ETV Bharat / bharat

Lakhimpur Kheri Violence : লখিমপুর কাণ্ড নিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি দিল কংগ্রেস - President Ram Nath Kovind

লখিমপুর খেরির ঘটনার বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠাল কংগ্রেস ৷ চিঠিতে রাহুল গান্ধির নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছে ৷

লখিমপুরে রাহুল-প্রিয়াঙ্কা
লখিমপুরে রাহুল-প্রিয়াঙ্কা
author img

By

Published : Oct 10, 2021, 1:03 PM IST

Updated : Oct 10, 2021, 1:35 PM IST

নয়া দিল্লি, 10 অক্টোবর : রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিল কংগ্রেস ৷ লখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence) ঘটনা নিয়ে রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে গঠিত 7 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি (President of India) রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) সাক্ষাতের অনুরোধ জানিয়েছে ৷

কংগ্রেসের তরফে 9 অক্টোবর রাষ্ট্রপতিকে চিঠিটি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (General Secretary) সাংসদ কে সি বেণুগোপাল (K C Venugopal) ৷ চিঠিতে লখিমপুর খেরির ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জানানো হয়েছে, উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে দিনের আলোয় কৃষক হত্যার মর্মান্তিক ঘটনা সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে ৷ এর থেকেও বেশি দুঃখজনক স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী অজয় মিশ্রের খোলাখুলি হুমকি ৷ মন্ত্রী ও তাঁর পরিবারের মালিকানাভুক্ত থর জিপের তলায় পিষে মারা হয়েছে চাষিদের ৷ সেই সময় যে সব চাষিরা চোখের সামনে ঘটনাটি দেখেছেন, তাঁরা জানিয়েছেন, রাষ্ট্রমন্ত্রীর ছেলে ওই গাড়িটি চালাচ্ছিল ৷ দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদে চলছে, সুপ্রিম কোর্টও এ বিষয়টিতে হস্তক্ষেপ করেছে ৷ তা সত্ত্বেও অপরাধী এবং মন্ত্রীর বিরুদ্ধে কোনও যথার্থ ব্যবস্থা নেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence Case : 14 দিনের জেল হেফাজতে আশিস মিশ্র

চিঠিতে 7 সদস্যের একটি প্রতিনিধি দলের উল্লেখ করা হয়েছে ৷ সেই দলে প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad), সাংসদ এ কে অ্যান্টনি (A K Antony), রাজ্যসভার বিরোধী দলনেতা তথা সাংসদ মল্লিকার্জুন খার্গে (Mallikarjun Kharge) ছাড়াও রয়েছেন সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi), কংগ্রেসের সাধারণ সম্পাদক (AICC General Secretary) প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra), সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

প্রসঙ্গত, চিঠিটি যেদিন লেখা হয় অর্থাৎ গতকাল রাতে অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করে পুলিশ ৷ স্থানীয় আদালত তার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ সোমবার ফের শুনানি হবে ৷

নয়া দিল্লি, 10 অক্টোবর : রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি দিল কংগ্রেস ৷ লখিমপুর খেরির (Lakhimpur Kheri Violence) ঘটনা নিয়ে রাহুল গান্ধির (Rahul Gandhi) নেতৃত্বে গঠিত 7 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি (President of India) রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind) সাক্ষাতের অনুরোধ জানিয়েছে ৷

কংগ্রেসের তরফে 9 অক্টোবর রাষ্ট্রপতিকে চিঠিটি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (General Secretary) সাংসদ কে সি বেণুগোপাল (K C Venugopal) ৷ চিঠিতে লখিমপুর খেরির ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে জানানো হয়েছে, উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে দিনের আলোয় কৃষক হত্যার মর্মান্তিক ঘটনা সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে ৷ এর থেকেও বেশি দুঃখজনক স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রী অজয় মিশ্রের খোলাখুলি হুমকি ৷ মন্ত্রী ও তাঁর পরিবারের মালিকানাভুক্ত থর জিপের তলায় পিষে মারা হয়েছে চাষিদের ৷ সেই সময় যে সব চাষিরা চোখের সামনে ঘটনাটি দেখেছেন, তাঁরা জানিয়েছেন, রাষ্ট্রমন্ত্রীর ছেলে ওই গাড়িটি চালাচ্ছিল ৷ দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদে চলছে, সুপ্রিম কোর্টও এ বিষয়টিতে হস্তক্ষেপ করেছে ৷ তা সত্ত্বেও অপরাধী এবং মন্ত্রীর বিরুদ্ধে কোনও যথার্থ ব্যবস্থা নেওয়া হয়নি ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence Case : 14 দিনের জেল হেফাজতে আশিস মিশ্র

চিঠিতে 7 সদস্যের একটি প্রতিনিধি দলের উল্লেখ করা হয়েছে ৷ সেই দলে প্রবীণ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad), সাংসদ এ কে অ্যান্টনি (A K Antony), রাজ্যসভার বিরোধী দলনেতা তথা সাংসদ মল্লিকার্জুন খার্গে (Mallikarjun Kharge) ছাড়াও রয়েছেন সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi), কংগ্রেসের সাধারণ সম্পাদক (AICC General Secretary) প্রিয়াঙ্কা গান্ধি বঢরা (Priyanka Gandhi Vadra), সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

প্রসঙ্গত, চিঠিটি যেদিন লেখা হয় অর্থাৎ গতকাল রাতে অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করে পুলিশ ৷ স্থানীয় আদালত তার 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ সোমবার ফের শুনানি হবে ৷

Last Updated : Oct 10, 2021, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.