ETV Bharat / bharat

কৃষি আইন নিয়ে গুজরাটের মোদি সরকারের উদাহরণ টেনে কেন্দ্রের সমালোচনা জয়রামের - congress

এবার কংগ্রেস নেতা জয়রাম রমেশের নিশানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ শনিবার তিনি কৃষিক্ষেত্রে সংস্কার নিয়ে নির্মলা সীতারমনের সমালোচনা করেন৷

জয়রাম রমেশ
জয়রাম রমেশ
author img

By

Published : Feb 13, 2021, 9:20 PM IST

দিল্লি, 13 ফেব্রুয়ারি : এবার কংগ্রেস নেতা জয়রাম রমেশের নিশানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ শনিবার তিনি কৃষিক্ষেত্রে সংস্কার নিয়ে নির্মলা সীতারমনের সমালোচনা করেন৷ এই নিয়ে টুইটারে লেখেন, ‘‘কৃষকদের স্বার্থ সুরক্ষিত করা উচিত আমাদের৷ ন্যূনতম সহায়ক মূল্যের নিচেও যাতে কোনও কৃষকের থেকে ব্যবসায়ী খাদ্যশস্য কিনতে না পারেন, সেটাও সুনিশ্চিত করতে হবে৷’’

তবে এটা যে শুধু তাঁর নিজের কথা নয়, সেটাও ওই টুইটে স্পষ্ট করে দিয়েছেন তিনি৷ লিখেছেন, এই প্রস্তাব দেওয়া হয়েছিল গুজরাট সরকারের তরফে৷ আর এই প্রস্তাব যখন দেওয়া হয়, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি৷ এর পরই ওই টুইটে নির্মলা সীতারমনের বিরুদ্ধে তিনি প্রশ্ন তোলেন যে তাহলে কেন এই ইউ-টার্ন নেওয়া হল৷

শনিবার লোকসভায় বাজেট অধিবেশনে বক্তৃতা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি কংগ্রেসের বিরুদ্ধে ইউ-টার্নের অভিযোগ তোলেন৷ প্রশ্ন তোলেন যে একই ধরনের সংস্কারের কথা বলেও কেন কংগ্রেস এখন পিছু হঠছে৷ এদিন জয়রাম রমেশের টুইটটি তারই পাল্টা৷

আরও পড়ুন : ‘‘ভারতে বিপর্যয়ের শেষদিনের ব্যক্তি’’, রাহুলকে কটাক্ষ সীতারমনের

তবে এদিন টুইট করেই থেমে যাননি জয়রাম৷ ওই টুইটের সঙ্গে কিছু স্ক্রিনশট জুড়ে দিয়েছেন৷ যে স্ক্রিন শটে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গুজরাটের ক্রেতা সুরক্ষা দপ্তর 2011 সালে মুখ্যমন্ত্রীর দপ্তরে এই নিয়ে একটি রিপোর্ট জমা দিচ্ছে৷

দিল্লি, 13 ফেব্রুয়ারি : এবার কংগ্রেস নেতা জয়রাম রমেশের নিশানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ শনিবার তিনি কৃষিক্ষেত্রে সংস্কার নিয়ে নির্মলা সীতারমনের সমালোচনা করেন৷ এই নিয়ে টুইটারে লেখেন, ‘‘কৃষকদের স্বার্থ সুরক্ষিত করা উচিত আমাদের৷ ন্যূনতম সহায়ক মূল্যের নিচেও যাতে কোনও কৃষকের থেকে ব্যবসায়ী খাদ্যশস্য কিনতে না পারেন, সেটাও সুনিশ্চিত করতে হবে৷’’

তবে এটা যে শুধু তাঁর নিজের কথা নয়, সেটাও ওই টুইটে স্পষ্ট করে দিয়েছেন তিনি৷ লিখেছেন, এই প্রস্তাব দেওয়া হয়েছিল গুজরাট সরকারের তরফে৷ আর এই প্রস্তাব যখন দেওয়া হয়, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি৷ এর পরই ওই টুইটে নির্মলা সীতারমনের বিরুদ্ধে তিনি প্রশ্ন তোলেন যে তাহলে কেন এই ইউ-টার্ন নেওয়া হল৷

শনিবার লোকসভায় বাজেট অধিবেশনে বক্তৃতা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তিনি কংগ্রেসের বিরুদ্ধে ইউ-টার্নের অভিযোগ তোলেন৷ প্রশ্ন তোলেন যে একই ধরনের সংস্কারের কথা বলেও কেন কংগ্রেস এখন পিছু হঠছে৷ এদিন জয়রাম রমেশের টুইটটি তারই পাল্টা৷

আরও পড়ুন : ‘‘ভারতে বিপর্যয়ের শেষদিনের ব্যক্তি’’, রাহুলকে কটাক্ষ সীতারমনের

তবে এদিন টুইট করেই থেমে যাননি জয়রাম৷ ওই টুইটের সঙ্গে কিছু স্ক্রিনশট জুড়ে দিয়েছেন৷ যে স্ক্রিন শটে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গুজরাটের ক্রেতা সুরক্ষা দপ্তর 2011 সালে মুখ্যমন্ত্রীর দপ্তরে এই নিয়ে একটি রিপোর্ট জমা দিচ্ছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.