ETV Bharat / bharat

Gandhi Peace Prize: 'সভ্যতার উপর আক্রমণ', গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দেওয়া নিয়ে তরজা তুঙ্গে কংগ্রেস-বিজেপির

গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার 2021 দেওয়া নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে তরজা তুঙ্গে উঠল ৷ একে অপরের বিরুদ্ধে চোখা চোখা মন্তব্যে আক্রমণ শানালেন জয়রাম রমেশ ও রবিশংকর প্রসাদ ৷

Gandhi Peace Prize
Gandhi Peace Prize
author img

By

Published : Jun 19, 2023, 7:23 PM IST

হায়দরাবাদ, 19 জুন: গীতা প্রেসকে 2021 সালের জন্য গান্ধি শান্তি পুরস্কার প্রদানকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হল কংগ্রেস ও বিজেপির মধ্যে ৷ বিরোধী দলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জুরির পছন্দের সঙ্গে হিন্দুত্ববাদী মতাদর্শী ভিডি সাভারকার ও মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে সম্মান করা সমান । কংগ্রেসের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি বলেছে যে, কংগ্রেসের উপর মাওবাদী প্রভাব রয়েছে ।

হিন্দুত্ববাদী মতাদর্শী ভিডি সাভারকার এবং মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে সম্মান জানানোর সঙ্গে জুরির সিদ্ধান্তকে সমতুল বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তারপরই বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসের সঙ্গে মাওবাদী সাদৃশ্যের কথা তুলে ধরেন ৷ রবিশংকর প্রসাদ বলেন, "রামমন্দির নির্মাণের পথে বাধা সৃষ্টিকারী কংগ্রেসের কাছ থেকে কী আশা করা যায় ? যে দল তিন তালাক নিষিদ্ধের বিরোধিতা করে...গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দেওয়ার সমালোচনা করার থেকে লজ্জাজনক আর কী হতে পারে ? আমরা এর নিন্দা জানাই । আমি ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে, যে দলটি একসময় দেশ শাসন করেছিল, এখন মাওবাদী মানসিকতার লোক রয়েছে সেখানে, তারা রাহুল গান্ধির উপদেষ্টা এবং গোটা দেশের এর বিরোধিতা করা উচিত ৷"

জয়রাম রমেশ 2015 সালে প্রকাশিত সাংবাদিক অক্ষয় মুকুলের একটি বইয়ের উল্লেখ করেছেন, যে বই গীতা প্রেস এবং মহাত্মা গান্ধির মধ্যে টানাপোড়েন সম্পর্কের কথা প্রকাশ করে । রবিশংকর প্রসাদ আবার প্রাক্তন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধিকে একই সারিতে টেনে এনে প্রশ্ন করেন যে, রমেশের মন্তব্যের সঙ্গে সোনিয়া একমত কি না ৷

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার প্রদানের বিষয়ে কংগ্রেসের সমালোচনার জন্যও তাদের আক্রমণ করে বলেছেন, "যারা মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ সংগঠন বলে মনে করে, তারা ছাড়া এতে কারও আপত্তি নেই । গীতা প্রেস ভারতের সংস্কৃতি, আমাদের নীতি এবং হিন্দু বিশ্বাসের সঙ্গে জড়িত এবং এটি সাশ্রয়ী মূল্যের সাহিত্য তৈরি করে যা প্রতিটি ঘরে পৌঁছে যায় ৷" নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন ৷

কংগ্রেসের যোগাযোগের সাধারণ সম্পাদক-ইন-চার্জ জয়রাম রমেশ রবিবার অভিযোগ করেছিলেন যে, গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত একটি 'প্রতারণা' এবং 'এটি সাভারকর এবং গডসেকে পুরস্কৃত করার মতো ।' রমেশের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে জিতেন্দ্র সিং বলেন, আর যাঁরা অভিযোগ তুলেছেন তাঁরা কারা ? তাঁরাই, যাঁরা বলেন মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ ছিল । কংগ্রেস ভুলে গিয়েছে যে, মুসলিম লিগই দ্বিজাতি তত্ত্ব দিয়েছে, ভারত ভাগ করেছে এবং পাকিস্তান সৃষ্টির কৃতিত্ব নিয়েছে ৷

আরও পড়ুন: রমেশের কটাক্ষে পালটা ডেরেকের; ধন্যবাদ জানালেন মমতা, এড়ালেন বাইরন প্রসঙ্গ

এ দিকে, গীতা প্রেস 2021 সালের জন্য গান্ধি শান্তি পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করলেও, যেহেতু তারা কোনও ধরনের অনুদান গ্রহণ করে না, তাই সেই ঐতিহ্য বজায় রেখে এক কোটি টাকা নগদ পুরস্কারের অর্থ গ্রহণ করতে অস্বীকার করেছে । গীতা প্রেসের ম্যানেজার লালমণি ত্রিপাঠি সোমবার সাংবাদিকদের বলেছেন, "এটি আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয় । কোনও ধরনের অনুদান গ্রহণ না করা আমাদের নীতি, তাই ট্রাস্টি বোর্ড কোনও আর্থিক পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তবে, আমরা অবশ্যই সম্মানের জন্য পুরস্কার গ্রহণ করব ৷"

