ইন্দোর, 7 নভেম্বর: ভারতের পাঁচরাজ্যে নির্বাচন ৷ যার মধ্যে অন্যতম মধ্যপ্রদেশ বিধানসভা ৷ এই বিধানসভা কংগ্রেসের হাতছাড়া হয় কমল নাথ এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দ্বন্দ্বের জেরে ৷ তাই মধ্যপ্রদেশে ক্ষমতা পুনরুদ্ধারের জন্য মরিয়া কংগ্রেস ৷ কিন্তু, সেই লক্ষ্যে জল ঢালছেন স্বয়ং কংগ্রেসের নেতারাই ৷ দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিকে খালি পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানালেন এক নেতা ৷ ইন্দোরের জনসভার সেই ভিডিয়ো এখন কংগ্রেসের মাথাব্যাথার কারণ ৷
সোমবার প্রিয়াঙ্কা গান্ধি ইন্দোরে 5 নম্বর বিধানসভা আসনের প্রার্থীর সমর্থনে প্রচারে যান ৷ সেখানে সমাবেশে ভাষণ দিতে ওঠার সময়, তাঁকে প্রদেশ কংগ্রেসের নেতারা ফুল দিয়ে অভ্যর্থনা জানান ৷ তেমনি এক কংগ্রেস নেতা মঞ্চে উঠে প্রিয়াঙ্কার হাতে একটি পুষ্কস্তবক দেন ৷ কিন্তু, সেটি হাতে নিয়ে চমকে ওঠেন প্রিয়াঙ্কা ৷ তিনি হাসতে থাকেন ৷ পুষ্পস্তবকের আবরণটাই রয়েছে, ভিতরে একটি ফুলও নেই ! পুষ্পস্তবকের ভিতরের সব ফুল গায়েব ৷
এমনকি প্রিয়াঙ্কা নিজে ওই কংগ্রেস নেতাকে প্রশ্ন করেন, ফুল কোথায় ? এই দৃশ্য নজরে আসতেই অস্বস্তিতে পড়ে যান, মঞ্চে থাকা কংগ্রেস নেতারা ৷ এমনকি কয়েকজনকে হাসতেও দেখা যায় ৷ আর সেই সময় সমাবেশে উপস্থিত সংবাদ মাধ্য়মের ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়ে ৷ যা পরবর্তী সময়ে সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ৷ প্রচুর পরিমাণে এই ভিডিয়োটি শেয়ার করছে লোকজন ৷ এমনকি বিজেপি এই ঘটনাটিকে ইস্যু করেছে ৷ নানানভাবে উপহাস করা হয়েছে বিজেপির তরফে ৷
আরও পড়ুন: ছত্তিশগড়ে রূপান্তরকামী ভোটারদের স্বাগত জানাচ্ছে দেশের প্রথম 'রামধনু' ভোটকেন্দ্র
মধ্যপ্রদেশের শাসকদল বিজেপির আইটি সেলের তরফে ওই ভিডিয়ো শেয়ার করে লেখা হয়, পুষ্পস্তবকের মতোই বাইরে থেকে গালভরা কথা বলে কংগ্রেস ৷ আসলে তাদের সবটাই খালি আওয়াজ ৷ খালি পুষ্পস্তবক নিয়ে নানান ব্যাঙ্গাত্মক ভিডিয়ো বানানো হয়েছে ৷ যেগুলি মুহূর্তের মধ্যে ভাইরাল হচ্ছে বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ৷