ETV Bharat / bharat

Sanatan Dharma Remark: সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গি-করোনার তুলনা, উদয়নিধির মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখল কংগ্রেস - উদয়নিধির মন্তব্য

Udhayanidhi's Sanatan Dharma Remark: সনাতন ধর্মকে মশা, ডেঙ্গি, ম্যালেরিয়া এবং করোনার সঙ্গে তুলনা করেছিলেন ডিএমকে নেতা উদয়নিধি স্তালিন ৷ তাঁর সেই বক্তব্য থেকে দূরত্ব বজায় রাখল কংগ্রেস । তারা জানিয়ে দিল যে, তাদের দল কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বিশ্বাসী নয় ।

Sanatan Dharma Remark
কংগ্রেস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 2:49 PM IST

মুম্বই, 3 সেপ্টেম্বর: ডিএমকে নেতা উদয়নিধি স্তালিন সনাতন ধর্মকে 'মশা, ডেঙ্গি, ম্যালেরিয়া এবং করোনা'-এর সঙ্গে তুলনা করেছিলেন ৷ তাঁর এই বক্তব্য থেকে নিজেদের দূরে রাখার চেষ্টায় কংগ্রেস ৷ দলের মহারাষ্ট্র প্রধান নানা পাটোলে রবিবার বলেন যে, তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বিশ্বাসী নয় ৷

শনিবার চেন্নাইতে একটি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তামিলনাড়ু সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী উদয়নিধি সনাতন ধর্মের সমালোচনা করে বলেন, "কিছু জিনিসের বিরোধিতা করা যায় না ৷ সেগুলিকে শুধুমাত্র বিলুপ্ত করা উচিত । আমরা ডেঙ্গির বিরোধিতা করতে পারি না, মশা, ম্যালেরিয়া বা করোনা আমাদের নির্মূল করতে হবে, একইভাবে সনাতন ধর্মকে নির্মূল করতে হবে । শুধু সনাতনের বিরোধিতা না করে বরং তা নির্মূল করতে হবে ।"

রবিবার এই বিষয়ে কথা বলতে গিয়ে পাটোলে দলিত আইকন বিআর আম্বেদকরের 'সর্ব ধর্ম সমা ভাব' (সকল ধর্ম এক) মন্তব্যের উল্লেখ করে বলেন, "আমাদের অবস্থান পরিষ্কার । কংগ্রেস কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে কোনও মন্তব্য করে না বা তাতে বিশ্বাস করে না । আমরা অন্য কারও বক্তব্যের দায় নেব না । তবে আমাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে ।"

উল্লেখ্য, কংগ্রেস এবং ডিএমকে বিরোধী জোট ইন্ডিয়ারও অংশীদার ৷ ডিএমকে নেতাকে তাঁর মন্তব্যের কঠোর সমালোচনা করে বিজেপির রাজ্য প্রধান কে আন্নামালাই টুইটে লিখেছেন, "গোপালপুরম পরিবারের একমাত্র সংকল্প হল রাজ্যের জিডিপির বাইরে সম্পদ সংগ্রহ করা ।" উদয়নিধিকে আরও আক্রমণ করে তিনি লেখেন, "তামিলনাড়ু আধ্যাত্মবাদের দেশ । আপনি যেটা সবচেয়ে ভালো করতে পারেন তা হল, এইরকম একটি অনুষ্ঠানে মাইক ধরে রাখা এবং আপনার হতাশা বের করে আনা !" একইসঙ্গে এই নিয়ে বলতে গিয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বিরুদ্ধেও তোপ দাগেন তিনি ৷

আরও পড়ুন: জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া, কেমন আছেন রাজীব-জায়া ?