গীতা প্রেস হিন্দু ধর্মীয় গ্রন্থের বিশ্বের বৃহত্তম প্রকাশক এবং এটি 1923 সালে জয়া দয়াল গোয়াঙ্কা ও ঘনশ্যাম দাস জালান দ্বারা সনাতন ধর্মের নীতি প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল । এর আগে রবিবার, সংস্কৃতি মন্ত্রক এই পুরস্কারের ঘোষণা করে বলেছিল যে, তারা এই পুরস্কারের মাধ্যমে গীতা প্রেসের 'অহিংস এবং অন্যান্য গান্ধিবাদী পদ্ধতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে অসামান্য অবদান'কে স্বীকৃতি দেবে ।

গান্ধি শান্তি পুরস্কার হল একটি বার্ষিক পুরস্কার যা সরকার 1995 সালে মহাত্মা গান্ধির 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে মহাত্মা গান্ধির দ্বারা অনুপ্রাণিত আদর্শের প্রতি শ্রদ্ধা হিসেবে শুরু করেছিল । আরজেডিও কংগ্রেসের পক্ষ নিয়ে এই বিতর্কে অংশ নিয়েছে । দলের সাংসদ মনোজ ঝা বিজেপিকে মৌলিকভাবে 'গান্ধি-বিরোধী' বলে অভিহিত করেছেন ।

  • With the win in Karnataka, Congress has now openly unleashed a war against India's civilisational values and rich legacy, be it in the form of repeal of anti-conversion law or criticism against Geeta Press.people of India will resist this aggression and reassert our…

    — Himanta Biswa Sarma (@himantabiswa) June 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপরদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন ৷ তিনি টুইটে লেখেন, "কর্ণাটকে জয়ের পর কংগ্রেস এখন প্রকাশ্যে ভারতের সভ্যতাগত মূল্যবোধ এবং সমৃদ্ধ উত্তরাধিকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, তা ধর্মান্তর বিরোধী আইন বাতিলের আকারে হোক বা গীতা প্রেসের বিরুদ্ধে সমালোচনা করে হোক । ভারতের মানুষ এই আগ্রাসনকে প্রতিহত করবে এবং আমাদের সভ্যতাকে পুনরুদ্ধার করবে ।"

হায়দরাবাদ, 19 জুন: গীতা প্রেসকে 2021 সালের জন্য গান্ধি শান্তি পুরস্কার প্রদানকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হল কংগ্রেস ও বিজেপির মধ্যে ৷ বিরোধী দলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জুরির পছন্দের সঙ্গে হিন্দুত্ববাদী মতাদর্শী ভিডি সাভারকার ও মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে সম্মান করা সমান । কংগ্রেসের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি বলেছে যে, কংগ্রেসের উপর মাওবাদী প্রভাব রয়েছে ।

হিন্দুত্ববাদী মতাদর্শী ভিডি সাভারকার এবং মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে সম্মান জানানোর সঙ্গে জুরির সিদ্ধান্তকে সমতুল বলে উল্লেখ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ তারপরই বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসের সঙ্গে মাওবাদী সাদৃশ্যের কথা তুলে ধরেন ৷ রবিশংকর প্রসাদ বলেন, "রামমন্দির নির্মাণের পথে বাধা সৃষ্টিকারী কংগ্রেসের কাছ থেকে কী আশা করা যায় ? যে দল তিন তালাক নিষিদ্ধের বিরোধিতা করে...গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দেওয়ার সমালোচনা করার থেকে লজ্জাজনক আর কী হতে পারে ? আমরা এর নিন্দা জানাই । আমি ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে, যে দলটি একসময় দেশ শাসন করেছিল, এখন মাওবাদী মানসিকতার লোক রয়েছে সেখানে, তারা রাহুল গান্ধির উপদেষ্টা এবং গোটা দেশের এর বিরোধিতা করা উচিত ৷"

জয়রাম রমেশ 2015 সালে প্রকাশিত সাংবাদিক অক্ষয় মুকুলের একটি বইয়ের উল্লেখ করেছেন, যে বই গীতা প্রেস এবং মহাত্মা গান্ধির মধ্যে টানাপোড়েন সম্পর্কের কথা প্রকাশ করে । রবিশংকর প্রসাদ আবার প্রাক্তন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধিকে একই সারিতে টেনে এনে প্রশ্ন করেন যে, রমেশের মন্তব্যের সঙ্গে সোনিয়া একমত কি না ৷

