ETV Bharat / bharat

Ghulam Nabi Azad দলীয় সিদ্ধান্তে আপত্তি, কংগ্রেস ছাড়লেন গুলাম নবি - কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ

দলের অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বর্ষীয়ান নেতা (Ghulam Nabi Azad resigns from all positions of Congress Party)৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 26, 2022, 11:55 AM IST

Updated : Aug 26, 2022, 2:21 PM IST

নয়াদিল্লি, 26 অগস্ট: কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ ৷ একইসঙ্গে দলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিয়েছেন তিনি ৷ অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে পাঁচপাতার চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আজাদ (Ghulam Nabi Azad resigns from all positions of Congress Party) ৷

এদিন চিঠিতে গুলাম নবি লিখেছেন তিনি পাঁচদশক ধরে দল করছেন । তাঁর মনে হয়েছে দেশের জন্য যা ভালো, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস ৷ ফলে শেষপর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে ৷ ইস্তফার চিঠিতে বর্ষীয়ান নেতার 'ক্ষুব্ধ' স্বরে হতবাক বিরোধীরাও ৷ কার্যত যে কারণ দেখিয়ে (বলা ভালো কটাক্ষ করে) তিনি দল ছেড়েছেন, তা এতদিন বিরোধীদের মুখেই শোনা যেত ৷ এমনকী, সোনিয়া-তনয়কে ঘুরিয়ে কটাক্ষ করেছেন তিনি ৷ চিঠিতে লিখেছেন, পার্টির দায়িত্বে রাহুলকে বসানোর পর থেকে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে শতাব্দীপ্রাচীন দল ৷

নয়াদিল্লি, 26 অগস্ট: কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ ৷ একইসঙ্গে দলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিয়েছেন তিনি ৷ অন্তবর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে পাঁচপাতার চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আজাদ (Ghulam Nabi Azad resigns from all positions of Congress Party) ৷

এদিন চিঠিতে গুলাম নবি লিখেছেন তিনি পাঁচদশক ধরে দল করছেন । তাঁর মনে হয়েছে দেশের জন্য যা ভালো, তা করতে ব্যর্থ হয়েছে কংগ্রেস ৷ ফলে শেষপর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে ৷ ইস্তফার চিঠিতে বর্ষীয়ান নেতার 'ক্ষুব্ধ' স্বরে হতবাক বিরোধীরাও ৷ কার্যত যে কারণ দেখিয়ে (বলা ভালো কটাক্ষ করে) তিনি দল ছেড়েছেন, তা এতদিন বিরোধীদের মুখেই শোনা যেত ৷ এমনকী, সোনিয়া-তনয়কে ঘুরিয়ে কটাক্ষ করেছেন তিনি ৷ চিঠিতে লিখেছেন, পার্টির দায়িত্বে রাহুলকে বসানোর পর থেকে ক্রমশ ক্ষয়িষ্ণু হয়েছে শতাব্দীপ্রাচীন দল ৷

Etv Bharat
কংগ্রেস ছাড়লেন গুলাম নবি আজাদ

আরও পড়ুন : সহবাস না করলে সরকারি চাকরি পায় না মেয়েরা, বিস্ফোরক দাবি কংগ্রেস বিধায়কের

Last Updated : Aug 26, 2022, 2:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.