Agniveer to submit Caste Certificate
অগ্নিপথ প্রকল্পে জাতিগত সংশাপত্র
author img

By

Published : Jul 19, 2022, 1:34 PM IST

Updated : Jul 19, 2022, 2:10 PM IST

নয়াদিল্লি, 19 জুলাই: অগ্নিপথ প্রকল্পে নিয়োগের জন্য জাতিগত শংসাপত্র এবং প্রয়োজনে ধর্মীয় শংসাপত্রও জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের ৷ আপ নেতা সঞ্জয় সিংয়ের টুইটের পর বিরোধী শিবির থেকে ক্রমশ কটাক্ষ ধেয়ে আসছিল । তারপরে মঙ্গলবার আসরে নামলেন রাজনাথ সিং । কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, 'এটা গুজব' ।

জওয়ান নিয়োগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে । অগ্নিবীর নিয়োগেও এর কোনও পরিবর্তন হয়নি, জানিয়েছেন এক সেনা আধিকারিক ৷ বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, এখন অগ্নিবীর প্রকল্পে চাকরি পেতে গেলে প্রার্থীদের এই শংসাপত্রগুলি জমা দিতে হবে (Controversy raises as requirement of Caste and Religion Certificate over Agnipath Recruitment Scheme) ৷ এ প্রসঙ্গেই রাজনাথ সিং বলেন, "এটা গুজব ৷ স্বাধীনতার আগে থেকে যে পদ্ধতি চলে আসছে, তাই চলছে ৷ কোনও পরিবর্তন হয়নি ৷ পুরনো পদ্ধতিতেই কাজ হচ্ছে ৷"

  • #WATCH | "It's just a rumour. Earlier system, existing since pre-independence era, is going on. No change has been made. Old system is being continued," says Defence Min Rajnath Singh on Opposition's allegations that caste & religion certificates being asked for Agnipath scheme. pic.twitter.com/gtBJAtaSvP

    — ANI (@ANI) July 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালে এ নিয়ে টুইট করেন আপ নেতা সঞ্জয় সিং (Sanjay Singh AAP) ৷ তিনি ভারতীয় সেনাবাহিনীর একটি ওয়েবসাইট থেকে অগ্নিবীর প্রকল্পে আবেদন করার নির্দেশিকা পোস্ট করেন ৷ তাতে জাতিগত শংসাপত্র, ধর্মীয় শংসাপত্রের উল্লেখ রয়েছে । সেই জায়গাটি লাল রঙের বর্ডার দিয়ে ছবিটি নেটমাধ্য়মে পোস্ট করে তিনি লেখেন, "মোদি সরকারের জঘন্য চেহারাটা দেশের সামনে এসেছে ৷ মোদিজি কি দলিত, পিছিয়ে পড়া শ্রেণি, আদিবাসীদের সেনায় ভর্তির যোগ্য বলে মনে করেন না ? ভারতের ইতিহাসে প্রথমবার 'সেনা ভর্তিতে' জাত নিয়ে প্রশ্ন উঠেছে ৷" এর সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন, "মোদিজি, আপনি 'অগ্নিবীর' তৈরি করতে চান, নাকি 'জাতিবীর' ?"

  • मोदी सरकार का घटिया चेहरा देश के सामने आ चुका है।
    क्या मोदी जी दलितों/पिछड़ों/आदिवासियों को सेना भर्ती के क़ाबिल नही मानते?
    भारत के इतिहास में पहली बार “सेना भर्ती “ में जाति पूछी जा रही है।
    मोदी जी आपको “अग्निवीर” बनाना है या “जातिवीर” pic.twitter.com/fxgBre38Ft

    — Sanjay Singh AAP (@SanjayAzadSln) July 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল রাজ্যসভায় জিরো আওয়ারে অগ্নিবীর প্রকল্প নিয়ে আলোচনা করতে চেয়ে একটি নোটিসও পাঠিয়েছিলেন আপ সাংসদ ৷ এ বছর জুন মাসের মাঝামাঝি অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে (স্থল, জল, বায়ু) স্বল্প মেয়াদে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের কথা ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ এরপর দেশজুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয় ৷ বিভিন্ন রাজ্যে ট্রেন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে গুলি চালানো ৷ এমনকী তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনে এক জওয়ানপ্রার্থী পুলিশের গুলিতে প্রাণ হারান ৷ তারপরও অগ্নিবীর প্রকল্পে আবেদন জমা পড়েছে ৷ এমনকী প্রি-ট্রেনিংও শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : তরুণ অগ্নিবীর প্রার্থীদের প্রি-ট্রেনিং শুরু জম্মু-কাশ্মীরে

