ETV Bharat / bharat

PM Modi Slams Congress: কংগ্রেস মোদির কবর খোঁড়ার স্বপ্ন দেখছে, আর আমি ব্যস্ত গরিবের উন্নয়নে: প্রধানমন্ত্রী

author img

By

Published : Mar 12, 2023, 4:07 PM IST

কংগ্রেস যখন নরেন্দ্র মোদির কবর খোঁড়ার স্বপ্ন দেখছে (Congress dreaming of digging Modi's grave), আমি তখন ব্যস্ত গরিবের উন্নয়নে ৷ কর্ণাটকে (PM in Karnataka) এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Slams Congress)৷

PM Modi ETV Bharat
নরেন্দ্র মোদি

মান্ড্য (কর্ণাটক), 12 মার্চ: 2014 সালের আগে কেন্দ্রের কংগ্রেস সরকার দরিদ্র মানুষের জীবন ধ্বংস করতে কোনও কসুর বাকি রাখেনি । রবিবার কর্ণাটকের মাণ্ড্যতে এই ভাষাতেই কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Slams Congress)৷ তাঁর দাবি, জনগণের অর্থ লুট করেছে কংগ্রেস ৷

মাণ্ড্যয় (PM in Karnataka) বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধনী (Bengaluru Mysuru Expressway) অনুষ্ঠানে জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “2014 সালের আগে কেন্দ্রের কংগ্রেস সরকার দরিদ্র মানুষকে ধ্বংস করতে কোনও কসুর বাকি রাখেনি । কংগ্রেস সরকার গরিব মানুষের টাকা লুট করেছে ।"

'মোদি তেরি কবর খুদেগি' (মোদি, তোমার কবর খোঁড়া হবে) স্লোগান তোলার জন্য কংগ্রেসকে (Congress dreaming of digging Modi's grave) কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন যে, কংগ্রেস যখন মোদির কবর খননের স্বপ্ন দেখছে, তখন মোদি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে এবং দরিদ্রদের জীবন সহজ করতে ব্যস্ত ।

তাঁর কথায়, "কংগ্রেস 'মোদির কবর খনন' করার স্বপ্ন দেখছে কিন্তু তারা জানে না যে মা, বোন ও দেশের মানুষের আশীর্বাদ আমার জন্য সুরক্ষা ঢাল হিসাবে কাজ করে । তাদের (কংগ্রেস) নেতারা 'মোদির কবর খনন করার' স্বপ্নে যখন ব্যস্ত, তখন আমি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরি এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নতিতে ব্যস্ত ৷"

তিনি আরও বলেন যে, কংগ্রেস শাসনকালে দরিদ্রদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য সবার কাছে দৌড়তে হয়েছিল, তবে বিজেপি সরকারের অধীনে সুবিধাগুলি তাঁদের দোরগোড়ায় চলে যায় । প্রধানমন্ত্রী মোদি বলেন যে, আধুনিক পরিকাঠামোর জন্য দেশজুড়ে প্রচুর কাজ হচ্ছে এবং কর্ণাটক পরিবর্তন হচ্ছে ও ভারত পরিবর্তন হচ্ছে ।

আরও পড়ুন: বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, পরিকাঠামো শুধু সুবিধা আনে না, কর্মসংস্থান আনে, বিনিয়োগ আনে, উপার্জনের মাধ্যম নিয়ে আসে । 2022 সালে ভারত রেকর্ড বিনিয়োগ পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী । তিনি জানান, সে ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কর্ণাটক । কোভিড-19 মহামারী সত্ত্বেও কর্ণাটকে 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে ৷

প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, গত নয় বছরে 3 কোটিরও বেশি দরিদ্র মানুষের জন্য ঘর তৈরি করা হয়েছে, যার অধীনে কর্ণাটকে লক্ষাধিক বাড়ি তৈরি করা হয়েছে । জল জীবন মিশনের অধীনে কর্ণাটকের 40 লক্ষ পরিবারকে কলের জলও দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷

মান্ড্য (কর্ণাটক), 12 মার্চ: 2014 সালের আগে কেন্দ্রের কংগ্রেস সরকার দরিদ্র মানুষের জীবন ধ্বংস করতে কোনও কসুর বাকি রাখেনি । রবিবার কর্ণাটকের মাণ্ড্যতে এই ভাষাতেই কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Slams Congress)৷ তাঁর দাবি, জনগণের অর্থ লুট করেছে কংগ্রেস ৷

মাণ্ড্যয় (PM in Karnataka) বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের উদ্বোধনী (Bengaluru Mysuru Expressway) অনুষ্ঠানে জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, “2014 সালের আগে কেন্দ্রের কংগ্রেস সরকার দরিদ্র মানুষকে ধ্বংস করতে কোনও কসুর বাকি রাখেনি । কংগ্রেস সরকার গরিব মানুষের টাকা লুট করেছে ।"

'মোদি তেরি কবর খুদেগি' (মোদি, তোমার কবর খোঁড়া হবে) স্লোগান তোলার জন্য কংগ্রেসকে (Congress dreaming of digging Modi's grave) কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন যে, কংগ্রেস যখন মোদির কবর খননের স্বপ্ন দেখছে, তখন মোদি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরিতে এবং দরিদ্রদের জীবন সহজ করতে ব্যস্ত ।

তাঁর কথায়, "কংগ্রেস 'মোদির কবর খনন' করার স্বপ্ন দেখছে কিন্তু তারা জানে না যে মা, বোন ও দেশের মানুষের আশীর্বাদ আমার জন্য সুরক্ষা ঢাল হিসাবে কাজ করে । তাদের (কংগ্রেস) নেতারা 'মোদির কবর খনন করার' স্বপ্নে যখন ব্যস্ত, তখন আমি বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে তৈরি এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নতিতে ব্যস্ত ৷"

তিনি আরও বলেন যে, কংগ্রেস শাসনকালে দরিদ্রদের সুযোগ সুবিধা পাওয়ার জন্য সবার কাছে দৌড়তে হয়েছিল, তবে বিজেপি সরকারের অধীনে সুবিধাগুলি তাঁদের দোরগোড়ায় চলে যায় । প্রধানমন্ত্রী মোদি বলেন যে, আধুনিক পরিকাঠামোর জন্য দেশজুড়ে প্রচুর কাজ হচ্ছে এবং কর্ণাটক পরিবর্তন হচ্ছে ও ভারত পরিবর্তন হচ্ছে ।

আরও পড়ুন: বেঙ্গালুরু-মাইসোর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তিনি বলেন, পরিকাঠামো শুধু সুবিধা আনে না, কর্মসংস্থান আনে, বিনিয়োগ আনে, উপার্জনের মাধ্যম নিয়ে আসে । 2022 সালে ভারত রেকর্ড বিনিয়োগ পেয়েছে বলে জানান প্রধানমন্ত্রী । তিনি জানান, সে ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কর্ণাটক । কোভিড-19 মহামারী সত্ত্বেও কর্ণাটকে 4 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে ৷

প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, গত নয় বছরে 3 কোটিরও বেশি দরিদ্র মানুষের জন্য ঘর তৈরি করা হয়েছে, যার অধীনে কর্ণাটকে লক্ষাধিক বাড়ি তৈরি করা হয়েছে । জল জীবন মিশনের অধীনে কর্ণাটকের 40 লক্ষ পরিবারকে কলের জলও দেওয়া হয়েছে বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.