ETV Bharat / bharat

Commercial Cylinder Price Cut: একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম - Commercial LPG prices slashed in Delhi

ফের কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৷ দিল্লিতে সোমবার 171.50 টাকা কমেছে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৷

Commercial LPG Cylinderprice
বাণিজ্যিক সিলিন্ডারের দাম
author img

By

Published : May 1, 2023, 10:02 AM IST

নয়াদিল্লি, 1 মে: রান্নার গ্যাসের ক্ষেত্রে সুখবর না থাকলেও ফের কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৷ তেলের বিপণন সংস্থাগুলি সোমবার অর্থাৎ 1 মে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 171.50 টাকা কমিয়েছে । এর ফলে দিল্লির পাইকারি বাজারে 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমে দাঁড়িয়েছে 1856.50 টাকায় । অন্যদিকে, ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি বলে জানা গিয়েছে ।

এর আগে অর্থবর্ষের শুরুতে 1 এপ্রিলও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল ৷ কিন্তু তখনও অপরিবর্তিত ছিল ঘরোয়া রান্নার গ্যাসের দাম ৷ গত মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি ইউনিটে 91.50 টাকা কমে ছিল । 1 এপ্রিল থেকে দিল্লিতে ঘরোয়া সিলিন্ডারের দাম হয়েছিল 2028 টাকা যেখানে মার্চ মাসে তা ছিল 2119.5 টাকা । তেল বিপণন সংস্থাগুলি 1 মার্চ ঘরোয়া সিলিন্ডারের দাম 50 টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম 350 টাকা বাড়িয়েছিল ৷ যার ফলে 14.2 কেজি ঘরোয়া রান্নার গ্যাসের দাম হয়েছিল দিল্লিতে 1103 টাকা ৷ কলকাতায় 1129 টাকা ৷ মুম্বইতে 1112.5 টাকা এবং চেন্নাইতে 1113 টাকা ।

তার আগে 1 জানুয়ারি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ইউনিট প্রতি 25 টাকা বাড়ানো হয়েছিল ৷ গত বছরের 1 সেপ্টেম্বর বাণিজ্যিক সিলিন্ডারের দাম শেষবার 91.50 টাকা কমানো হয়েছিল । 2022 সালে চার কিস্তিতে দেশীয় সিলিন্ডারের দাম বেড়েছিল 153.5 টাকা বেড়ে ছিল । শেষবার ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল 6 জুলাই 2022 সালে । প্রথম বাড়ানো হয়েছিল ওই বছরেরই 22 মার্চ ৷ দাম বাড়ানো হয়েছিল 50 টাকা । তারপর 7 মে 2022 সালে আবার 50 টাকা বাড়ানো হয়েছিল এবং আবার 19 মে 3.5 টাকা ৷ সেই মাসে দুবার দাম বেড়েছিল । তবে রান্নার গ্যাসের দাম না কমায় মধ্যবিত্তের তেমন কোনও সুরাহা হল না।

আরও পড়ুন: নয়া অর্থবর্ষের শুরুতে কমল বাণিজ্যিক গ্যাসের দাম

নয়াদিল্লি, 1 মে: রান্নার গ্যাসের ক্ষেত্রে সুখবর না থাকলেও ফের কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৷ তেলের বিপণন সংস্থাগুলি সোমবার অর্থাৎ 1 মে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 171.50 টাকা কমিয়েছে । এর ফলে দিল্লির পাইকারি বাজারে 19 কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমে দাঁড়িয়েছে 1856.50 টাকায় । অন্যদিকে, ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি বলে জানা গিয়েছে ।

এর আগে অর্থবর্ষের শুরুতে 1 এপ্রিলও বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছিল ৷ কিন্তু তখনও অপরিবর্তিত ছিল ঘরোয়া রান্নার গ্যাসের দাম ৷ গত মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি ইউনিটে 91.50 টাকা কমে ছিল । 1 এপ্রিল থেকে দিল্লিতে ঘরোয়া সিলিন্ডারের দাম হয়েছিল 2028 টাকা যেখানে মার্চ মাসে তা ছিল 2119.5 টাকা । তেল বিপণন সংস্থাগুলি 1 মার্চ ঘরোয়া সিলিন্ডারের দাম 50 টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম 350 টাকা বাড়িয়েছিল ৷ যার ফলে 14.2 কেজি ঘরোয়া রান্নার গ্যাসের দাম হয়েছিল দিল্লিতে 1103 টাকা ৷ কলকাতায় 1129 টাকা ৷ মুম্বইতে 1112.5 টাকা এবং চেন্নাইতে 1113 টাকা ।

তার আগে 1 জানুয়ারি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ইউনিট প্রতি 25 টাকা বাড়ানো হয়েছিল ৷ গত বছরের 1 সেপ্টেম্বর বাণিজ্যিক সিলিন্ডারের দাম শেষবার 91.50 টাকা কমানো হয়েছিল । 2022 সালে চার কিস্তিতে দেশীয় সিলিন্ডারের দাম বেড়েছিল 153.5 টাকা বেড়ে ছিল । শেষবার ঘরোয়া রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল 6 জুলাই 2022 সালে । প্রথম বাড়ানো হয়েছিল ওই বছরেরই 22 মার্চ ৷ দাম বাড়ানো হয়েছিল 50 টাকা । তারপর 7 মে 2022 সালে আবার 50 টাকা বাড়ানো হয়েছিল এবং আবার 19 মে 3.5 টাকা ৷ সেই মাসে দুবার দাম বেড়েছিল । তবে রান্নার গ্যাসের দাম না কমায় মধ্যবিত্তের তেমন কোনও সুরাহা হল না।

আরও পড়ুন: নয়া অর্থবর্ষের শুরুতে কমল বাণিজ্যিক গ্যাসের দাম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.