ETV Bharat / bharat

Sukesh Chandrashekhar: রাজ্যসভার সাংসদ করার জন্য কেন 50 কোটি নিয়েছিলেন কেজরিওয়াল, নতুন চিঠিতে প্রশ্ন সুকেশের

ফের বিস্ফোরক জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) ৷ এবার তিনি নতুন একটি চিঠিতে একাধিক প্রশ্ন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Delhi CM Arvind Kejriwal) ৷ জানতে চেয়েছেন, রাজ্যসভার সাংসদ করার জন্য কেন 50 কোটি নিয়েছিলেন কেজরিওয়াল ৷

conman-sukesh-Chandrashekhar-new-letter-against-Delhi CM Arvind-kejriwal
Sukesh Chandrashekhar: রাজ্যসভার সাংসদ করার জন্য কেন 50 কোটি নিয়েছিলেন কেজরিওয়াল, নতুন চিঠিতে প্রশ্ন সুকেশের
author img

By

Published : Nov 5, 2022, 5:22 PM IST

নয়াদিল্লি, 5 নভেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi CM Arvind Kejriwal) বিরুদ্ধে ফের বিস্ফোরক জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) ৷ আম আদমি পার্টির (Aam Aadmi Party) আহ্বায়ক কেজরিওয়ালের সামনে তিনি একাধিক প্রশ্ন রেখেছেন ৷ একটি চিঠিতে তিনি এই প্রশ্নগুলি করেন ৷ শুক্রবার তা প্রকাশ্যে এসেছে ৷

সুকেশ একাধিক প্রতারণায় অভিযুক্ত ৷ আপাতত তিনি তিহাড় জেলে বন্দি ৷ সম্প্রতি সেখান থেকেই তিনি চিঠি লেখেন দিল্লির উপ রাজ্যপাল ভিকে সাক্সেনাকে ৷ দাবি করেন যে আপ (AAP) নেতা সত্যেন্দ্র জৈনকে তিনি 10 কোটি টাকা দিয়েছেন জেলে সুরক্ষিত থাকার জন্য ৷ জোর করে তাঁর থেকে সেই টাকা আদায় করা হয়েছে ৷

এবার নতুন চিঠিতে তিনি কেজরিওয়ালকে প্রশ্ন করেছেন যে তিনি যদি দেশের সবচেয়ে বড় প্রতারক হন, তাহলে কেন তাঁর থেকে কেজরিওয়াল 50 কোটি টাকা নিয়েছিলেন ? আর বিনিময়ে কেন তাঁকে রাজ্যসভার সাংসদ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ? এর আগে দিল্লির উপ রাজ্যপালকে পাঠানো চিঠিতেও তিনি আপের তরফে দেওয়া রাজ্যসভার সাংসদ করার প্রতিশ্রুতির বিষয়টি উল্লেখ করেছিলেন ৷

conman-sukesh-Chandrashekhar-new-letter-against-Delhi CM Arvind-kejriwal
নতুন চিঠিতে প্রশ্ন সুকেশের

এছাড়াও তিনি কেজরিওয়ালকে আরও কিছু প্রশ্ন করেছেন ৷ সেগুলি হল, 2016 সালে কর্নাটক ও তামিলনাড়ুতে আসন ও পদ পাইয়ে দেওয়ার নাম করে কেন কেজরিওয়াল তাঁকে 20-30 জনের কাছ থেকে 500 কোটি জোগাড় করে দেওয়ার জন্য জোর করেছিলেন ? 50 কোটি টাকা দেওয়ার পর সত্যেন্দ্র জৈনকে নিয়ে কেন তাঁর ডিনার পার্টিতে এসেছিলেন কেজরিওয়াল ? কেন বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাওকে অবসরের পরই আপে যোগদানের বিষয় নিশ্চিত করার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল ? তিহাড় জেলে বন্দি থাকার সময় সত্যেন্দ্র জৈনের ফোন থেকে কেন কেজরিওয়াল (ফোন নম্বর একে-2 নামে সেভ করা ছিল) কথা বলেছিলেন ?

সুকেশের আরও অভিযোগ, তামিলনাড়ুর কিছু বিধায়ক ও অভিনেতা-অভিনেত্রীদের আপে যোগদান করানো নিয়ে তাঁকে বারবার বলা হয়েছিল ৷ 2016 ও 2017 সালে এই নিয়ে বারবার চাপ দেওয়া হয়েছিল ৷ কেন এগুলো করা হয়েছিল, সেই প্রশ্ন তুলেছেন সুকেশ ৷ পাশাপাশি আবারও সেই 10 কোটি টাকার প্রসঙ্গ টেনেছেন ৷ জানতে চেয়েছেন, টাকা পাওয়ার পর কেন কেজরিওয়াল সব ঠিক আছে বলে উল্লেখ করেছিলেন ৷

প্রসঙ্গত, আগেরদিন যখন সুকেশের চিঠি প্রকাশ্যে আসে ৷ আর এই নিয়ে কার্যত অভিযোগের কাঠগড়ায় উঠতে হয় আম আদমি পার্টিকে ৷ তখন কেজরিওয়াল এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন ৷ পরের চিঠিতে সেই প্রসঙ্গই তুলেছেন সুকেশ ৷ কেন তাঁর দিকে অভিযোগের আঙুল তোলা হয়, চিঠিতে কেজরিওয়ালের কাছে সেটাও জানতে চেয়েছেন জেলবন্দি এই কনম্যান ৷

