ETV Bharat / bharat

Cong Slams Wheat Export Ban : গম রফতানি বন্ধ কৃষকদের স্বার্থ বিরোধী, সমালোচনায় চিদম্বরম - গম রফতানি নিয়ে কংগ্রেস

দেশে আটা, ময়দা, ভোজ্য তেল, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে ৷ এই দাম বৃদ্ধিকে সামলাতে বিজেপি সরকার এখন গম রফতানি করবে না বলে জানিয়েছে ৷ বিজেপি যথেষ্ট গম জোগাড় করতে পারেনি বলে এই পদক্ষেপ করেছে, আক্রমণ করলেন পি চিদম্বরম (Cong Slams Wheat Export Ban) ৷

Congress opposes Wheat Export Ban
গম রফতানিতে নিষেধাজ্ঞা
author img

By

Published : May 14, 2022, 2:01 PM IST

উদয়পুর, 14 মে : গম রফতানি বন্ধ রাখল কেন্দ্র ৷ বিজেপি সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করল কংগ্রেস ৷ শুক্রবার, 13 মে একটি নির্দেশিকা জারি করে ডিজিএফটি জানায় এখন থেকে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হল ৷ শনিবার কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে 'চাষি-বিরোধী' বলে আখ্যা দিল বিরোধী কংগ্রেস ৷ সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, দেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে অন্যতম এই পদক্ষেপ (Congress criticizes BJP Government Wheat Export Ban decision) ৷

রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের 'চিন্তন শিবির' চলছে ৷ সেখানে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে প্রবীণ নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram) বলেন, "আমি মনে করি, কেন্দ্রীয় সরকার যথেষ্ট ধান জোগাড় করতে পারেনি ৷ এটা নয় যে, গম উৎপাদন কমে গিয়েছে ৷ মোটামুটি একই রয়েছে ৷ আসলে, আরও বেশিই হচ্ছে ৷" শুক্রবার এই প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছিলেন, ছত্তিশগড়ের এক মন্ত্রী তাঁকে বলেছেন, সেখানে সরকার 97 লক্ষ টন ধান সংগ্রহ করেছে ৷

আরও পড়ুন : India Bans Wheat Export : দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গম রফতানি বন্ধ করল ভারত

যদি ঠিকঠাক গম সংগ্রহ করা যেত, তাহলে হয়তো রফতানিতে এই নিষেধাজ্ঞা জারি করতে হত না, জানান চিদম্বরম ৷ তিনি বলেন, "রফতানি বন্ধ রাখাটা চাষিদের স্বার্থ বিরোধী পদক্ষেপ ৷ এতে চাষিরা উচ্চ রফতানিকারক মূল্য পাওয়ার সুবিধে থেকে বঞ্চিত হবে ৷ তবে আমি অবাক হইনি, এই সরকার কখনও চাষিদের বন্ধু ছিল না ৷"

13 মে ডিজিএফটি জানিয়েছে, "এই মুহূর্ত থেকে রফতানি নীতি বন্ধ করা হল ৷" এই নোটিফিকেশনে এও জানানো হয়েছে সরকার চাইলে এই সিদ্ধান্তে বদল হতে পারে ৷ অন্য কোনও দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং সেখানে জরুরি ভিত্তিতে গম সরবরাহ করা দরকার ৷ এই প্রয়োজন অনুভব করলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ডিজিএফটি গম রফতানিতে ছাড়পত্র দেবে ৷ তবে 13 মে এবং তার আগে যে সব রফতানিতে লেটারস অফ ক্রেডিট (Letters of Credit, LoC) দেওয়া হয়েছে, সেখানেই একমাত্র গম রফতানি করা হবে, জানিয়েছে ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটি (Directorate General of Foreign Trade, DGFT) ৷ নতুন করে আর কোনও রফতানি হবে না ভারত থেকে ৷

উদয়পুর, 14 মে : গম রফতানি বন্ধ রাখল কেন্দ্র ৷ বিজেপি সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করল কংগ্রেস ৷ শুক্রবার, 13 মে একটি নির্দেশিকা জারি করে ডিজিএফটি জানায় এখন থেকে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হল ৷ শনিবার কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে 'চাষি-বিরোধী' বলে আখ্যা দিল বিরোধী কংগ্রেস ৷ সরকারি নোটিফিকেশনে বলা হয়েছে, দেশের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে অন্যতম এই পদক্ষেপ (Congress criticizes BJP Government Wheat Export Ban decision) ৷

রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের 'চিন্তন শিবির' চলছে ৷ সেখানে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে প্রবীণ নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram) বলেন, "আমি মনে করি, কেন্দ্রীয় সরকার যথেষ্ট ধান জোগাড় করতে পারেনি ৷ এটা নয় যে, গম উৎপাদন কমে গিয়েছে ৷ মোটামুটি একই রয়েছে ৷ আসলে, আরও বেশিই হচ্ছে ৷" শুক্রবার এই প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছিলেন, ছত্তিশগড়ের এক মন্ত্রী তাঁকে বলেছেন, সেখানে সরকার 97 লক্ষ টন ধান সংগ্রহ করেছে ৷

আরও পড়ুন : India Bans Wheat Export : দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গম রফতানি বন্ধ করল ভারত

যদি ঠিকঠাক গম সংগ্রহ করা যেত, তাহলে হয়তো রফতানিতে এই নিষেধাজ্ঞা জারি করতে হত না, জানান চিদম্বরম ৷ তিনি বলেন, "রফতানি বন্ধ রাখাটা চাষিদের স্বার্থ বিরোধী পদক্ষেপ ৷ এতে চাষিরা উচ্চ রফতানিকারক মূল্য পাওয়ার সুবিধে থেকে বঞ্চিত হবে ৷ তবে আমি অবাক হইনি, এই সরকার কখনও চাষিদের বন্ধু ছিল না ৷"

13 মে ডিজিএফটি জানিয়েছে, "এই মুহূর্ত থেকে রফতানি নীতি বন্ধ করা হল ৷" এই নোটিফিকেশনে এও জানানো হয়েছে সরকার চাইলে এই সিদ্ধান্তে বদল হতে পারে ৷ অন্য কোনও দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে এবং সেখানে জরুরি ভিত্তিতে গম সরবরাহ করা দরকার ৷ এই প্রয়োজন অনুভব করলে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী ডিজিএফটি গম রফতানিতে ছাড়পত্র দেবে ৷ তবে 13 মে এবং তার আগে যে সব রফতানিতে লেটারস অফ ক্রেডিট (Letters of Credit, LoC) দেওয়া হয়েছে, সেখানেই একমাত্র গম রফতানি করা হবে, জানিয়েছে ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড বা ডিজিএফটি (Directorate General of Foreign Trade, DGFT) ৷ নতুন করে আর কোনও রফতানি হবে না ভারত থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.