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার প্রদানের বিষয়ে কংগ্রেসের সমালোচনার জন্যও তাদের আক্রমণ করে বলেছেন, "যারা মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ সংগঠন বলে মনে করে, তারা ছাড়া এতে কারও আপত্তি নেই । গীতা প্রেস ভারতের সংস্কৃতি, আমাদের নীতি এবং হিন্দু বিশ্বাসের সঙ্গে জড়িত এবং এটি সাশ্রয়ী মূল্যের সাহিত্য তৈরি করে যা প্রতিটি ঘরে পৌঁছে যায় ৷" নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন ৷

কংগ্রেসের যোগাযোগের সাধারণ সম্পাদক-ইন-চার্জ জয়রাম রমেশ রবিবার অভিযোগ করেছিলেন যে, গীতা প্রেসকে গান্ধি শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত একটি 'প্রতারণা' এবং 'এটি সাভারকর এবং গডসেকে পুরস্কৃত করার মতো ।' রমেশের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে জিতেন্দ্র সিং বলেন, আর যাঁরা অভিযোগ তুলেছেন তাঁরা কারা ? তাঁরাই, যাঁরা বলেন মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ ছিল । কংগ্রেস ভুলে গিয়েছে যে, মুসলিম লিগই দ্বিজাতি তত্ত্ব দিয়েছে, ভারত ভাগ করেছে এবং পাকিস্তান সৃষ্টির কৃতিত্ব নিয়েছে ৷

আরও পড়ুন: রমেশের কটাক্ষে পালটা ডেরেকের; ধন্যবাদ জানালেন মমতা, এড়ালেন বাইরন প্রসঙ্গ

এ দিকে, গীতা প্রেস 2021 সালের জন্য গান্ধি শান্তি পুরস্কার পেয়ে আনন্দ প্রকাশ করলেও, যেহেতু তারা কোনও ধরনের অনুদান গ্রহণ করে না, তাই সেই ঐতিহ্য বজায় রেখে এক কোটি টাকা নগদ পুরস্কারের অর্থ গ্রহণ করতে অস্বীকার করেছে । গীতা প্রেসের ম্যানেজার লালমণি ত্রিপাঠি সোমবার সাংবাদিকদের বলেছেন, "এটি আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয় । কোনও ধরনের অনুদান গ্রহণ না করা আমাদের নীতি, তাই ট্রাস্টি বোর্ড কোনও আর্থিক পুরস্কার না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তবে, আমরা অবশ্যই সম্মানের জন্য পুরস্কার গ্রহণ করব ৷"

গীতা প্রেস হিন্দু ধর্মীয় গ্রন্থের বিশ্বের বৃহত্তম প্রকাশক এবং এটি 1923 সালে জয়া দয়াল গোয়াঙ্কা ও ঘনশ্যাম দাস জালান দ্বারা সনাতন ধর্মের নীতি প্রচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল । এর আগে রবিবার, সংস্কৃতি মন্ত্রক এই পুরস্কারের ঘোষণা করে বলেছিল যে, তারা এই পুরস্কারের মাধ্যমে গীতা প্রেসের 'অহিংস এবং অন্যান্য গান্ধিবাদী পদ্ধতির মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে অসামান্য অবদান'কে স্বীকৃতি দেবে ।

গান্ধি শান্তি পুরস্কার হল একটি বার্ষিক পুরস্কার যা সরকার 1995 সালে মহাত্মা গান্ধির 125 তম জন্মবার্ষিকী উপলক্ষে মহাত্মা গান্ধির দ্বারা অনুপ্রাণিত আদর্শের প্রতি শ্রদ্ধা হিসেবে শুরু করেছিল । আরজেডিও কংগ্রেসের পক্ষ নিয়ে এই বিতর্কে অংশ নিয়েছে । দলের সাংসদ মনোজ ঝা বিজেপিকে মৌলিকভাবে 'গান্ধি-বিরোধী' বলে অভিহিত করেছেন ।

  • With the win in Karnataka, Congress has now openly unleashed a war against India's civilisational values and rich legacy, be it in the form of repeal of anti-conversion law or criticism against Geeta Press.people of India will resist this aggression and reassert our…

    — Himanta Biswa Sarma (@himantabiswa) June 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপরদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন ৷ তিনি টুইটে লেখেন, "কর্ণাটকে জয়ের পর কংগ্রেস এখন প্রকাশ্যে ভারতের সভ্যতাগত মূল্যবোধ এবং সমৃদ্ধ উত্তরাধিকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, তা ধর্মান্তর বিরোধী আইন বাতিলের আকারে হোক বা গীতা প্রেসের বিরুদ্ধে সমালোচনা করে হোক । ভারতের মানুষ এই আগ্রাসনকে প্রতিহত করবে এবং আমাদের সভ্যতাকে পুনরুদ্ধার করবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.