ETV Bharat / bharat

Yogi Temple in Ayodhya: বেআইনিভাবে জমি দখলের উদ্দেশ্যেই অযোধ্যায় যোগীর মন্দির ! বিজেপিকে কটাক্ষ সপার - সমাজবাদী পার্টি

বেআইনিভাবে জমি দখলের উদ্দেশ্যেই অযোধ্যায় যোগী আদিত্যনাথের মন্দির তৈরি করেছেন বিজেপি সমর্থকরা (Yogi Temple in Ayodhya)৷ অভিযোগ সমাজবাদী পার্টির ৷

Controversy over Yogi Adityanath temple in Ayodhya
বেআইনিভাবে জমি দখলের উদ্দেশ্যেই অযোধ্যায় যোগীর মন্দির ! বিজেপিকে কটাক্ষ সপার
author img

By

Published : Sep 25, 2022, 1:48 PM IST

অযোধ্যা, 25 সেপ্টেম্বর: অযোধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নতুন মন্দিরকে ঘিরে বিতর্ক দানা বাঁধল (Yogi Temple in Ayodhya)৷ এক ব্যক্তির অনুর্বর একটি জমি দখলের উদ্দেশ্যে বিজেপি সমর্থকরা যোগীর নামে ওই মন্দির তৈরি করেছেন বলে অভিযোগ করেছে সমাজবাদী পার্টি ৷ তারা একটি সংবাদ প্রতিবেদন টুইট করেছে, যেখানে এক অযোধ্যাবাসী অভিযোগ করেছেন যে, তাঁর অনুমতি না নিয়েই ফৈজাবাদ-প্রয়াগরাজ হাইওয়ের উপর তাঁর জমিতে একটি মন্দির নির্মাণ করেছেন তাঁর ভাইপো ৷

সেই মন্দিরে একটি যোগী আদিত্যনাথের উচ্চতার বিগ্রহ করা আছে ৷ সেই বিগ্রহের পরনে গেরুয়া বসন এবং দুই হাতে তীর ও ধনুক ৷ দিনে দুবার করে ওই মন্দিরে বিশেষ প্রার্থনা হয়, সকালে ও বিকেলে ৷ ভক্তদের প্রসাদও বিতরণ করা হয় ৷

রামনাথ মৌর্য নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁর জমিতে যোগীর মন্দির তৈরি করেছেন তাঁর ভাইপো প্রভাকর মৌর্য ৷ অযোধ্যার রাম জন্মভূমি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে কল্যাণ ভদ্রাসা গ্রামে যোগীর মন্দিরটি তৈরি করেছেন প্রভাকর ৷ তাঁর কাকা তাঁর বিরুদ্ধে মুখমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে চিঠি পাঠিয়েছেন ৷ ওই মন্দির তৈরি করার আগে প্রভাকর তিনটি গাছ কেটেছেন বলে চিঠিতে দাবি করেছেন তাঁর কাকা ৷ এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন রামনাথ ৷ তাঁর ভাইপোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷

এ দিকে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, জমিকে বেআইনিভাবে দখল করতেই ভাইপো ওই ব্যক্তির জমিতে যোগীর মন্দির তৈরি করেছেন ৷ অখিলেশের কথায়, "এ বার মুখ্যমন্ত্রীর বলা উচিত যে, তিনি কি জমি মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ? নাকি দিল্লি থেকে বিশেষ দল আসবে ৷"

আরও পড়ুন: গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির থেকেও লম্বা রামের মূর্তি পাবে অযোধ্যা

সমাজবাদী পার্টির টুইটার হ্যান্ডেল থেকেও এই বিষয়টি তুলে ধরে অভিযোগ করা হয়েছে যে, "সবচেয়ে বড় জমি মাফিয়া হল বিজেপি ৷ অযোধ্যার অনুর্বর জমি দখল করতেই সেখানে বিজেপি সমর্থকরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্দির তৈরি করেছেন ৷ খুবই হতাশাজনক ৷ জাতীয় নিরাপত্তা আইনে এই ঘটনার তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক ৷"

অযোধ্যা, 25 সেপ্টেম্বর: অযোধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নতুন মন্দিরকে ঘিরে বিতর্ক দানা বাঁধল (Yogi Temple in Ayodhya)৷ এক ব্যক্তির অনুর্বর একটি জমি দখলের উদ্দেশ্যে বিজেপি সমর্থকরা যোগীর নামে ওই মন্দির তৈরি করেছেন বলে অভিযোগ করেছে সমাজবাদী পার্টি ৷ তারা একটি সংবাদ প্রতিবেদন টুইট করেছে, যেখানে এক অযোধ্যাবাসী অভিযোগ করেছেন যে, তাঁর অনুমতি না নিয়েই ফৈজাবাদ-প্রয়াগরাজ হাইওয়ের উপর তাঁর জমিতে একটি মন্দির নির্মাণ করেছেন তাঁর ভাইপো ৷

সেই মন্দিরে একটি যোগী আদিত্যনাথের উচ্চতার বিগ্রহ করা আছে ৷ সেই বিগ্রহের পরনে গেরুয়া বসন এবং দুই হাতে তীর ও ধনুক ৷ দিনে দুবার করে ওই মন্দিরে বিশেষ প্রার্থনা হয়, সকালে ও বিকেলে ৷ ভক্তদের প্রসাদও বিতরণ করা হয় ৷

রামনাথ মৌর্য নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁর জমিতে যোগীর মন্দির তৈরি করেছেন তাঁর ভাইপো প্রভাকর মৌর্য ৷ অযোধ্যার রাম জন্মভূমি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে কল্যাণ ভদ্রাসা গ্রামে যোগীর মন্দিরটি তৈরি করেছেন প্রভাকর ৷ তাঁর কাকা তাঁর বিরুদ্ধে মুখমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে চিঠি পাঠিয়েছেন ৷ ওই মন্দির তৈরি করার আগে প্রভাকর তিনটি গাছ কেটেছেন বলে চিঠিতে দাবি করেছেন তাঁর কাকা ৷ এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন রামনাথ ৷ তাঁর ভাইপোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷

এ দিকে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অভিযোগ, জমিকে বেআইনিভাবে দখল করতেই ভাইপো ওই ব্যক্তির জমিতে যোগীর মন্দির তৈরি করেছেন ৷ অখিলেশের কথায়, "এ বার মুখ্যমন্ত্রীর বলা উচিত যে, তিনি কি জমি মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন ? নাকি দিল্লি থেকে বিশেষ দল আসবে ৷"

আরও পড়ুন: গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির থেকেও লম্বা রামের মূর্তি পাবে অযোধ্যা

সমাজবাদী পার্টির টুইটার হ্যান্ডেল থেকেও এই বিষয়টি তুলে ধরে অভিযোগ করা হয়েছে যে, "সবচেয়ে বড় জমি মাফিয়া হল বিজেপি ৷ অযোধ্যার অনুর্বর জমি দখল করতেই সেখানে বিজেপি সমর্থকরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্দির তৈরি করেছেন ৷ খুবই হতাশাজনক ৷ জাতীয় নিরাপত্তা আইনে এই ঘটনার তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.