ETV Bharat / bharat

Modi Visits France-UAE: কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে প্যারিস ও আবু ধাবির পথে মোদি - বাস্তিল ডে প্যারেড

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে ফ্রান্স সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ 14 জুলাই প্যারিসে বাস্তিল ডে প্যারেডে সম্মানিত অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন । ফ্রান্স থেকে 15 জুলাই সংযুক্ত আরব আমিরশাহীতে যাবেন প্রধানমন্ত্রী ।

Modi Visits France-UAE
Modi Visits France-UAE
author img

By

Published : Jul 13, 2023, 12:52 PM IST

নয়াদিল্লি, 13 জুলাই: সরকারি সফরে ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহীতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার সকালে পালাম বিমানবন্দর থেকে রওনা হন তিনি । তাঁর ফ্রান্স সফর দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বে নতুন প্রেরণা জোগাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী ৷ ফ্রান্সে যাত্রার আগে তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ড ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বিস্তৃত আলোচনার জন্য তিনি উন্মুখ হয়ে রয়েছেন ৷ সেই আলোচনা পরবর্তী 25 বছরে দু দেশের সময়-পরীক্ষিত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে বলে মনে করেন নমো ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেন যে, তিনি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন ।

মোদির কথায়, "আমি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার এবং আগামী 25 বছরে এই দীর্ঘস্থায়ী ও সময়-পরীক্ষিত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে বিস্তৃত আলোচনার জন্য উন্মুখ হয়ে রয়েছি ।"

প্যারিস থেকে প্রধানমন্ত্রী মোদি 15 জুলাই যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে ।

তাঁর ইউএই সফর নিয়ে মোদি বলেন, "আমি আমার বন্ধু তথা সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ ।"

এই দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, ফিনটেক, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে সুদৃঢ় বন্ধনের মতো বিস্তৃত বিষয়ে একে-অপরের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানান মোদি ৷

  • Leaving for Paris, where I will take part in the Bastille Day celebrations. I look forward to productive discussions with President @EmmanuelMacron and other French dignitaries.
    Other programmes include interacting with the Indian community and top CEOs. https://t.co/jwT0CtRZyB

    — Narendra Modi (@narendramodi) July 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফ্রান্সের কাছ থেকে আরও 26টি রাফাল কিনতে চলেছে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে প্যারিস সফর করছেন ৷ সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী 14 জুলাই বাস্তিল ডে প্যারেডে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৷ ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি ত্রি-সেবামূলক দল সেই প্যারেডে অংশগ্রহণ করবে । ফ্রান্স সফরে সে দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি ফ্রান্সের সেনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির । তিনি আলাদাভাবে ফ্রান্সে ভারতীয় প্রবাসী, ভারতীয় ও ফরাসি কোম্পানির সিইও এবং বিশিষ্ট ফরাসি ব্যক্তিত্বদের সঙ্গেও কথা বলবেন ।

আগামী 15 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবু ধাবি সফর করবেন এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন । 2014 সালে ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপসাগরীয় দেশে পঞ্চম সফর । অতীতে প্রধানমন্ত্রী 2022 সালের জুন, 2019 সালের আগস্ট, 2018 সালের ফেব্রুয়ারি এবং 2015 সালের অগাস্ট মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে সফর করেছেন ।

নয়াদিল্লি, 13 জুলাই: সরকারি সফরে ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরশাহীতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বৃহস্পতিবার সকালে পালাম বিমানবন্দর থেকে রওনা হন তিনি । তাঁর ফ্রান্স সফর দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বে নতুন প্রেরণা জোগাবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী ৷ ফ্রান্সে যাত্রার আগে তিনি বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ড ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বিস্তৃত আলোচনার জন্য তিনি উন্মুখ হয়ে রয়েছেন ৷ সেই আলোচনা পরবর্তী 25 বছরে দু দেশের সময়-পরীক্ষিত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে বলে মনে করেন নমো ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে বলেন যে, তিনি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন ।

মোদির কথায়, "আমি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার এবং আগামী 25 বছরে এই দীর্ঘস্থায়ী ও সময়-পরীক্ষিত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যেতে বিস্তৃত আলোচনার জন্য উন্মুখ হয়ে রয়েছি ।"

প্যারিস থেকে প্রধানমন্ত্রী মোদি 15 জুলাই যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে ।

তাঁর ইউএই সফর নিয়ে মোদি বলেন, "আমি আমার বন্ধু তথা সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ ।"

এই দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, ফিনটেক, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে সুদৃঢ় বন্ধনের মতো বিস্তৃত বিষয়ে একে-অপরের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানান মোদি ৷

  • Leaving for Paris, where I will take part in the Bastille Day celebrations. I look forward to productive discussions with President @EmmanuelMacron and other French dignitaries.
    Other programmes include interacting with the Indian community and top CEOs. https://t.co/jwT0CtRZyB

    — Narendra Modi (@narendramodi) July 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ফ্রান্সের কাছ থেকে আরও 26টি রাফাল কিনতে চলেছে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে প্যারিস সফর করছেন ৷ সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী 14 জুলাই বাস্তিল ডে প্যারেডে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৷ ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি ত্রি-সেবামূলক দল সেই প্যারেডে অংশগ্রহণ করবে । ফ্রান্স সফরে সে দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি ফ্রান্সের সেনেট ও ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্টদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির । তিনি আলাদাভাবে ফ্রান্সে ভারতীয় প্রবাসী, ভারতীয় ও ফরাসি কোম্পানির সিইও এবং বিশিষ্ট ফরাসি ব্যক্তিত্বদের সঙ্গেও কথা বলবেন ।

আগামী 15 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবু ধাবি সফর করবেন এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন । 2014 সালে ক্ষমতায় আসার পর এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপসাগরীয় দেশে পঞ্চম সফর । অতীতে প্রধানমন্ত্রী 2022 সালের জুন, 2019 সালের আগস্ট, 2018 সালের ফেব্রুয়ারি এবং 2015 সালের অগাস্ট মাসে সংযুক্ত আরব আমিরশাহীতে সফর করেছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.