ETV Bharat / bharat

করোনা নিয়ে কেন্দ্রকে সাহায্য করতে শ্বেতপত্র প্রকাশ কংগ্রেসের - rahul gandhi latest news

করোনার তৃতীয় ওয়েভ নিয়ে এখন থেকে কেন্দ্রের সতর্ক হওয়া উচিত বলে মনে করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ তাই কেন্দ্রকে সাহায্য করতে তাঁর দল শ্বেতপত্র তৈরি করেছে বলে তিনি জানালেন ৷

congress preoared a white paper for covid to help narendra modi government
করোনা নিয়ে কেন্দ্রকে সাহায্য করতে শ্বেতপত্র প্রকাশের পথে কংগ্রেস
author img

By

Published : Jun 22, 2021, 1:50 PM IST

নয়াদিল্লি, 22 জুন : ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তাছাড়া কেরলের ওয়েনাড়ের এই সাংসদ এদিন করোনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার কথা জানালেন ৷ তাঁর দাবি, করোনার তৃতীয় ওয়েভের জন্য কেন্দ্রকে সাহায্য করার জন্যই শ্বেতপত্র প্রকাশ করা হবে ৷

উল্লেখ্য, গত মার্চ থেকে করোনার (Covid) দ্বিতীয় ওয়েভে কার্যত জেরবার গোটা দেশ ৷ এর সঙ্গে তৃতীয় ওয়েভের ভ্রুকূটি ৷ বিশেষজ্ঞরা এখন থেকেই পূর্বাভাস দিচ্ছেন যে তৃতীয় ওয়েভের পরিণতি ভয়ঙ্কর হতে পারে ৷ এবার সেই নিয়েই সরব হলেন রাহুল গান্ধি ৷ তাঁর কথায়, ‘‘তৃতীয় ওয়েভে এই দেশে করোনা ভয়ঙ্কর আকার নেবে ৷’’

আরও পড়ুন : 3 মাস পর দৈনিক সংক্রমণ 50 হাজারের নীচে, কমল মৃত্যুও

তিনি অবশ্য করোনা অতিমারির (Covid Pandemic) শুরু থেকেই কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে আসছেন ৷ বারবার টুইট করে কেন্দ্রের একাধিক নীতি নিয়ে কটাক্ষ করেছেন ৷ মঙ্গলবারও তিনি টুইটারকে মাধ্যম করেই কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন ৷

রাহুলের বক্তব্য, ‘‘দ্বিতীয় ওয়েভে 90 শতাংশ মৃত্যু আটকানো যেত ৷ মৃত্যুর সবচেয়ে বড় কারণ ছিল অক্সিজেনের অভাব ৷ প্রধানমন্ত্রীর কান্না ওই পরিবারগুলির কান্না মুছে ফেলতে পারবে না ৷ তাঁর কান্না ওই পরিবারগুলিকে বাঁচাতে পারবে না ৷ কিন্তু অক্সিজেন পারবে ৷ কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখে বাংলার নির্বাচনের উপরই নিজের সব নজর দিয়ে রেখেছিলেন ৷’’

আরও পড়ুন : 2021’র সর্বনিম্ন সংক্রমণ দিল্লিতে, 24 ঘণ্টায় 84 জন করোনা আক্রান্ত

তাই করোনা নিয়ন্ত্রণে সরকারের কোন কোন ক্ষেত্রে খামতি রয়েছে, সেগুলি নিয়েই কংগ্রেসের তরফে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে তিনি জানান ৷ তাঁর আশা, সরকারের তরফে এই সমস্যাগুলি ভবিষ্যতে সমাধান করা হবে ৷ তাছাড়া করোনার তৃতীয় ওয়েভের জন্য এখন থেকেই সরকারের প্রস্তুত থাকা উচিত বলেও তিনি মনে করেন ৷ সেই কারণে তাঁর দল এই শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বলে রাহুল গান্ধি জানিয়েছেন ৷

রাহুলের দাবি, করোনা নিয়ন্ত্রণে একেবারে কেন্দ্রে থাকা উচিত টিকাকরণ (Vaccination) ৷ দ্রুততার সঙ্গে 100 শতাংশ টিকাকরণ শেষ করতে হবে ৷ এর সঙ্গে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড ও অক্সিজেন-সহ অনান্য ব্যবস্থা করতে হবে ৷

আরও পড়ুন : একদিনে রেকর্ড 75 লাখ টিকাকরণ, দেশবাসীকে শুভেচ্ছা মোদির

প্রসঙ্গত, সোমবার সারা দেশে 86.16 লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এর প্রশংসা করেছেন কংগ্রেসের (Congress) প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ৷ তবে তাঁর দাবি, এই প্রয়াস নিয়মিত চালিয়ে যেতে হবে ৷