নয়াদিল্লি, 19 জুলাই: অগ্নিপথ প্রকল্পে নিয়োগের জন্য জাতিগত শংসাপত্র এবং প্রয়োজনে ধর্মীয় শংসাপত্রও জমা দিতে হবে চাকরিপ্রার্থীদের ৷ আপ নেতা সঞ্জয় সিংয়ের টুইটের পর বিরোধী শিবির থেকে ক্রমশ কটাক্ষ ধেয়ে আসছিল । তারপরে মঙ্গলবার আসরে নামলেন রাজনাথ সিং । কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, 'এটা গুজব' ।

জওয়ান নিয়োগের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে । অগ্নিবীর নিয়োগেও এর কোনও পরিবর্তন হয়নি, জানিয়েছেন এক সেনা আধিকারিক ৷ বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, এখন অগ্নিবীর প্রকল্পে চাকরি পেতে গেলে প্রার্থীদের এই শংসাপত্রগুলি জমা দিতে হবে (Controversy raises as requirement of Caste and Religion Certificate over Agnipath Recruitment Scheme) ৷ এ প্রসঙ্গেই রাজনাথ সিং বলেন, "এটা গুজব ৷ স্বাধীনতার আগে থেকে যে পদ্ধতি চলে আসছে, তাই চলছে ৷ কোনও পরিবর্তন হয়নি ৷ পুরনো পদ্ধতিতেই কাজ হচ্ছে ৷"

  • #WATCH | "It's just a rumour. Earlier system, existing since pre-independence era, is going on. No change has been made. Old system is being continued," says Defence Min Rajnath Singh on Opposition's allegations that caste & religion certificates being asked for Agnipath scheme. pic.twitter.com/gtBJAtaSvP

    — ANI (@ANI) July 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ সকালে এ নিয়ে টুইট করেন আপ নেতা সঞ্জয় সিং (Sanjay Singh AAP) ৷ তিনি ভারতীয় সেনাবাহিনীর একটি ওয়েবসাইট থেকে অগ্নিবীর প্রকল্পে আবেদন করার নির্দেশিকা পোস্ট করেন ৷ তাতে জাতিগত শংসাপত্র, ধর্মীয় শংসাপত্রের উল্লেখ রয়েছে । সেই জায়গাটি লাল রঙের বর্ডার দিয়ে ছবিটি নেটমাধ্য়মে পোস্ট করে তিনি লেখেন, "মোদি সরকারের জঘন্য চেহারাটা দেশের সামনে এসেছে ৷ মোদিজি কি দলিত, পিছিয়ে পড়া শ্রেণি, আদিবাসীদের সেনায় ভর্তির যোগ্য বলে মনে করেন না ? ভারতের ইতিহাসে প্রথমবার 'সেনা ভর্তিতে' জাত নিয়ে প্রশ্ন উঠেছে ৷" এর সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন, "মোদিজি, আপনি 'অগ্নিবীর' তৈরি করতে চান, নাকি 'জাতিবীর' ?"

  • मोदी सरकार का घटिया चेहरा देश के सामने आ चुका है।
    क्या मोदी जी दलितों/पिछड़ों/आदिवासियों को सेना भर्ती के क़ाबिल नही मानते?
    भारत के इतिहास में पहली बार “सेना भर्ती “ में जाति पूछी जा रही है।
    मोदी जी आपको “अग्निवीर” बनाना है या “जातिवीर” pic.twitter.com/fxgBre38Ft

    — Sanjay Singh AAP (@SanjayAzadSln) July 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল রাজ্যসভায় জিরো আওয়ারে অগ্নিবীর প্রকল্প নিয়ে আলোচনা করতে চেয়ে একটি নোটিসও পাঠিয়েছিলেন আপ সাংসদ ৷ এ বছর জুন মাসের মাঝামাঝি অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে (স্থল, জল, বায়ু) স্বল্প মেয়াদে চুক্তিভিত্তিক সেনা নিয়োগের কথা ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী ৷ এরপর দেশজুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয় ৷ বিভিন্ন রাজ্যে ট্রেন জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে গুলি চালানো ৷ এমনকী তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ স্টেশনে এক জওয়ানপ্রার্থী পুলিশের গুলিতে প্রাণ হারান ৷ তারপরও অগ্নিবীর প্রকল্পে আবেদন জমা পড়েছে ৷ এমনকী প্রি-ট্রেনিংও শুরু হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : তরুণ অগ্নিবীর প্রার্থীদের প্রি-ট্রেনিং শুরু জম্মু-কাশ্মীরে

Last Updated : Jul 19, 2022, 2:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.