নয়াদিল্লি, 17 নভেম্বর: বিজেপির (BJP) বিরুদ্ধে ভোটারদের তথ্য চুরি (Voter Data Theft), জালিয়াতির অভিযোগ উঠল ৷ কংগ্রেসের (Congress) তরফে এই অভিযোগ তোলা হয়েছে ৷ অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা (Randeep Surjewala) ৷ তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে কর্নাটকের মুখ্যমন্ত্রীও জড়িয়ে রয়েছেন ৷
তাঁর অভিযোগ, এই জালিয়াতিতে কর্নাটকের মুখ্যমন্ত্রী বিজেপির বাসবরাজ বোম্মাই (Karnataka CM Basavaraj Bommai), তাঁর অফিসের কর্মচারীরা, সরকারি আধিকারিকরা জড়িত রয়েছেন ৷ একই সঙ্গে এই জালিয়াতির সঙ্গে যোগ রয়েছে কর্নাটকের নির্বাচন কমিশনেরও ৷ তাছাড়া যুক্ত রয়েছে বৃহত বেঙ্গালুরু মহানগর পালিকাও (BBMP) ৷
কিন্তু কীভাবে হল এই জালিয়াতি ? সেই প্রশ্নও উঠতে শুরু করেছে ৷ সুরজেওয়ালার দাবি, ভোটারদের মধ্যে সচেতনতা সংক্রান্ত প্রচারের জন্য সরকারের কাছে চিলুমে এডু ইনস্টিটিউট নামে একটি বেসরকারি সংস্থা আবেদন করে ৷ তাদের সেই আবেদন মঞ্জুর করা হয় ৷ তাঁর অভিযোগ, ওই সংস্থা বুথস্তরের আধিকারিক হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করেছে ৷ যা আসলে জালিয়াতি ৷
আর এর জন্যই তিনি কর্নাটকের মুখ্যমন্ত্রী-সহ বাকিদের দায়ী করেছেন ৷ তাঁর ব্যাখ্যা, কর্নাটকের মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে বৃহত বেঙ্গালুরু মহানগর পালিকা সংক্রান্ত দফতরের দায়িত্ব ৷ তাঁর মুখ্য কমিশনার আবার বেঙ্গালুরুর নির্বাচনী আধিকারিক ৷ তাছাড়া ওই মহানগর পালিকার ক্ষমতায় রয়েছে বিজেপি (BJP) ৷ নির্বাচন কমিশনকেও নিয়ন্ত্রণ করে বিজেপি ৷ সেই কারণে ওই সংস্থার কর্মীদের ভুয়ো বিএলও কার্ড দেওয়া হয়েছিল বলে সুরজেওয়ালার অভিযোগ ৷
কংগ্রেসের এই নেতার আরও দাবি, নির্বাচন কমিশনের (ECI) সরকারি অ্যাপে ভোটারদের কোনও তথ্য পাওয়া যায় না ৷ ডিজিটাল সমীক্ষা নামে একটি বেসরকারি অ্যাপে ওই তথ্য পাওয়া যায় ৷ যা বিধায়ক, সাংসদ ও রাজনৈতিক দলগুলি ব্যবহার করে ৷
কংগ্রেসের তরফে এই অভিযোগ তোলা হলেও এখনও পর্যন্ত বিজেপির তরফে এই ইস্যুতে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: অপহরণের অভিযোগ ওড়ালেন জারিওয়ালা, চাড্ডার দাবি বিজেপি-চাপ