ETV Bharat / bharat

Rahul Gandhi: মাঝ রাস্তায় পড়ে স্কুটার, সংসদে পৌঁছনোর আগে গাড়ি থেকে নেমে খোঁজ নিলেন রাহুল

সাংসদ পদ ফিরে পেয়ে আজ সংসদে প্রথম ভাষণ দিলেন রাহুল গান্ধি ৷ তবে 10 জনপথের বাড়ি থেকে বেরিয়ে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দিয়েছিলেন তিনি ৷ রাস্তার মাঝে একটি স্কুটার কেন পড়ে আছে সেই খোঁজ নিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

ETV Bharat
রাস্তায় রাহুল গান্ধি
author img

By

Published : Aug 9, 2023, 1:39 PM IST

সংসদে আসার পথে গাড়ি থামিয়ে রাস্তায় পড়ে থাকা স্কুটারের খোঁজ নিলেন রাহুল গান্ধি

নয়াদিল্লি, 9 অগস্ট: সংসদে আসছিলেন রাহুল গান্ধি ৷ 10 জনপথের বাড়ি থেকে বেরিয়েছিলেনি ৷ হঠাৎ রাস্তায় গাড়ি থামিয়ে দেন ৷ রাস্তার মধ্যে একটি স্কুটার পড়ে থাকতে দেখেন ৷ রাহুল গাড়ি থেকে নেমে ওই জায়গায় পৌঁছন ৷ সেখানে স্কুটারের পাশে একটি ব্যাগও পড়েছিল ৷ স্কুটারটি দেখে তিনি মনে করেন, হয়তো কোনও দুর্ঘটনা হয়েছে ৷ তাঁর দেহরক্ষীদের সাহায্যে স্কুটারটি তুলে দাঁড় করিয়ে দেন ৷ ব্যাগটিও তুলে স্কুটারের মধ্যে রাখেন ৷ কর্তব্যরত পুলিশ তাঁকে দেখে সেখানে ছুটে আসেন ৷ স্কুটার চালককেও ঘটনাস্থলে দেখা যায় ৷

রাহুল জিজ্ঞেস করেন, "কী হয়েছে ?" পুলিশ, স্কুটার চালকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানে ৷ ফিরে আসার আগে স্কুটার চালকের সঙ্গে হাত মেলান প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ তারপর গাড়িতে উঠে সংসদের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি ৷ নির্ধারিত সময়ে সংসদে পৌঁছন রাহুল ৷ সে সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও সাড়া দেননি ৷ পিছু ফিরেও তাকাননি ৷ এদিকে ওই স্কুটার চালক হেলমেট পরে নেন ৷ স্কুটারটি চালু করার সময় সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন ৷ ওই স্কুটার চালকের কাছে তাঁর নাম জানতে চান সাংবাদিকরা। কিন্তু কোনও প্রশ্নের উত্তর না-দিয়ে গাড়ি নিয়ে চলে যান ৷

রাজনৈতিক মহলের মতে, আজ রাহুল গান্ধির জন্য বিশেষ দিন ৷ মণিপুর ইস্যুতে কংগ্রেস মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ৷ মঙ্গলবার থেকে এই প্রস্তাবের বিতর্ক চলছে ৷ গতকাল এই বিতর্কের সূচনা করার কথা ছিল সাংসদ রাহুলের ৷ তবে শেষ মুহূর্তে দেখা যায়, অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ইন্ডিয়া জোটের হয়ে বক্তব্য রাখছেন ৷

আরও পড়ুন: বিরোধীদের বিঁধে ভারত ছাড়ো আন্দোলন নিয়ে টুইট প্রধানমন্ত্রী মোদির

এদিকে এদিন সংসদে নিজের ভাষণে অশান্ত মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া আক্রমণ করেন রাহুল ৷ তার আগে বুধবার সকালে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, আজ রাহুল গান্ধি ভাষণ দেবেন ৷ সেই অনুযায়ী সংসদে এসে ভাষণ দিলেন রাহুল ৷ তার আগে রাস্তায় পড়ে থাকা স্কুটার ও স্কুটার চালকের খোঁজ নিলেন ৷

সংসদে আসার পথে গাড়ি থামিয়ে রাস্তায় পড়ে থাকা স্কুটারের খোঁজ নিলেন রাহুল গান্ধি

নয়াদিল্লি, 9 অগস্ট: সংসদে আসছিলেন রাহুল গান্ধি ৷ 10 জনপথের বাড়ি থেকে বেরিয়েছিলেনি ৷ হঠাৎ রাস্তায় গাড়ি থামিয়ে দেন ৷ রাস্তার মধ্যে একটি স্কুটার পড়ে থাকতে দেখেন ৷ রাহুল গাড়ি থেকে নেমে ওই জায়গায় পৌঁছন ৷ সেখানে স্কুটারের পাশে একটি ব্যাগও পড়েছিল ৷ স্কুটারটি দেখে তিনি মনে করেন, হয়তো কোনও দুর্ঘটনা হয়েছে ৷ তাঁর দেহরক্ষীদের সাহায্যে স্কুটারটি তুলে দাঁড় করিয়ে দেন ৷ ব্যাগটিও তুলে স্কুটারের মধ্যে রাখেন ৷ কর্তব্যরত পুলিশ তাঁকে দেখে সেখানে ছুটে আসেন ৷ স্কুটার চালককেও ঘটনাস্থলে দেখা যায় ৷

রাহুল জিজ্ঞেস করেন, "কী হয়েছে ?" পুলিশ, স্কুটার চালকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানে ৷ ফিরে আসার আগে স্কুটার চালকের সঙ্গে হাত মেলান প্রাক্তন কংগ্রেস সভাপতি ৷ তারপর গাড়িতে উঠে সংসদের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি ৷ নির্ধারিত সময়ে সংসদে পৌঁছন রাহুল ৷ সে সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও সাড়া দেননি ৷ পিছু ফিরেও তাকাননি ৷ এদিকে ওই স্কুটার চালক হেলমেট পরে নেন ৷ স্কুটারটি চালু করার সময় সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরেন ৷ ওই স্কুটার চালকের কাছে তাঁর নাম জানতে চান সাংবাদিকরা। কিন্তু কোনও প্রশ্নের উত্তর না-দিয়ে গাড়ি নিয়ে চলে যান ৷

রাজনৈতিক মহলের মতে, আজ রাহুল গান্ধির জন্য বিশেষ দিন ৷ মণিপুর ইস্যুতে কংগ্রেস মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে ৷ মঙ্গলবার থেকে এই প্রস্তাবের বিতর্ক চলছে ৷ গতকাল এই বিতর্কের সূচনা করার কথা ছিল সাংসদ রাহুলের ৷ তবে শেষ মুহূর্তে দেখা যায়, অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ইন্ডিয়া জোটের হয়ে বক্তব্য রাখছেন ৷

আরও পড়ুন: বিরোধীদের বিঁধে ভারত ছাড়ো আন্দোলন নিয়ে টুইট প্রধানমন্ত্রী মোদির

এদিকে এদিন সংসদে নিজের ভাষণে অশান্ত মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া আক্রমণ করেন রাহুল ৷ তার আগে বুধবার সকালে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, আজ রাহুল গান্ধি ভাষণ দেবেন ৷ সেই অনুযায়ী সংসদে এসে ভাষণ দিলেন রাহুল ৷ তার আগে রাস্তায় পড়ে থাকা স্কুটার ও স্কুটার চালকের খোঁজ নিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.