ETV Bharat / bharat

Rahul Gandhi: সাংসদপদ যে খারিজ হতে পারে কখনও কল্পনাও করেননি, মার্কিন দেশে মন্তব্য রাহুলের

দশদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এই সফরে তিনি তিনটি শহরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ৷ প্রতিটি অনুষ্ঠানেই তিনি বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মোদি সরকারের বিরুদ্ধে সমালোচনায় সরব হচ্ছেন ৷

Rahul Gandhi
Rahul Gandhi
author img

By

Published : Jun 1, 2023, 1:04 PM IST

সান ফ্রান্সিসকো (মার্কিন যুক্তরাষ্ট্র), 1 জুন: প্রায় দু’দশকের রাজনৈতিক জীবন রাহুল গান্ধির ৷ শুরু থেকেই তিনি জনপ্রতিনিধি ৷ কিন্তু কখনও যে তাঁর সাংসদপদ খারিজ হতে পারে, তা কোনওদিন কল্পনাও করেননি কংগ্রেসের এই নেতা ৷ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে গিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি ৷

প্রসঙ্গত, ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দু’বছরের কারাদণ্ড হয়েছে রাহুল গান্ধির ৷ সেই কারণেই তাঁর সাংসদপদ খারিজ হয়ে গিয়েছে ৷ তিনি যে সাজা পেয়েছেন, কোনও ফৌজদারি মানহানির মামলায় সেটাই সর্বোচ্চ ৷ বুধবার এই নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

রাহুল গান্ধি বলেন, ‘‘সংসদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমিই প্রথম ব্যক্তি যাঁকে মানহানির মামলায় ফৌজদারি শাস্তি এবং সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে ৷ আমি ভাবিইনি যে এমনটা কখনও হতে পারে ৷ কিন্তু আমি মনে করি এটা আমার জন্য বড় একটা সুযোগ ৷ সংসদে বসে যে সুযোগ পেয়েছি, এটা হয়তো তার থেকেও বড় সুযোগ ৷ এইভাবেই রাজনীতি কাজ করে ৷’’

উল্লেখ্য, 2004 সালে প্রথমবার লোকসভা ভোটে লড়েছিলেন রাহুল গান্ধি ৷ উত্তরপ্রদেশের আমেঠি থেকে প্রথমবার সংসদের নিম্নকক্ষের সদস্য় হন তিনি ৷ 2009 ও 2014 সালে তিনি ওই কেন্দ্র থেকে জেতেন ৷ 2019 সালে ওই কেন্দ্রে তিনি হেরে যান ৷ তবে সেবার কেরলের ওয়েনাড় লোকসভা আসন থেকে ভোটে লড়ে জেতেন ৷ এ দিন ভাষণের সময় সেই প্রসঙ্গও উঠে আসে রাহুলের ভাষণে ৷

তিনি বলেন, ‘‘2004 সালে যখন রাজনীতিতে যোগদান করি, তখন ভাবিইনি যে আমাদের দেশের পরিস্থিতি এমন হতে পারে ৷ আমি যা ভেবেছিলাম, তার থেকেও অনেক বদলে গিয়েছে পরিস্থিতি ৷’’

একই সঙ্গে তিনি আবারও অভিযোগ করেন যে ভারতে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে ৷ কেন্দ্রের মোদি সরকার দেশের সরকারি প্রতিষ্ঠানগুলিকে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ব্যবহার করছে ৷ রাহুল দশদিনের জন্য মার্কিন সফরে গিয়েছেন ৷ সেখানকার তিন শহর - সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কে তিনি একাধিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ৷ মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় অনাবাসী ভারতীয়দের অনুষ্ঠানেও বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করেন ৷

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী ঈশ্বরকেও বোঝাতে পারেন, কীভাবে জগৎ চলছে', ব্রিটেনের পর আমেরিকায় রাহুল

সান ফ্রান্সিসকো (মার্কিন যুক্তরাষ্ট্র), 1 জুন: প্রায় দু’দশকের রাজনৈতিক জীবন রাহুল গান্ধির ৷ শুরু থেকেই তিনি জনপ্রতিনিধি ৷ কিন্তু কখনও যে তাঁর সাংসদপদ খারিজ হতে পারে, তা কোনওদিন কল্পনাও করেননি কংগ্রেসের এই নেতা ৷ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে গিয়ে এমনই মন্তব্য করেছেন তিনি ৷

প্রসঙ্গত, ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় দু’বছরের কারাদণ্ড হয়েছে রাহুল গান্ধির ৷ সেই কারণেই তাঁর সাংসদপদ খারিজ হয়ে গিয়েছে ৷ তিনি যে সাজা পেয়েছেন, কোনও ফৌজদারি মানহানির মামলায় সেটাই সর্বোচ্চ ৷ বুধবার এই নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

রাহুল গান্ধি বলেন, ‘‘সংসদ থেকে সরিয়ে দেওয়ার জন্য আমিই প্রথম ব্যক্তি যাঁকে মানহানির মামলায় ফৌজদারি শাস্তি এবং সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে ৷ আমি ভাবিইনি যে এমনটা কখনও হতে পারে ৷ কিন্তু আমি মনে করি এটা আমার জন্য বড় একটা সুযোগ ৷ সংসদে বসে যে সুযোগ পেয়েছি, এটা হয়তো তার থেকেও বড় সুযোগ ৷ এইভাবেই রাজনীতি কাজ করে ৷’’

উল্লেখ্য, 2004 সালে প্রথমবার লোকসভা ভোটে লড়েছিলেন রাহুল গান্ধি ৷ উত্তরপ্রদেশের আমেঠি থেকে প্রথমবার সংসদের নিম্নকক্ষের সদস্য় হন তিনি ৷ 2009 ও 2014 সালে তিনি ওই কেন্দ্র থেকে জেতেন ৷ 2019 সালে ওই কেন্দ্রে তিনি হেরে যান ৷ তবে সেবার কেরলের ওয়েনাড় লোকসভা আসন থেকে ভোটে লড়ে জেতেন ৷ এ দিন ভাষণের সময় সেই প্রসঙ্গও উঠে আসে রাহুলের ভাষণে ৷

তিনি বলেন, ‘‘2004 সালে যখন রাজনীতিতে যোগদান করি, তখন ভাবিইনি যে আমাদের দেশের পরিস্থিতি এমন হতে পারে ৷ আমি যা ভেবেছিলাম, তার থেকেও অনেক বদলে গিয়েছে পরিস্থিতি ৷’’

একই সঙ্গে তিনি আবারও অভিযোগ করেন যে ভারতে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে ৷ কেন্দ্রের মোদি সরকার দেশের সরকারি প্রতিষ্ঠানগুলিকে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ব্যবহার করছে ৷ রাহুল দশদিনের জন্য মার্কিন সফরে গিয়েছেন ৷ সেখানকার তিন শহর - সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও নিউ ইয়র্কে তিনি একাধিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ৷ মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় অনাবাসী ভারতীয়দের অনুষ্ঠানেও বিজেপি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রের মোদি সরকারের সমালোচনা করেন ৷

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রী ঈশ্বরকেও বোঝাতে পারেন, কীভাবে জগৎ চলছে', ব্রিটেনের পর আমেরিকায় রাহুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.