একই কথা শোনা গিয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর কথায় ৷ তিনি বলেছেন, ডিএমকে মন্ত্রী ভারতের জনসংখ্যার 80 শতাংশের গণহত্যা করার আহ্বান জানিয়েছেন । মালব্য তাঁর পোস্টে লিখেছেন, "তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিনের পুত্র উদয়নিধি স্তালিন তথা ডিএমকে সরকারের একজন মন্ত্রী সনাতন ধর্মকে ম্যালেরিয়া এবং ডেঙ্গির সঙ্গে যুক্ত করেছেন...তিনি মনে করেন যে শুধু এর বিরোধিতা নয়, এটিকে নির্মূল করতে হবে । সংক্ষেপে, তিনি আহ্বান জানিয়েছেন ভারতের 80% জনসংখ্যার গণহত্যা, যাঁরা সনাতন ধর্ম অনুসরণ করেন ৷"

মুম্বই, 3 সেপ্টেম্বর: ডিএমকে নেতা উদয়নিধি স্তালিন সনাতন ধর্মকে 'মশা, ডেঙ্গি, ম্যালেরিয়া এবং করোনা'-এর সঙ্গে তুলনা করেছিলেন ৷ তাঁর এই বক্তব্য থেকে নিজেদের দূরে রাখার চেষ্টায় কংগ্রেস ৷ দলের মহারাষ্ট্র প্রধান নানা পাটোলে রবিবার বলেন যে, তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট কোনও ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বিশ্বাসী নয় ৷

শনিবার চেন্নাইতে একটি সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তামিলনাড়ু সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী উদয়নিধি সনাতন ধর্মের সমালোচনা করে বলেন, "কিছু জিনিসের বিরোধিতা করা যায় না ৷ সেগুলিকে শুধুমাত্র বিলুপ্ত করা উচিত । আমরা ডেঙ্গির বিরোধিতা করতে পারি না, মশা, ম্যালেরিয়া বা করোনা আমাদের নির্মূল করতে হবে, একইভাবে সনাতন ধর্মকে নির্মূল করতে হবে । শুধু সনাতনের বিরোধিতা না করে বরং তা নির্মূল করতে হবে ।"

রবিবার এই বিষয়ে কথা বলতে গিয়ে পাটোলে দলিত আইকন বিআর আম্বেদকরের 'সর্ব ধর্ম সমা ভাব' (সকল ধর্ম এক) মন্তব্যের উল্লেখ করে বলেন, "আমাদের অবস্থান পরিষ্কার । কংগ্রেস কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে কোনও মন্তব্য করে না বা তাতে বিশ্বাস করে না । আমরা অন্য কারও বক্তব্যের দায় নেব না । তবে আমাদের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে ।"

উল্লেখ্য, কংগ্রেস এবং ডিএমকে বিরোধী জোট ইন্ডিয়ারও অংশীদার ৷ ডিএমকে নেতাকে তাঁর মন্তব্যের কঠোর সমালোচনা করে বিজেপির রাজ্য প্রধান কে আন্নামালাই টুইটে লিখেছেন, "গোপালপুরম পরিবারের একমাত্র সংকল্প হল রাজ্যের জিডিপির বাইরে সম্পদ সংগ্রহ করা ।" উদয়নিধিকে আরও আক্রমণ করে তিনি লেখেন, "তামিলনাড়ু আধ্যাত্মবাদের দেশ । আপনি যেটা সবচেয়ে ভালো করতে পারেন তা হল, এইরকম একটি অনুষ্ঠানে মাইক ধরে রাখা এবং আপনার হতাশা বের করে আনা !" একইসঙ্গে এই নিয়ে বলতে গিয়ে বিরোধী জোট ইন্ডিয়ার বিরুদ্ধেও তোপ দাগেন তিনি ৷

আরও পড়ুন: জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া, কেমন আছেন রাজীব-জায়া ?

একই কথা শোনা গিয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর কথায় ৷ তিনি বলেছেন, ডিএমকে মন্ত্রী ভারতের জনসংখ্যার 80 শতাংশের গণহত্যা করার আহ্বান জানিয়েছেন । মালব্য তাঁর পোস্টে লিখেছেন, "তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিনের পুত্র উদয়নিধি স্তালিন তথা ডিএমকে সরকারের একজন মন্ত্রী সনাতন ধর্মকে ম্যালেরিয়া এবং ডেঙ্গির সঙ্গে যুক্ত করেছেন...তিনি মনে করেন যে শুধু এর বিরোধিতা নয়, এটিকে নির্মূল করতে হবে । সংক্ষেপে, তিনি আহ্বান জানিয়েছেন ভারতের 80% জনসংখ্যার গণহত্যা, যাঁরা সনাতন ধর্ম অনুসরণ করেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.