আরও পড়ুন: জেলে ‘নিরাপদে’ থাকতে আপ-কে 10 কোটি টাকা দেওয়ার দাবি সুকেশের, ভিত্তিহীন বললেন কেজরিওয়াল

নয়াদিল্লি, 5 নভেম্বর: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi CM Arvind Kejriwal) বিরুদ্ধে ফের বিস্ফোরক জেলবন্দি কনম্যান সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) ৷ আম আদমি পার্টির (Aam Aadmi Party) আহ্বায়ক কেজরিওয়ালের সামনে তিনি একাধিক প্রশ্ন রেখেছেন ৷ একটি চিঠিতে তিনি এই প্রশ্নগুলি করেন ৷ শুক্রবার তা প্রকাশ্যে এসেছে ৷

সুকেশ একাধিক প্রতারণায় অভিযুক্ত ৷ আপাতত তিনি তিহাড় জেলে বন্দি ৷ সম্প্রতি সেখান থেকেই তিনি চিঠি লেখেন দিল্লির উপ রাজ্যপাল ভিকে সাক্সেনাকে ৷ দাবি করেন যে আপ (AAP) নেতা সত্যেন্দ্র জৈনকে তিনি 10 কোটি টাকা দিয়েছেন জেলে সুরক্ষিত থাকার জন্য ৷ জোর করে তাঁর থেকে সেই টাকা আদায় করা হয়েছে ৷

এবার নতুন চিঠিতে তিনি কেজরিওয়ালকে প্রশ্ন করেছেন যে তিনি যদি দেশের সবচেয়ে বড় প্রতারক হন, তাহলে কেন তাঁর থেকে কেজরিওয়াল 50 কোটি টাকা নিয়েছিলেন ? আর বিনিময়ে কেন তাঁকে রাজ্যসভার সাংসদ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ? এর আগে দিল্লির উপ রাজ্যপালকে পাঠানো চিঠিতেও তিনি আপের তরফে দেওয়া রাজ্যসভার সাংসদ করার প্রতিশ্রুতির বিষয়টি উল্লেখ করেছিলেন ৷

conman-sukesh-Chandrashekhar-new-letter-against-Delhi CM Arvind-kejriwal
নতুন চিঠিতে প্রশ্ন সুকেশের

এছাড়াও তিনি কেজরিওয়ালকে আরও কিছু প্রশ্ন করেছেন ৷ সেগুলি হল, 2016 সালে কর্নাটক ও তামিলনাড়ুতে আসন ও পদ পাইয়ে দেওয়ার নাম করে কেন কেজরিওয়াল তাঁকে 20-30 জনের কাছ থেকে 500 কোটি জোগাড় করে দেওয়ার জন্য জোর করেছিলেন ? 50 কোটি টাকা দেওয়ার পর সত্যেন্দ্র জৈনকে নিয়ে কেন তাঁর ডিনার পার্টিতে এসেছিলেন কেজরিওয়াল ? কেন বেঙ্গালুরুর প্রাক্তন পুলিশ কমিশনার ভাস্কর রাওকে অবসরের পরই আপে যোগদানের বিষয় নিশ্চিত করার জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল ? তিহাড় জেলে বন্দি থাকার সময় সত্যেন্দ্র জৈনের ফোন থেকে কেন কেজরিওয়াল (ফোন নম্বর একে-2 নামে সেভ করা ছিল) কথা বলেছিলেন ?

সুকেশের আরও অভিযোগ, তামিলনাড়ুর কিছু বিধায়ক ও অভিনেতা-অভিনেত্রীদের আপে যোগদান করানো নিয়ে তাঁকে বারবার বলা হয়েছিল ৷ 2016 ও 2017 সালে এই নিয়ে বারবার চাপ দেওয়া হয়েছিল ৷ কেন এগুলো করা হয়েছিল, সেই প্রশ্ন তুলেছেন সুকেশ ৷ পাশাপাশি আবারও সেই 10 কোটি টাকার প্রসঙ্গ টেনেছেন ৷ জানতে চেয়েছেন, টাকা পাওয়ার পর কেন কেজরিওয়াল সব ঠিক আছে বলে উল্লেখ করেছিলেন ৷

প্রসঙ্গত, আগেরদিন যখন সুকেশের চিঠি প্রকাশ্যে আসে ৷ আর এই নিয়ে কার্যত অভিযোগের কাঠগড়ায় উঠতে হয় আম আদমি পার্টিকে ৷ তখন কেজরিওয়াল এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন ৷ পরের চিঠিতে সেই প্রসঙ্গই তুলেছেন সুকেশ ৷ কেন তাঁর দিকে অভিযোগের আঙুল তোলা হয়, চিঠিতে কেজরিওয়ালের কাছে সেটাও জানতে চেয়েছেন জেলবন্দি এই কনম্যান ৷

আরও পড়ুন: জেলে ‘নিরাপদে’ থাকতে আপ-কে 10 কোটি টাকা দেওয়ার দাবি সুকেশের, ভিত্তিহীন বললেন কেজরিওয়াল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.