একই সঙ্গে করোনা অতিমারি কেন্দ্রের বিভিন্ন নীতি নিয়ে এদিন ফের সমালোচনায় সরব হয়েছেন রাহুল গান্ধি ৷

নয়াদিল্লি, 22 জুন : ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সমালোচনায় সরব হলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ তাছাড়া কেরলের ওয়েনাড়ের এই সাংসদ এদিন করোনা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার কথা জানালেন ৷ তাঁর দাবি, করোনার তৃতীয় ওয়েভের জন্য কেন্দ্রকে সাহায্য করার জন্যই শ্বেতপত্র প্রকাশ করা হবে ৷

উল্লেখ্য, গত মার্চ থেকে করোনার (Covid) দ্বিতীয় ওয়েভে কার্যত জেরবার গোটা দেশ ৷ এর সঙ্গে তৃতীয় ওয়েভের ভ্রুকূটি ৷ বিশেষজ্ঞরা এখন থেকেই পূর্বাভাস দিচ্ছেন যে তৃতীয় ওয়েভের পরিণতি ভয়ঙ্কর হতে পারে ৷ এবার সেই নিয়েই সরব হলেন রাহুল গান্ধি ৷ তাঁর কথায়, ‘‘তৃতীয় ওয়েভে এই দেশে করোনা ভয়ঙ্কর আকার নেবে ৷’’

আরও পড়ুন : 3 মাস পর দৈনিক সংক্রমণ 50 হাজারের নীচে, কমল মৃত্যুও

তিনি অবশ্য করোনা অতিমারির (Covid Pandemic) শুরু থেকেই কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে আসছেন ৷ বারবার টুইট করে কেন্দ্রের একাধিক নীতি নিয়ে কটাক্ষ করেছেন ৷ মঙ্গলবারও তিনি টুইটারকে মাধ্যম করেই কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন ৷

রাহুলের বক্তব্য, ‘‘দ্বিতীয় ওয়েভে 90 শতাংশ মৃত্যু আটকানো যেত ৷ মৃত্যুর সবচেয়ে বড় কারণ ছিল অক্সিজেনের অভাব ৷ প্রধানমন্ত্রীর কান্না ওই পরিবারগুলির কান্না মুছে ফেলতে পারবে না ৷ তাঁর কান্না ওই পরিবারগুলিকে বাঁচাতে পারবে না ৷ কিন্তু অক্সিজেন পারবে ৷ কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখে বাংলার নির্বাচনের উপরই নিজের সব নজর দিয়ে রেখেছিলেন ৷’’

আরও পড়ুন : 2021’র সর্বনিম্ন সংক্রমণ দিল্লিতে, 24 ঘণ্টায় 84 জন করোনা আক্রান্ত

তাই করোনা নিয়ন্ত্রণে সরকারের কোন কোন ক্ষেত্রে খামতি রয়েছে, সেগুলি নিয়েই কংগ্রেসের তরফে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে তিনি জানান ৷ তাঁর আশা, সরকারের তরফে এই সমস্যাগুলি ভবিষ্যতে সমাধান করা হবে ৷ তাছাড়া করোনার তৃতীয় ওয়েভের জন্য এখন থেকেই সরকারের প্রস্তুত থাকা উচিত বলেও তিনি মনে করেন ৷ সেই কারণে তাঁর দল এই শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে বলে রাহুল গান্ধি জানিয়েছেন ৷

রাহুলের দাবি, করোনা নিয়ন্ত্রণে একেবারে কেন্দ্রে থাকা উচিত টিকাকরণ (Vaccination) ৷ দ্রুততার সঙ্গে 100 শতাংশ টিকাকরণ শেষ করতে হবে ৷ এর সঙ্গে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড ও অক্সিজেন-সহ অনান্য ব্যবস্থা করতে হবে ৷

আরও পড়ুন : একদিনে রেকর্ড 75 লাখ টিকাকরণ, দেশবাসীকে শুভেচ্ছা মোদির

প্রসঙ্গত, সোমবার সারা দেশে 86.16 লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এর প্রশংসা করেছেন কংগ্রেসের (Congress) প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ৷ তবে তাঁর দাবি, এই প্রয়াস নিয়মিত চালিয়ে যেতে হবে ৷

একই সঙ্গে করোনা অতিমারি কেন্দ্রের বিভিন্ন নীতি নিয়ে এদিন ফের সমালোচনায় সরব হয়েছেন রাহুল গান্ধি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.